পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৬২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S) e ని কাছে আইস, লিবানোন্‌হইতে আমার কাছে আইস, অমান ও সিনীর এবং হর্মোণ পৰ্ব্বতের শৃঙ্গ হইতে, অর্থাৎ সিংহদের বাসস্থানহইতে ও ব্যাঘ্রদের পর্বত৯ হইতে অবলোকন কর। হে আমার ভগিনীবৎ কন্যে, তুমি অামার মন হরণ করিয়াছ, তোমার এক চক্ষু ও তোমার গলদেশের এক অভরণদ্বারা অামার মন ১• হরণ করিয়াছ। হে অামার ভগিনীবৎ কন্যে, তোমার প্রেম কি বা উত্তম! তাহা দ্রাক্ষারসহইতেও মনোহর, ও তোমার তৈলের সৌরভ তাবৎ সুগন্ধি দ্রব্য অপে১১ ক্ষাও উত্তম। হে কন্যে,তোমার ওষ্ঠাধর হইতে মৌচাকের ন্যায় মধু ক্ষরে,এবং তোমার জিহ্বার তলে মধু ও দুগ্ধ আছে,এবং তোমার বস্ত্রের গন্ধ লিবানোনের ১. গন্ধের ন্যায়। আমার ভগিনীবৎ কন্যা প্রাচীরবেষ্টিত এক উদ্যানস্বরূপ, এবং বন্ধ এক জলাকরস্বরূপ, ১৩ এবং মুদ্রাঙ্কিত এক উনুইস্বরূপ। তোমার শাখাবিশিষ্ট উদ্যানে দাড়িম্ব ও সুস্বাদু ফল, ও কপূর ধ্ব ও ১৪ জটামাসী, ও জটামান্ড্সীর সহিত কুমকুম ও কেশর ও দারুচিনী ও সকল প্রকার সুগন্ধি বৃক্ষ ও গন্ধরস ও ১৭ অগুরু ও তাবৎ প্রধান ২ সুগন্ধি দ্রব্য আছে। উদ্যানের উনুই অমৃত জলের কুপস্বরূপ ও লিবানোন্‌হইতে তাহার স্রোত আইসে। ’ হে উত্তরীয় বায়ু, জাগ্ৰহ হও, হে দক্ষিণ বায়ু, আইস, ও অামার উদ্যানে বহ , তাহাতে তাহার সুগন্ধি দ্রব্যের সৌরভ বিস্তারিত হইবে, এবং আমার প্রিয় আপন উদ্যানে আসিয়া আপন উত্তম ফল ভোজন করিবেন।

  • হে আমার ভগিনীবৎ কন্যে,আমি আপন উদ্যানে উপস্থিত আছি, আপন গন্ধরস ও সুগন্ধি দ্রব্য চয়ন করিতেছি, এবং আপন মধু ও মধুচাক চুষিতেছি, এবং আপন দ্রাক্ষারস ও দুগ্ধ পান করিতেছি। হে আমার বন্ধুগণ, ভোজন কর ; হে আমার প্রিয় সকল, পান করিয়া তৃপ্ত হও।”

৫ অধ্যায় । গ্রীষ্ণের মণ্ডলীর পরল্পর ব্যবহার ও তাহার সৌন্দর্য্য। ১ অামি নিদ্রিতা ছিলাম, কিন্তু আমার মন জাগ্ৰং ছিল, (এমত কালে) আমার প্রিয়ের রব শুনিলাম ; ২ তিনি দ্বারে আঘাত করিয়া এই কথা কহিলেন, হে আমার ভগিনীবৎ প্রিয়ে, হে আমার কপোতি, হে আমার শুদ্ধমতে, দ্বার মুক্ত কর, অামার মস্তক শিশিরেতে, ও রাত্রির শিশিরেতে আমার কেশ ৩ পরিপূর্ণ হইয়াছে।’ (তাহাতে আমি কহিলাম,)আমি বস্ত্র খুলিয়াছি,এখন আর বার কি প্রকারে পরিধান করিব ? ও পদ ধৌত করিয়াছি ; পুনৰ্ব্বার কেমন * করিয়া মলিন করিব ? অামার প্রিয় দ্বারের এক > R, > * [৮] দ্বি ৩ : ১। —[১০] পর ৯ ; ২ 1–1, 3] : ; [* অব্য ; s] পর ৩ : ১ ॥—[৭] 606 পরম গীত । [৫,৬ অধ্যায়। ছিদ্রেতে হস্তুপিণ করিলেন, তাহাতে আমার মন দয়াদু হইল । আমি আপন প্রিয়ের নিমিত্ত্বে • দ্বার গুলিতে উঠিলাম, এবং হস্তদ্বারা সুগন্ধি গন্ধরস ছড়াইলাম, ও অঙ্গুলিদ্বারা দ্বারের কুলুপের হাতলের উপরেও দুব গন্ধরস ছড়াইলাম। পরে আপন - প্রিয়ের নিমিত্তে দ্বার মুক্ত করিলাম, কিন্তু আমার প্রিয় চলিয়া গিয়াছিলেন; তখন র্তাহার কথার স্মরণে আমার প্রাণ উড়িয়া গেল ; আমি তাহার অন্বেষণ করিলাম, কিন্তু তাহাকে পাইলাম না ; ও তাঁহাকে ডাকিলাম, কিন্তু তিনি আমাকে উত্তর দিলেন না। নগর ভূমণকারি প্রহরিবর্গ আমাকে দেখিয়া প্রহার ৭ করিল ও ক্ষত করিল, ও প্রাচীরের প্রহরিবর্গ আমার ঘোমটার বস্ত্ৰ কাড়িয়া লইল । হে যিরশালমের ৮ কন্যাগণ, তোমরা যদি আমার প্রিয়তমের দেখা পাও, তবে আমি প্রেমেতে পীড়িত আছি, এই কথা তাহাকে কহিও, আমি তোমাদিগকে শপথ দিয়া ইহা কহিতেছি । “হে নারীর মধ্যে পরমসুন্দরি,অন্য ২ প্রিয়হইতে s তোমার প্রিয় কিসে শ্রেষ্ঠ ? এবং তুমি যে আমা-- দিগকে এমত শপথ করাইতেছ, তাহাতে আর ২ প্রিয় হইতে তোমার প্রিয় কিসে শ্রেষ্ঠ ?” আমার প্রিয়তম শ্বেত রক্ত বর্ণ; তিনি দশ সহস্ত্রের মধ্যে অগ্রগণ্য। তাহার মস্তক নির্মল সুবর্ণের ন্যায়, ও তাহার কেশ চাচর + ও দাড়কাকের ন্যায় কৃষ্ণবর্ণ। তাহার চক্ষু জলস্রোতে কিম্বা সরোবরে উপবিষ্ট ও দুগ্ধেতে ধৌত কপোতের চক্ষুর ন্যায়। তাহার গণ্ডদেশ ক্ষেত্রের সুগন্ধি বৃক্ষেতে পরিপূর্ণ উদ্যানস্বরূপ। তাহার ওষ্ঠাধর দুব গন্ধরস ক্ষরণকারি শোশন পুষেপর ন্যায়। র্তাহার হস্ত পদ্মরাগ মণিতে খচিত সুবর্ণের অঙ্গুরীস্বরূপ। তাহার শরীর নীলকান্ত মণিতে খচিত হস্তিদন্ত নির্মিত বস্তুর ন্যায়। র্তাহার উরু সুবর্ণ স্থানে স্থিত শ্বেতপ্রস্তরের স্তম্ভের ন্যায়। তাহার দর্শন এর সবৃক্ষবিশিষ্ট লিবানোনের ন্যায়। তাহার ৪ মুখ অতি মিষ্ট || ; তিনি সৰ্ব্বতোভাবে মনোহর। হে যিরশালমের কন্যাগণ, এই আমার প্রিয় ; এই অামার সখী । ত অধ্যায । মণ্ডলীয় সৌন্দর্ঘ্যের বর্ণন ইত্যাদি । “ হে নারীর মধ্যে পরমসুন্দরি, তোমার প্রিয় কোথায় গেলেন ? তোমার প্রিয় কোন দিগে গমন করিলেন ? অামরা তোমার সঙ্গে তাহার অন্বেষণ করি।” অামার প্রিয়তম আপন উদ্যানে ভোজন করিতে ২ ও শোশন পুষ্কপ চয়ন করিতে সুগন্ধিবৃক্ষ পরিপূর্ণ

  • (ব) সরল বৃক্ষ। I (ইকু) তালপত্র । (ইনু) ভালু ॥ (ইবু) যিধতা ।

ক্ষেত্রের উদ্যানে গেলেন। আমি আমার প্রিয়েরই, ও • ১ । হে। ১৪ ; ৬,৭ –[১৭] প ১১, ১৬ । য ৯ ; ১৫ । e; e Il-[**] * : * ~ a ; , it