পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৬২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Se o b ৭ বিদ্যুতের ন্যায়। সমূহজল প্রেমকে নিৰ্ব্বাণ করিতে পারে না, এবং মহাপলবিন তাহী ডুবাইতে পারে না ; কেহ প্রেমের নিমিত্তে আপন গৃহের সর্বস্ব ব্যয় করিলেও সে কেবল অবজ্ঞা পায়। ৮ অজাত স্তনবিশিষ্ট আমাদের একটি ছোট ভগিনী আছে, আমরা তাহার সম্বন্ধের দিনে সেই ভগিনীর নিমিত্তে কি করিব ? ১ সে যদি ভিত্তিস্বরূপ হয়, তবে তাহার উপরে রূপার উচ্চগৃহ নিৰ্মাণ করিব; কিন্তু যদি দ্বারস্বরূপ হয়,তবে এর সকাষ্ঠের কপাট দিয়া তাহাকে আবরণ করিব।” ১• “আমিই ভিত্তিস্বরূপ,আমার স্তন উচ্চগৃহের ন্যায়, [०४] *iह 8 ; ७ ॥ ८ २ २ ; २० ॥ পরম গীত । [৮ অধ্যায়। এই জন্যে র্তাহার গোচরে অনুগ্রহ প্রাপ্ত হইলাম। (বাল হামোনে রক্ষকদের হস্তে সমৰ্পিত সুলেমানের এক দুক্ষিাক্ষেত্র ছিল, এবং তাহার ফলের মুল্য প্রত্যেক রক্ষক এক২ সহস্র মুদ্র দিত।) আমার দ্রাক্ষী- ১২ ক্ষেত্র আমার সম্মুখে আছে ; হে সুলেমান,তাহাদ্বার তোমার এক সহস্র মুদ্র হইবে, ও ফল রক্ষকদিগের দুই শত মুদ্র হইবে।” “ হে উদ্যানবাসিনি, তোমার যে রব বন্ধুগণ শুনে, এখন আমাকে তাহা শুনিতে দেও !” হে আমার প্রিয়,শীঘ্র আইস, এবং সৌগন্ধি পৰ্ব্বতের উপরে মৃগ কিম্ব হরিণের বংসের সদৃশ হও । > s 608