পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৬১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮,৯ অধ্যায়।] • উপদেশক । ১ খ্রীকে পাইলাম না। দেখ, ঈশ্বর সরলভাবে মনুষ্যকে সৃষ্টি করিষাছেন, কিন্তু তাহারা অনেক কুকম্পন অন্বেষণ করিয়াছে। ৮ অধ্যায়। ৯ রাজ্ঞীদিগের সমাদরের কৰ্ত্তব্যতা ৬ ও ওপযুক্ত সযয়ে কৰ্ম্ম করণের কৰ্ত্তব্যতা ১২ ও বলের সহিত অধৰ্ম্ম অপেক্ষা দীনতার সহিত ধৰ্ম্মের শ্রেষ্ঠত ১১ ও ঈশ্বরের কম্মের অসন্ধালীয়ত । জ্ঞানির তুল্য কে আছে? ও তাহার তুল্য কে মর্ম কথা জানে? জ্ঞান মানুষের মুখকে প্রফুল করে, এবং তাছার মুখের নির্ভয়তার বৃদ্ধি করে * । ঈশ্বরের সাক্ষাতে শপথ করণ প্রযুক্ত রাজার আজ্ঞা পালন ও কর,আমি এই পরামর্শ দি । তাহার নিকটহইতে ব্যাকুল হইয়া যাইও না, এবং মন্দ বিষয়ে আসক্ত হইও না; কেননা সে যাহা ইচ্ছা করে, তাহাই করিতে পারে। রাজার আজ্ঞা প্রবল হয়, এবং তুমি কি করিতেছ?” এ কথা তাহাকে কে কহিতে পারে? যে জন আজ্ঞা পালন করে, সে আপদ জানে না ; এব^ জ্ঞানির মন সময় ও অবকাশ বিবেচনা করে। • সকল অভিপ্রায় সাধনাথে কাল ও অবকাশ + আছে; তাহাতেও মানুষের অতিশয় দুঃখ হয়। কেননা কি ঘটিৰে, তাহ সে জানে না ; ও কি প্রকারে ঘটিবে, তাহ তাহাকে কে জ্ঞাত করিতে পারে? ৮ আত্মাকে নিবারণ করিতে তাহার উপরে কাহারও ক্ষমতা হয় না, মৃত্যুকালেও কাহারও ক্ষমতা হয় নাম এবং সেই যুদ্ধহইতে কেহ পলায়ন করিতে পারে না, এবং দুষ্ককৰ্মদ্বারা দুষকর্মকারিদের মুক্তি হইতে পারে না। সূর্যের নীচে যত কৰ্ম হয়, সে সকলি আমি দেখিলাম, ও তাহার প্রতি মনোযোগ করিলাম ; যাহাতে এক জন আপন ক্ষতির নিমিত্তে অন্যের শাসন করে, এমত সময় আছে। • যে পাপিগণ ধর্মধামে গমনাগমন করিয়াছিল, তাহার কবরস্থ হইল ; পরে যে নগরে ঐ কম করিয়াছিল, সে স্থানে তাহারা বিস্মৃত হইল, তাহাও দেখিলাম ; ইহাও আসার । পাপ করিয়া তারায় শাস্তি না পাওয়াতে মনুষ্যসন্তানদের মন আরও কুকৰ্ম করিতে আসক্ত হয়। যদ্যপি পাপিলোক শত বার দুষ্কৰ্ম করিয়া দীর্ঘায়ু পায়, তথাপি যাহারা ঈশ্বরকে ভয় করে ও তাহার [৮ অব্য ; ১} शि ० ; ०७,०१ ॥ २१ ; ఆ o} সম্মুখে ভীত হয়, তাহাদের মঙ্গল হইবে, তাহ আমি জানি । কিন্তু পাপি লোকদের কদাচ মঙ্গল হইবে না, ও তাহাদের ছায়ারূপ আয়ু বৃদ্ধি পাইবে না, কারণ তাহারা ঈশ্বরের সাক্ষাতে ভীত হয় না। পৃথিবীতে এই অসারত আছে, কখন ২ পাপিদের কৰ্ম্মানুসারিক ফল ধাৰ্ম্মিকদের প্রতি ঘটে, এবং কখন ২ ধার্মিকদের কর্মানুসারিক ফল পাপিদের প্রতি ঘটে ; এই জন্যে আমি কহিলাম, ইহাও আসার। তখন আমি সুখভোগের প্রশংসা করিলাম,কেননা সুয্যের নীচে ভোজন ও পান ও আনন্দ করণ ব্যতিরেকে মানুষের আর কিছুই মঙ্গল নাই ; সুয্যের নীচে ঈশ্বরদত্ত তাবৎ পরমায়ুর মধ্যে মনুষ্যেরা যে পরিশ্রম করে, তাহার এই ফল। দিবারাত্রির মধ্যে চক্ষু মুদ্রিত করে না, এমত লোক আছে; এবং আমি জ্ঞান পাইতে ও পৃথিবীতে মনুষ্যদের কৃত পরিশ্রম দেখিতে মনোযোগ করিলে ঈশ্বরের কৃত সমস্ত কর্ম অর্থাৎ সুর্যের নীচে যে সকল কৰ্ম্ম করা যায়, তাহা মনুষ্য বুঝিতে পারে না, ইহা দেখিলাম, কেননা মনুষ্য তাহ জানিতে যদি অতিশয় যতন করে, তথাপি তাহার উদ্দেশ পায় না; এবং জ্ঞানবান লোক তাহা বুঝিতে বিবেচনা করিলেও তাহার তজ্ঞ পাইতে পারে না। ৯ অধ্যায় । ৯ মনুষ্যের মৃত্যুর বশত ১০ ও ঈশ্বরের কন্মের শ্রেষ্ঠত ~ o os পরীক্ৰয় অপেক্ষ অজ্ঞানের শ্ৰেষ্ঠত t পরে আমি মনোযোগ করিয়া এই সকল বিষয় বিবে- ১ চনা করিলাম, ধাৰ্মিক ও জ্ঞানী ও তাঁহাদের কার্য্য ঈশ্বরের হস্তগত হওয়াতে অনুপস্থিত বিষয়ে প্রেম কি ঘৃণা কি ঘটিবে, তাহ তাঁহাদের কেহ জানে না। সক- ২ লের প্রতি সকল বিষয় সমান ঘটে ; ধাৰ্মিক কি পাপী এবং সৎ (কি অসৎ) ও শুচি কি অশুচি ও যজ্ঞকারী কি অযজ্ঞকারী, তাবতের প্রতি একরূপ ঘটনা হয় ; সদাচারের প্রতি যেমন, কদাচারের প্রতিও তদ্রুপ; এবং শপথকারির প্রতি যেমন, শপথে ভয় কারির প্রতিও তদ্রুপ ঘটে। সকলের প্রতি সমান ঘটনা হয়, ৩ সূর্যের নীচে যত কৰ্ম করা যায়, তাহার মধ্যে এই বড় দুঃখের বিষয়; মনুষ্যসন্তানদের মন পাপেতে পরিপূর্ণ, এবং জীবদ্দশাতে তাহদের মনের মধ্যে উন্মত্তত থাকে, তাহার পরে মৃতদের নিকটে গমন - e. [২১] অ’ ১ ; ২৭ । ৩ ; ৬,৭ - ৮ ; ২১ ৷৷ DD LSLS D D D SBB BBB SSS0SSS AAAAAS S0 » e ; • 11—[o] s > • ; s ti LL0 TA AAAA S AAA SL0 S 0S AAA SL0 S tt SSSSSS BBS LS BBS 0000 BSBSS00 BB 00S ও ৭ ; ১৫ ।–[১১] যিশ ও ; ১১। s fغt ه ,ه ; ه,v,د It---]ه د,* د[ siો ૭૧ | ૧૭ লু ১ছ ; ১১-৩১ ৷ রে! ২ ৩- ১০ ক ৪ ; -3 ,3 Il-[ 8] * : • I s , ; • Il-[ *) : ; 4 - I I • ; , ; - తిః | ফিল ৪ ; ৬,১১ ॥—[১৭] ও ৩; ১১ ৷ ১ ১ ; যুব > • ; १-* ॥ २ ७ : * a l tद्भ1 > •; ०° ll [৯ অধ্য ; ১] ও • ; ৮ u—[২,৩] ২ : ১৪,১s it | * (বন) কিন্তু যুথের পগল্ভত স্মৃলিত হয় (ব) ওপীয় ।

  • .وم - o

601