পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৮ অধ্যায় ] ১৪ নীয় লোকের মৃচ্ছাগত প্রায় হইতে লাগিল । অপর লোকের যুষফের নিকটে যে শস্য ক্রয় করিল তাহার মূল্যার্থে যুষফ মিসরদেশ ও কিনানদেশের তাবৎ ১৫ রৌপ্য সংগ্ৰহ করিয়া ফিরেীণের গৃহে আনিল। এই রূপে মিসরদেশে ও কিনানদেশে রূপার অভাব হইলে মিস্ত্রীয় লোকেরা যুষফের নিকটে আসিয়া কহিল, আমাদিগকে খাদ্য দ্রব্য দেও, আমাদের রূপার শেষ ১ভ হওয়াতে আমরা কি তোমার সম্মুখে মরিব ? তাহাতে যুষফ কহিল, যদি তোমাদের রূপার শেষ হইয়া থাকে, তবে পশু দেও, পশুর নিমিত্তে তোমাদিগকে ১৭ শস্য দিব । তখন তাহার যুষফের কাছে আপন ২ পশু অনিলে মূষফ অশ্ব ও মেষপাল ও গোপাল ও গৰ্দ্দ ভাদি পরিবত্ৰ লইয়া তাহাদিগকে শস্য দিতে লাগিল ; এই রূপে যুষফ তাহদের পশু লইয়া সেই বৎসর ১৮ তাহাদিগকে খাদ্য দিল । এবং বৎসর সম্পূর্ণ হইলে দ্বিতীয় বৎসরে তাহারা যুষফের নিকটে আসিয়া কহিল, আমাদের তাবৎ রৌপ্য ব্যয় হইয়াছে, তাহ প্রভুহইতে গোপন করিব না; এবং আমাদের যে সকল পশু পাল ছিল, তাহ প্রভুরই হইয়াছে; এবং আমাদের শরীর ও ভূমি ব্যতিরেক প্রভূর সাক্ষাতে আর ১৯ কিছুই নাই। অতএব আমরা ও আমাদের ভূমি এই উভয় তোমার গোচরে কেন বিনষ্ট হইবে ? আমরা যেন না মরিয়া জীবৎ থাকি, ও আমাদের ভূমিও যেন পতিত না হয়, এই জন্যে বীজ দেও এবথ খাদ্য শস্য দিয়া আমাদিগকে ও আমাদের ভূমি সকলকে ক্রয় করিয়া লও; তাহাতে আমরা আপন ২ ভূমির সহিত ২০ ফিরেণের অধীন হইব। অনন্তর দুর্ভিক্ষ তাহাদের অতি অসহ্য হইলে মিসুির প্রত্যেকে ভূমি বিক্রয় করিল। তাহাতে যুষফ ফিরেীণের নিমিত্তে মিসরুদেশীয় তাবৎ ভূমি ক্রয় করিল ; এই রূপে সকল ভূমিতে ফিরেণের ২১ অধিকার হইল। তাহাতে মিসরের এক সীমা অবধি অন্য সীমা পর্য্যন্ত নগরে ২ লোকদিগকে স্থানান্তর ২২ করিল। কেবল যাজকদের † ভূমি বিক্রয় করিল না, কারণ ফিরেীণ তাহাদিগকে তাহ বৃত্তি দিয়াছিল, অতএব তাহাদের ভূমি বিক্রীত না হইলে ফিরেণের দত্ত যে বৃত্তি তাহা তাহাদেরই ভোগে থাকিল। পরে ঘূষফ প্রজাগণকে কহিল, দেখ, আমি ফিরেী: ণের নিমিত্তে তোমাদিগকে ও তোমাদের ভূমি সকল ২৪ ক্রয় করিলাম। এখন এই বীজ লইয়া ভূমিতে বপন কর; তাহাতে যাহ1২ উৎপন্ন হইবে, তাহার পঞ্চমাRশ ফিরেীণকে দিও,আর চারি অংশ ভূমির বীজ ও আপন ও পরিজন ও বালকগণের খাদ্যের নিমিত্ত্বে রাখিও। ২৫ তাহাতে তাহার কহিল, আপনি আমাদের প্রাণ রক্ষা x & আদিপুস্তক l করিলেন; আপনকার কৃপাদৃষ্টি হইলে আমরা ফিরেী: ণের দাস হইব। এবং যাজকদের + যে ভূমিতে ফিরেীণের অধিকার হইল না, তদ্ভিন্ন তাবৎ ভূমির পঞ্চমাংশ ফিরেীণ পাইবে, মূষফের স্থাপিত এই ব্যবস্থা সমস্ত মিসরদেশে অদ্যাবধি চলিতেছে। অপর ইস্রায়েল মিসরের গোশনপ্রদেশে বাস করিল, এবং তথায় অধিকার পাইয়া ক্রমে ২ বদ্ধিষ্ণু ও অতি বৃহদগোষ্ঠী হইল। ঐ স্বাকু মিসরদেশে সতের বৎসর কালযাপন করিলে তাহার বয়স সম্পূর্ণ এক শত সাৎচল্লিশ বৎসর হইল। অতএব ইস্রায়েল আপন মরণদিন নিকটস্থ জানিয়া আপন পুত্ৰ যুষফকে ডাকাইয়া কহিল, আমি যদি তোমার সাক্ষাতে অনুগৃহীত হইলাম, তবে বিনয় করি, মিসরদেশে আমার কবর না দিয়া আমার পূৰ্ব্বপুরুষদের নিকটে আমাকে কবর দিতে এই মিসর হইতে লইয়া গিয়া তাহদের কবরস্থানে শয়ন করাইবা ; আমার জঙ্ঘাতে হস্ত দিয়া আমার প্রতি এই অনুগ্রহ ও সত্য রূপে ব্যবহার করিব ; তাহাতে যুষফ কহিল, তোমার আজ্ঞানুসারেই করিব। তথাপি যাকুব যুষফকে দিব্য করিতে কহিলে, যুষফ তাহার নিকটে দিব্য করিল ; তখন ইস্রায়েল শয্যার শিয়রের দিগে প্রণাম করিল। ৪৮ অধ্যায়। ১ পীড়িত যাকুবের সহিত যুম্বা ও তাঁহীর দুই পুত্রের সাক্ষাৎ করণ ও তাহদের পুতি যাকুবের কথা ৮ ও যুষদের দুই পুত্রকে আশীৰ্বাদ করিয়া কনিষ্ককে পুরান করণ, ১৫ ও যুষত্রের সহিত অহার কথোপকথন । ঐ সকল ঘটনা হইলে পর, দেখ, তোমার পিতা পীড়িত আছে, এই সম্বাদ যুষফকে কহিলে সে আপনার দুই পুত্র মিনশি ও ইফুয়িমকে সঙ্গে লইয়া গেল। তখন কেহ যাকুবকে কহিল, দেখ, তোমার পুত্র যুষফ আইল ; তাহাতে ইস্রায়েল আপনাকে সবল করিয়া শয্যায় উঠিয়া বসিল, এবং মূষফকে কহিল, কিনানদেশের 8%

wo > লুস নগরে সর্বশক্তিমান ঈশ্বর আমাকে দশন দিয়া - এই আশীৰ্ব্বাদ করিয়া কহিলেন, দেখ, আমি তোমাকে ফলবন্ত ও বহুগোষ্ঠীক করিব ও তোমাহইতে লোকসমূহ উৎপন্ন করিব, এবং তোমার ভাবি বংশকে চিরস্থায়ি অধিকারার্থে এই দেশ দিব। অতএব আমার মিসরে আগমনের পূৰ্ব্বে মিসরদেশে ইফুরিম ও মিনশি নামে তোমার যে দুই পুত্র জন্মিয়াছে, তাহারা আমার হইবে, ও রূবেন ও শিমিয়োনের ন্যায় অামারি হইবে। কিন্ড ইহাদের পরে তোমার যে ২ সন্তান জন্মে, তাহারা তোমার হইবে, এবং জ্যেষ্ঠ ভূতাদের নামে আপন ২ অধিকারে বিখ্যাত হইবে। কেননা পদন SBBS BS BSS SBBSS BB LLSB BBSBBS BB BSBS S ggS S gg 11–[২৭] অ’ ৪৬ ; ৩ ৷৷ [২৮] প৯ll-–[২১-৩১]৪৯ ;২১-৩১ i ৫০ ; ২৫ । శౌ: ; ২ ২it—[২৯] আ৷ ২৪ ;২ t1=[৩০]৫ ও ৪-১৩ u—[৩১] ই ১১২১ ll S BBBS S B BBS SSAAAASSSS S gg S BSS JSSS SSSS00SS0S S BB BBS SSS LL -- ※ (ইকু) লইয়া গেল (ব) যুবরাজদের ; (ইত্ৰ) আয়ুর বৎসরের দিন ।