পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৬২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩ ১২ তেজস্বিনী হইবে, এবং ই সায়েল বংশের যাহার। জীবৎ থাকে, তাহাদের নিমিত্তে দেশের ফল উত্তম ৩ ও বিলক্ষণরূপ হইবে। সিয়োনে ও যি রূশালমে যে ২ জন অবশিষ্ট থাকিবে, অর্থাৎ যিরূশালমস্থিত জীবৎ লোকদের মধ্যে যাহাদের নাম লিখিত হইবে, তাহার; পবিত্র নামে বিখ্যাত হইবে । এক পরমেশ্বর বিচার ও অগ্নি প্রভাবে সিয়োনের কন্যাদের গাত্রমল ধৌত করিয়া যিরশালমের রক্ত দূর করিলে • সিয়োন পৰ্ব্বতের প্রত্যেক স্থানে ও তাহার তাবৎ পবিত্র সভাতে দিনে মেঘ ও ধূম, এবং রাত্রিতে প্রজবলিত অগ্নির তেজঃ করিবেন ; তাহাতে ও সকল তৈজসের উপরে আচ্ছাদন হইবে । এবং সে তাম্বুস্বরূপ হইবে, এবং দিনে গ্রীষম বারণার্থে ছায়াস্বরূপ হইবে, এবং ঝড় ও বৃষ্টিহইতে রক্ষণাথে তাহ আচ্ছাদন ও আশ্রয়স্বরূপ হইবে । ৫ অধ্যায় । ৯ পরয়েশ্বরের দীক্ষণক্ষেত্রের কফ, ৮ ও লোভের দণ্ড, ১১ ও সুখভোগি লোকের দণ্ড, ১৮ ও দুষ্ট লোকের দণ্ড ২০ ও ওপদুবি লোকের দণ্ড, ২৫ ও এই সকলের দণ্ডকারির বর্ণন । সম্প্রতি আমি আপন প্রয়ের উদ্দেশে তাহার দ্রাক্ষাক্ষেত্র বিষয়ে এক প্রেমের গীত গান করি। এক ফলবান পৰ্ব্বতের অধিত্যকাতে * আমার প্রিয়ের এক দ্রাক্ষাক্ষেত্র ছিল। তিনি তাহার বেড়া দিলেন, ও প্রস্তর বাহির করিয়া তাহার মধ্যে উত্তম দ্রাক্ষালতা রোপণ করিলেন, ও তাহার মধ্যে উচ্চগৃহ নির্মাণ করিলেন ও কুণ্ড খনন করিলেন ; পরে দুক্ষোফলের অপেক্ষা করিলেন বটে, কিন্তু তাহাতে ও আমুতিক ফল ফলিল। এখন হে যিরশালম নিৰাসিগণ, ও হে যিহুদি লোক সকল, আমি বিনয় করিয়া বলি, তোমরা আমার ও আমার দ্রাক্ষাক্ষেত্রের বিষয়ে বিবেচনা কর । আমি দ্রাক্ষাক্ষেত্রের পাইট যেরূপ করিয়াছি, তাহার অধিক আর কি করিতে পারি? তথাপি আমি দ্রাহ্মাফলের অপেক্ষা করিলে তাহাতে আমুতিক ফল কেন ফলিল ? এখন আইস, আমি দ্রাক্ষাক্ষেত্রের বিষয়ে যাহা করিব, তাহ তোমাদিগকে জ্ঞাত করি ; আমি তাহার বেড়া দূর করিলে সে ভুক্ত হইবে, ও তাহার প্রাচীর ভাঙ্গিলে সে দলিত হইবে । - অামি তাহা শূন্য করিব, তাহার পরিষদ্ধৃতি ও থনন হইবে না, ও তাঁহাতে শ্যাকুল ও কণ্টক বৃক্ষ জন্মিবে, এবং তাহার উপরে জল বর্ষণ ন৷ করিতে মেঘকে আজ্ঞা করিব। ইস্রায়েলের বংশ [৩,৪] যিশ ১ ; २ ७,२१ ।--[०] य1 8 ० [५ अवैण : २] * * ! भी ४० : ४-२२ । य २ • : ००॥-[५] गिद्ध १ ; ११ ।-[००] * २२ । ७ s• ; s ; e ,ণ্ড । যিশ । ২ : « ه - ه د : هم 5ة ه [8 د,ه د] -11 ه لاوة - [১১] যির ১৭ ; 61.2 * (ইত্ৰ তৈলের পূত্রের শৃঙ্গে যিশয়িয় । সৈন্যাধ্যক্ষ পরমেশ্বরের দ্রাক্ষাক্ষেত্রস্বরূপ, এবং ঘিহুদার লোকেরা তাহার তুষ্টিজনক উদ্যানস্বরূপ ; তিনি বিচার অপেক্ষা করিলেন, কিন্তু দেখ, উপদুব ঘটিল; এবং ধর্মের অপেক্ষা করিলেন, কিন্তু দেখ, হাহাকার উপস্থিত হইল। যে পৰ্য্যন্ত দেশের মধ্যে কেবল তোমরা একাকী থাক, অন্যের বাসস্থান না থাকে, তাবৎ গৃহের সঙ্গে গৃহ ও ক্ষেত্রের সঙ্গে ক্ষেত্র যোগ করতেছ যে তোমরা, তোমাদের সন্তাপ ঘটিবে । সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর আমার কর্ণে এই কথা কহিলেন, নিতান্ত গৃহসমূহ নষ্ট হইবে, এবং মহৎ ও সুন্দর বাটী সকল লোকশূন্য হইবে। এবং দশ বিঘা দ্রাক্ষাক্ষেত্রের মধ্যে এক মোন দ্রাক্ষাফল উৎপন্ন হইবে, এবং দশ মোন বীজেতে এক মোন ফল উৎপন্ন হইবে । যাহারা সুরাপানের চেষ্টা করিতে প্রত্যুষে উঠে এবং দ্রাক্ষরিসে উত্তপ্ত হইতে সায়ংকালে অনেক রাত্রি পর্য্যন্ত বসিয়া থাকে, তাহদের সন্তাপ হইবে। তাহাদের ভোজেতে বীণা ও নেবল ও তবল ও বাশি ও দ্রাক্ষারসের আয়োজন হয়, কিন্তু তাহার পরমেশ্বরের কর্ম মানে না, ও তাঁহার হস্তের কর্ম বিবেচনা করে না। অতএব আমার লোকের জ্ঞানাভাব প্রযুক্ত বন্দী হইয়া অন্যদেশে বাস করিতে যাইবে, ও তাহদের কুলীনের ক্ষুধার্য হইবে, ও তাবৎ নীচ লোকের তৃষ্ণাৰ্ত্ত হইবে। পরলোক আপন উদর বৃদ্ধি করিয়া অপরিমিত রূপে মুখ বিস্তার করিবে ; তাহাতে মহৎ ও নীচ লোক ও কলহকারি ও আনন্দকারি লোক সকলে তাহার মধ্যে প্রবিষ্ট হইবে। এবং নীচ লোক নত হইবে, ও মহৎ লোক অধোমুখ হইবে। এবং অহঙ্কারিদের দৃষ্টি নত হইবে, কিন্তু সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর বিচারেতে উন্নত হইবেন, ও পবিত্র ঈশ্বর ধর্মেতে মান্য হইবেন। তৎকালে মেষগণ নির্বিঘ্নে চরিবে, ও বিদেশিগণ উন্নত লোকদের পতিত ভূমিতে পাল চরাইবে। যাহারা অধৰ্মরূপ রজুতে দণ্ড + ও শকটের স্কুল রজজুতে শাস্তি আকর্ষণ করে, তাহীদের সন্তাপ হইবে। তাহারা বলে, তিনি শীঘ্ৰ কৰ্ম করুণ, তাহ যেন আমরা দেখি, এই জন্যে তিনি আপন কাৰ্য্য অরায় করুণ ; এবং আমরা যেন বুঝিতে পারি, একারণ ইস্রায়েলের ধর্মস্বরূপের মন্ত্রণার কৰ্ম্ম উপস্থিত হইয়া সিদ্ধ হউক । যাহারা মন্দকে ভাল ও ভালকে মন্দ বলে, এবং যাহারা অালোকে অন্ধকার ও অন্ধকারকে আলো اه ;ه ه first ام : و u -[] st s به : sttxt [ه د]-ـــ-l; به د ; LSS0S S BB BSBS S BBS BBS BB S ১৫ । ২ পি ও ; ৩,৪ ৷৷ 1 (ব) পাপ (ৰ) অপরাধ । [৫ অধ্যায়।

  • *

3 er వు 2