পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৬২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ অধ্যায় ] বোধ করে, এবং মিষ্টকে তিক্ত ও তিক্রকে মিষ্ট বোধ করে, তাহীদের ও সন্তাপ হইবে। এবং যাহার আপন ২ দৃ

  • >

ষ্টিতে ডানবান ও আপন ২ বোধে * পরিণামদশী, তাহাদেরও সন্তাপ হইবে। এবং যাহারা দ্রাক্ষারস পান করিতে শক্তিমান ও সুর প্রস্তুত করিতে বীৰ্য্যবান হয় ও উৎকোচ লইয়া অপরাধিকে নিরপরাধী করে,ও ধাৰ্মিককে ধর্মচ্যুত করে, তাহাদেরও সন্তাপ হইবে। যেমন অগ্নিরূপ জিহুৱাদ্বারা নাড়া চৰ্ব্বিত হয়, ও অগ্নিশিখাদ্বারা শুষক তৃণ দগ্ধ হয়, তদ্রুপ তাহাদের মূল জীর্ণ কাষ্ঠের ন্যায় হইবে,ও তাহীদের পুঞ্চপ ধূলার ন্যায় উড়িয়া যাইবে। কেননা তাহারা সৈন্যাধ্যক্ষ পরমেশ্বরের ব্যবস্থা তুচ্ছ করে, ও ইস্রায়েলের ধর্মস্বরূপের কথা অবজ্ঞা করে। এই নিমিত্তে আপন লোকদের বিপরীতে পরমেশ্বরের ক্রোধ প্রজবলিত হইবে, ও তিনি তাহাদের প্রতিকূলে হস্ত বিস্তার করিবেন, এবথ তাহাদিগকে এমত আঘাত করিলেন, যে তাহার দ্বারা পৰ্ব্বতগণ কম্পিত হইবে, ও তাঁহাদের শব পথের মধ্যে মলের ন্যায় হইবে ; তথাপি তাহার ক্রোধ নিবৃত্ত হইবে না,কিন্তু র্তাহার হস্ত আরো বিস্তারিত হইবে। এবং তিনি দূরদেশীয়দের নিমিত্তে ধ্বজ তুলিবেন, ও পৃথিবীর সীমা পর্যন্ত তাবৎ লোকের জন্যে শিষ দিবেন, তাহাতে তাহারা দ্রুতগমন করিয়া শীঘু অাসিবে। দেখ, তাহদের মধ্যে কেহ দুৰ্ব্বল হইবে না ও বিঘ্ন পাইবে না ও তন্দ্ৰালু হইবে না ও নিদ্রাগত হইবে না, ও তাঁহাদের কটিবন্ধন ও মুক্ত হইবে না, ও পাদুকার সূতা খুলিবে না। এবং তাঁহাদের বাণ সুতীক্ষু ও তাবৎ ধনু চাড়া দেওয়া হইবে, ও অশ্বগণের খুর হীরার ন্যায়, ও রথচক্র ঘূর্ণবায়ুর ন্যায় গণিত হইবে । এবং তাহাদের গৰ্জ্জন সিংহীর গৰ্জ্জনের ন্যায় হইবে ; এবথ তাহারা গৰ্জ্জনকারি সিংহশাবকের ন্যায় গজ্জন করিয়া শিকার ধরিয়া লইয়া যাইবে, কেহ রক্ষা করিতে পারিবে ন। সেই দিনে তাহারা তাহাদের বিপরীতে সমুদ্রবৎ গৰ্জ্জন করিবে ; তাহাতে তাহারা পৃথি R. R. R vo R 0 R -

  • b
  • >

বীর প্রতি দৃষ্টি করিবে, কিন্তু কেবল অন্ধকার ও দুঃখ হইবে, এবং আলো ঘোর মেঘেতে অন্ধকারময় হইবে। ২৩ অধ্যায় । ১ মিশয়িয়ের দর্শন, ৬ ও কঠিন লোকদের নিকটে তা হণকে পেরন, ১১ ও অবশিষ্ট লোকদের রক্ষণ । উম্বিয় রাজার মরণবৎসরে আমি প্রভুকে এক উচ্চ > যিশয়িয় । ও উন্নত সিংহাসনে উপবিষ্ট দেখিলাম ; তাহার তেজেতে + মন্দির পরিপূর্ণ হইল ; ও তাহার নিকটে সিরাফগণ দাড়াইল ; তাহাদের প্রত্যেকের ছয় ২ পক্ষ তাহার দুই পক্ষদ্বারা আপন ২ মুখ আচ্ছাদন করে, এবং দুই পক্ষদ্বারা চরণ আচ্ছাদন করে, এবং দুই পক্ষদ্বারা উড়ডীয়মান হয়। তখন তাহারা পরসপর ডাকিয়া কহিল, সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর পবিত্র, পবিত্র, পবিত্র ; তাহার তেজেতে তাবৎ পৃথিবী পরিপূর্ণ অাছে।’ তাহাদের এই কথার উচ্চৈঃশব্দেতে মন্দিরের দ্বারের মূল সকল কঁাপিতে লাগিল, ও মন্দির ধূমেতে পরিপূর্ণ হইল। তাহাতে আমি কহিলাম, আমি বিনষ্ট হইলাম, কেননা অামি অপবিত্রোন্তাধর, এবথ অপবিত্রোঠাধর লোকদের সহবাসী হইয়া রাজাকে অর্থাৎ সৈন্যাধ্যক্ষ পরমেশ্বরকে চাকুষ দেখিলাম । পরে এক সিরাফ যজ্ঞবেদিহইতে চিমটাদ্ধারা এক খান প্রজবলিত অঙ্গার লইয়া উড়িয়া আমার কাছে অাইল। এবং আমার মুখে তাহী সপর্শ করাইয়। কহিল, দেখ, তোমার ওষ্ঠাধরে এই অঙ্গার সপর্শ হওয়াতে তোমার অধৰ্ম দূর হইল ও তোমার পাপ মোচন হইল। পরে আমি কাহাকে পাঠাইব ? ও আমাদের নিমিত্তে কে যাইবে ? এই কথা সম্বলিত পরমেশ্বরের এক রব শুনিলাম ; তাহাতে আমি কহিলাম, দেখ, আমি উপস্থিত আছি, আমাকে পাঠাও। তিনি কহিলেন, তুমি এই লোকদের নিকটে গিয়া বল, তোমরা শুনিবা, কিন্তু বুঝিবা না ; এবং দেখিবা, কিন্তু জানিতে পারিব না। এবং এই লোকের চক্ষুতে দেখিয়া ও কর্ণে শুনিয়া ও অন্তঃকরণে বুঝিয় মন ফিরাইয়া যেন সুস্থ না হয়, এই নিমিত্তে তাহাদের বুদ্ধি স্থল কর ও তাহাদের কর্ণ ভারী কর ও তাঁহাদের চক্ষু মুদ্রিত কর । তাহাতে আমি কহিলাম, হে প্রভো, এমত কত দিন থাকিবে ? তিনি কহিলেন, যাবৎ এই নগর সকল বসতিশূন্য ও বাটী সকল নরশূন্য ও ভূমি সকল শস্যশূন্য না হয়, ও পরমেশ্বর মনুষ্যজাতিকে দূর না করেন, ও দেশের মধ্যে অনেক অনাথ৷ না হয়, তাবৎ থাকিবে । যদ্যপি দেশের দশমাথ শও থাকে, তথাপি পুনঃ ২ তাহার বিনাশ ঘটিবে ; কিন্তু যেমন এল ও আলোন বৃক্ষ ছিন্ন হইলেও তাহার মুড়া থাকে, তদ্রুপ এই লোকদের মুড়াস্বরূপ এক পবিত্র বংশ থাকিবে। SBSSBSSSBSS00 BBSBSSSBLSSSBBBS BBSBBSDDSS SSSS S LLSSSSAAAASAASmB DS 00SDD BBBS AAAAA AAAA SDD S S BBkS iS LAAA SASS SSKSSSSS0SS0SS0SS0SS0SSBB BBS BB 11—[v] BSDS 0S DD 0S0 LLSSAAAAS S B S S S S S S S S S SS00 ee S DDSDD S BB BS ৮ । —[১১-১৩] DD DDS DSDSD SDS SS DDSDD DDDSS S0SSSSAAAAAAS BSBBS BSBBSBS S BBB S SS SSBBSS SBBSS SBBS BBBBB SBT AAAASS SBBSS BBB BB BBBS 6.13 రిలి