পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৬২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩ ১ ০ বিশ্বস্য নগরী কেমন বেশ্য হইয়াছে ! সে প্রকৃত বিচারে পূর্ণ ছিল, ও তাহার মধ্যে ধর্মের আবাস ২২ ছিল ; কিন্তু এখন হত্যাকারিগণ থাকে। তোমার রূপা মলযুক্ত হইয়াছে, ও তোমার দ্রাক্ষারস জলমি২৩ শ্রিত হইয়াছে । ও তোমার অধ্যক্ষগণ অনাড়াবহ ও চৌরবন্ধু হইয়াছে ; ও তাহাদের প্রত্যেক লোকই উৎকোচ ভাল বাসে ও ভেট পাইতে চেষ্টা করে ; তাহার পিতৃহীনদের বিচার করে না, এবং বিধবাদের বিচার তাহাদের নিকটেও আসিতে পায় না। এই নিমিত্তে সৈন্যাধ্যক্ষ প্রভু পরমেশ্বর ও ইস্রায়েলের সৰ্ব্বশক্তিমান ঈশ্বর কহেন, আহ, আমি আপন শজুদিগকে সমুচিত প্রতিফল দিব ও বৈরি২• দিগকে দণ্ড দিব। আমি তোমার প্রতি পুনৰ্ব্বার হস্তাপণ করিয়া ক্ষারদ্বারা তোমার মল পরিষ্ণকার করিব, ২৬ ও তোমার তাবৎ মলিনতা দূর করব। পরে আমি পুনৰ্ব্বার তোমাকে পূৰ্ব্বকালের ন্যায় বিচারকর্তৃগণ দিব ও প্রথম কালের ন্যায় মন্ত্রিগণ দিব ; তাহাতে তুমি ধৰ্মপুর ও বিশ্বস্য নগর নামে বিখ্যাত হইব। ২৭ সিয়োন বিচারে মুক্তি পাইবে, ও তাহার পরাবৃত্ত * ২৮ লোক ধর্মছারা উদ্ধার পাইবে । কিন্তু পাপী ও অধাৰ্মিকদের একেবারে বিনাশ ঘটিবে, ও পরমে২২ শ্বরত্যাগি লোক বিনষ্ট হইবে। তোমরা ইষ্ট এলাম বৃক্ষ বিষয়ে লজ্জা পাইবা, ও আপনাদের মনোনীত ৩• উদ্যানের বিষয়ে বিবর্ণ হইবা । কেননা তোমরা শুষ্কপত্র এলাবৃক্ষ ও নিৰ্জ্জল উদ্যানের ন্যায় হইব। ৩১ বলবান ব্যক্তি কোষ্টাপাটের ন্যায় হইবে, ও তাহার কার্য অগ্নিকণার ন্যায় হইবে ; তাহাতে উভয় একেবারে প্রজবলিত হইবে, তাহ কেহ নিৰ্ব্বাণ করিতে পারিবে না। ২ অধ্যায়। ১ খ্ৰীষ্ণের রাজ্যের কথা, ১ ও পরয়েশ্বরকে ত্যাগ করণের দোষের নির্ণয়, ১০ ও তাহীর মহিয। প্রযুক্ত তাহণকে ভয় করিতে বিনয় । ১ তামোসের পুত্র যিশয়িয়ের নিকটে যিহুদার ও ষিরুশালমের বিষয়ে এই বাক্য প্রকাশিত হইল। ং শেষকালে এইরূপ ঘটনা হইবে ; পরমেশ্বরের গৃহের পর্বত পৰ্ব্বতগণের শিখরের উপরে স্থাপিত হইবে ও উপপৰ্ব্বতহইতেও উচ্চীকৃত হইবে ; তাহাতে তাবৎদেশীয় লোক স্রোতের ন্যায় তাহার ও প্রতি ধাবমান হইবে । এবথ যাইতে ২ অনেক ২ জাতি কহিবে, আইস,আমরা পরমেশ্বরের পর্বতে, অর্থাৎ যাকুবের ঈশ্বরের মন্দিরে গমন করি ; তিনি অামাদিগকে আপন পথের বিষয়ে শিক্ষা দিবেন,

  • >
  • 8.

যিশয়িয়। | [২ অধ্যায় | তাহাতে আমরা তাহার মাগে গমন করিব ; কেনন। সিয়োন হইতে শাস্ত্র ও মিরূশালমহইতে পরমেশ্বরের বাক্য নির্গত হইবে। এবং তিনি অন্যদেশীয়- ৪ দের বিচার করিবেন, এবং অনেক ২ লোককে অনুযোগ করিবেন; তাহাতে তাহারা আপন ২ খড়গ ভাঙ্গিয় লাঙ্গলের ফাল নির্মাণ করিবে, ও বড়শা ভাঙ্গিয়া কাস্ত্য গড়িবে; এবং এক দেশীয় লোক অন্য দেশীয়দের বিপরীতে খড়গ চালন করিবে না, তাহারা আর যুদ্ধ শিখিবে না। হে • যাকুবের বখশ, আইস, আমরা পরমেশ্বরের দীপ্তিতে গমন করি । তুমি অবশ্য যাকুব বংশীয় আপন লোককে ত্যাগ করিয়াছ, কেননা তাহারা পূৰ্ব্বদেশের মায়াতে + পরিপূর্ণ ও পিলেষ্টীয়দের ন্যায় গণক আছে, ও বিদেশি সন্তানদের সহিত নিয়ম স্থির করে। এবং সুবর্ণ ও রৌপ্যেতে তাহাদের দেশ পরিপূর্ণ, ও তাহাদের সম্পত্তির সীমা নাই ; এবং সে দেশ অশ্বেতে পরিপূর্ণ, ও তাঁহাতে কতো রথ, তাহার সংখ্যা নাই। এবং দেবপ্রতিমাতে তাহাদের দেশ পরিপূর্ণ, তাহারা আপন হস্তকৃত অর্থাৎ স্বহস্তের অঙ্গুলীদ্বারা নির্মিত বস্তুকে প্রণাম করে। অতএব নীচ লোকদিগকে নত করা যাইবে, ও মহৎ লোকদিগকে ক্ষুদ্র করা যাইবে ; তুমিও তাহাদিগকে ক্ষমা করিব না। তোমরা ; পরমেশ্বরের ভয়ানকতলহইতে ও র্তাহার মহিমার তেজহইতে পৰ্ব্বতে প্রবেশ করিয়া ধূলাতে লুক্কায়িত হও । মানুষের গৰ্ব্বিত দৃষ্টি খৰ্ব্ব হইবে, ও নশ্বর মনুষ্যের গৰ্ব্ব থৰ্ব্ব হইবে, এবং সেই দিনে কেবল পরমেশ্বর উন্নত হইবেন। কেননা সৈন্যাধ্যক্ষ পরমেশ্বরের দিন তাবৎ মহৎ ও উচ্চ বছর বিপরীতে ও প্রত্যেক উন্নত বস্তুর বিপরীতে উপস্থিত হইবে ; তাহাতে সে বস্তু নত হইবে । অর্থাৎ লিবানোনের উচ্চ ও উন্নত সকল এর স্বৃক্ষের বিপরীতে, ও বাশনস্থিত সকল অলোন বৃক্ষের বিপরীতে, ও সকল উচ্চ পৰ্ব্বতের বিপরীতে, ও সকল উন্নত উপপৰ্ব্বতের বিপরীতে; এবং প্রত্যেক উচ্চদুর্গের বিপরীতে, ও প্রত্যেক সুদৃঢ় প্রাচীরের বিপরীতে, এবং তশীশের তাবৎ জাহাজের বিপরীতে, ও তাবৎ মনোহর চিত্রের বিপরীতে সেই দিন উপস্থিত হইবে। তাহাতে মনুষ্যের উন্নতি নত হইবে, ও নশ্বর মনুয্যের গৰ্ব্ব খৰ্ব্ব হইবে ; সেই দিনে কেবল পরমেশ্বর উন্নত হইবেন। এবং প্রতিমাগণ সৰ্ব্বতোভাবে লুপ্ত হইবে। যখন পরমেশ্বর শঙ্কাদ্বারা পৃথিবীকে আঘাত করিতে উঠিবেন, তখন লোকেরা পরমেশ্বরের ভয়ানকতা > > [২৪] দ্বি ২৮ ; ৬৩ ৷—[২৫-২৭] যিশ ৪ ; ৩,৪ । সিথ ৮ ; ২,৩ LSSSSSS0SSSSBB SDDSDDSSSSLS SSSSAAAAAAS AAA A 00 [২ অব্য ; ২-৪] যা ৪ ; ১-৩ ৷ গ্ৰী ৮৭। সিথ ৮; ২২ । ৯ ; 0S0 BSBSS0S S BB BSBSS AASAA S [०१] २६ ; २ ० ।-[*२] * र • । * * ; २०-** t 610

  • (ব) বন্দিগণ (ব) পর্বদেশপেক্ষ (ইং) তুমি।