পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৬১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩,৪ অধ্যায় ] হে ষিরুশালমের কন্যাগণ, আমি মৃগ ও ক্ষেত্রের হরিণদিগকে সাক্ষী করিয়া তোমাদিগকে এই শপথ করাই ; আমার প্রিয়া যাবৎ উঠিতে না চাহেন,তাবৎ র্তাহাকে উঠাইও না, ও জাগ্রৎ করিও না।’ ঐ আমার প্রিয়ের রব ; দেখ, তিনি পৰ্ব্বতকে উল্লঙ্ঘন করিয়া উপপৰ্ব্বতের উপরে দৌড়িয়া অসি১ তেছেন। আমার প্রিয় মৃগের ও যুবহরিণের সদৃশ ; দেখ, তিনি আমাদের প্রাচীরের পশ্চাৎদণ্ডায়মান আছেন, ও গবাক্ষের মধ্য দিয়া দেখিতেছেন, ও - জালদিয়া আপনাকে দেখাইতেছেন। আমার প্রিয় কথা আরম্ভ করিয়া আমাকে কহিলেন । “হে আমার প্রিয়ে, হে সুন্দরি, গাত্রোথান কর, আইস। দেখ, শীতকাল অতীত ও বৃষ্টির সময় ১২ অবশেষ হইয়া গত হইয়াছে। ক্ষেত্রেতে পুষ্কপ সকল প্রসফুটিত আছে, ও পক্ষির গানের সময় ১ও হইয়াছে ; আমাদের দেশে ঘুঘুর রব শুনা যায়। ডুমুরবৃক্ষের ফল সুপক্ক হইতেছে ও দ্রাক্ষাপুপের সৌরভ বিস্তারিত হইতেছে। হে আমার প্রিয়ে, হে ১৪ আমার রূপবতি, তুমি উঠিয়া আইস। হে আমার কপোতি, পৰ্ব্বতাশ্রয়ে ও শৃঙ্গের গুপ্ত স্থানে তোমার মুখ দর্শন করিতে ও তোমার কথা শুনিতে আমাকে দেও, কেননা তোমার কথা সুস্বাদু ও তোমার মুখ অতি সুন্দর।” শৃগালদিগকে অর্থাৎ যে ক্ষুদ্র শৃগাল সকল দ্রাক্ষালতা নষ্ট করে, তাহাদিগকে ধর, যেহেতুক আমাদের লতাতে পুষপ আছে । আমার প্রিয় অামারি, ও আমি তাহারি ; তিনি শোশন পুষেপর ক্ষেত্র মধ্যে চরেন; হে আমার প্রিয়, যাবৎ প্রভাত না হয়, ও ছায়া পলায়ন না করে, তাবৎ তুমি আমার কাছে ফিরিয়া আইস, এবং শৃঙ্গময় পৰ্ব্বতের উপরিস্থিত মৃগ ও যুবহরিণের সদৃশ হও । ৩ অধ্যায় । মণ্ডলীর দ:nী হওন ও গ্রীষ্ণের প্লাঘা করন ইত্যাদি । ৯ রাত্রিকালে আমি আপন শয্যাতে প্রাণপ্রিয়তমকে অন্বেষণ করিলাম ও তাহাকে তত্তর করিলাম, কিন্তু ২ পাইলাম না। এখন আমি উঠিয়া নগরে ও পথে ও চতুষ্ণেকাণ পথে ভুমণ করিয়া প্রাণপ্রিয়তমের অন্বেষণ করিব, ইহা কহিয়া তাহার অন্বেষণ করিলাম, কিন্তু ও উদ্দেশ পাইলাম না। এবং নগরে ভূমণকারি প্রহরিবর্গের সাক্ষাৎ পাইলে তাহাদিগকে জিজ্ঞাসা করিলাম, ৪ তোমরা কি আমার প্রাণপ্রিয়তমকে দেখিয়াছ ? কিন্তু তাহাদের নিকটহইতে অলপ পথ যাইবামাত্র প্রাণপ্রিয়তমকে পাইলাম, তাহাতে আমি যে পর্যন্ত অা o

  • >

3 & 2 * পরম গীত। পন মাতার গৃহে অথাৎ জননীর অন্তঃপুরে তাহাকে লইয়া না গেলাম, তাবৎ তাহাকে ধরিয়া রাখিলাম, ছাড়িলাম না। হে রিকশালমের কন্যাগণ, মৃগ ও ক্ষেত্রের হরিণদিগকে সাক্ষী করিয়া আমি তোমাদিগকে এই শপথ করাই, আমার প্রিয়া যাবৎ উঠিতে ন চাহেন, তাবৎ র্তাহাকে উঠাইও না, ও জাগ্রৎ করিও না।’ “ গন্ধরস ও কুন্দুরু ও বণিকদের সৰ্ব্ব প্রকার দ্রবে্যুতে সুগন্ধীকৃত ধূমের স্তম্ভের ন্যায় প্রান্তরহইতে আসিতেছে ঐ কে ?” “ ঐ দেখ, সুলেমানের শিবিকা, উহার চতুদিগে জন বলবান, অথাৎ ইস্রায়েলের বলবান লোক থাকে। তাহারা সকল খড়গধারী যুদ্ধ করিতে বিজ্ঞ, রাত্রির ভয়ের নিমিত্তে তাহাদের প্রত্যেকের উরুতে খড়গ বাধা থাকে। সুলেমান রাজা আপনার নিমিত্তে লিবানোন কাষ্ঠের এক শিবিক নির্মাণ করিলেন। তাহাতে রূপার স্তম্ভ ও সুবর্ণের বাজু ও বাগুনীয় রঙ্গের আসন করিলেন, এবং তাহার মধ্যভাগ যিরশালমের কন্যাগণদ্বারা প্রেমরূপ বস্ত্রেতে বিস্তীর্ণ হইল ।” “হে সিয়োনের কন্যাগণ,তোমরা বাহিরে গিয়াবিবাহের দিনে ও মনের আনন্দের দিনে তাহার মাতাকর্তৃক মুকুটেতে বিভূষিত সুলেমান রাজকে দেখ।” ৪ অধ্যায় । যণ্ডীর পুতি গ্রীষ্ণের প্রেয ইত্যাদি। “ হে আমার প্রিয়ে, তুমি সুন্দরী ও তুমি পরম সুন্দরী; ঘোমটার মধ্যে তোমার চক্ষু কপোতের চক্ষুর ন্যায়, এবং গিলিয়দের পাশ্বে চরে এমত ছাগপালের ন্যায় তোমার কেশ। এবং যে ২ মেষী পুষ্করিণীহইতে ধৌত হইয়া আগত ও যমজবৎসবিশিষ্ট হয় এবং যাহাদের মধ্যে একও বন্ধ্যা নাই, এমত ছিন্ন লোম মেষপালের ন্যায় তোমার দন্ত। এব^ সিন্দুরবর্ণ সূত্রের ন্যায় তোমার ওষ্ঠাধর, ও তোমার বাক্য অতি মনোহর, ও তোমার ঘোমটার মধ্যস্থিত গগুদেশ দাড়িম্বখণ্ডের ন্যায়। এবং অস্ত্রাগারের নিমিত্তে নিমিত এক সহস্র বলবানের ঢালবিশিষ্ট দায়ুদের দুর্গের ন্যায় তোমার গলদেশ। এবং শোশন পুপের মধ্যে ভক্ষণকারি মৃগের দুই যমজ বৎসের ন্যায় তোমার দুই স্তন। যাবৎ প্রভাত না হয়, ও ছায়া সকল পলায়ন না করে, তাবৎ গন্ধরসের পৰ্ব্বতে ও কুন্দুরু পৰ্ব্বতে আমি যাইব । হে আমার প্রিয়ে, তুমি পরম সুন্দরী ; তোমাতে কোন দোষ নাই। হে আমার কন্যে, লিবানোন্‌হইতে আমার S00SBB BS SSKSSSSK KSS S S SSS0SSS SSS0S0S [ ও অব্য ; ১] পর ৫ ; e ॥—[3] • ; S BBS BBS SSL S SSSS DD LS0S0S LS0S S SSS JSSS SSSS SLSS0S S BB S ९ ९ - ९ १ 11 605 ২ত ০৫: > >