পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৬২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

తి) 8 ৭ অধ্যায় । ১ আহদের পুতি ফিশয়িয়ের সান্ধনীর কথা, ১০ ও অtহসের পুতি আশ্চর্য চিহ্ন প্রকাশ করণ, ১৭ ও অশূরীয় লোকদ্বারা ভাবিদণ্ড প্রকাশ করণ। ১ যিহুদাদেশীয় রাজা উষিয়ের পৌত্র যোথমের পুত্ৰ অাহসের অধিকার সময়ে আরাম দেশীয় রিৎসীন রাজা ও রিমলিয়ের পুত্র পেকহ নামে ইসুয়েলের রাজা,এই দুই রাজা সৈন্যদ্বারা ফিরুশালম নগর বেষ্টন করিতে আইল, কিন্তু পরাস্ত করিতে পারিল ২ না। - ইফুয়িম অরামের সহায় আছে, এই কথা দায়ুদৃ বংশীয় রাজা জ্ঞাত হইলে তাহার ও তাহার লোকদের মন বায়ুতে কম্পিত বৃক্ষের ন্যায় কঁপিয়া ও উঠিল। এই জন্যে পরমেশ্বর রিশয়িয়কে কহিলেন, তুমি ও তোমার পুত্র শরিষাশুৰু উভয়ে উপরিস্থ পুষ্করিণীর ঘাটে রজকদের ক্ষেত্রের পথে আহসের সহিত সাক্ষাৎ করিতে যাইয়া তাহাকে এই কথা বল, তুমি সাবধান হইয়া স্থির হও; এই দুই ধূমময় উলঙ্কার অগ্রভাগহইতে, অর্থাৎ রিৎসীন ও অরামের ও রিমলিয়ের পুত্রের মহা ক্রোধহইতে ভীত e হইও না, ও মনে হীনসাহস হইও না। যদ্যপি আরামীয় লোক ও ইফুয়িম লোক ও রিমলিয়ের পুত্ৰ • তোমার বিরুদ্ধে এই কুপরামর্শ করিয়াছে, “ আইস, আমরা যিহুদাদেশ আক্রমণ করিয়া তাহাকে ক্লেশ দি, ও তাহা আপনাদের অধিকার করিয় তাহার উপরে রাজতন্ত্ৰ করিতে টাবেলের পুত্রকে নিযুক্ত করি, তথাপি প্রভু পরমেশ্বর কহিতেছেন,এই পরামর্শ স্থির হইবে না এবং কখনো সিদ্ধ হইবে ৮ না। দন্মেষক নগর অরাম দেশের মস্তকস্বরূপ, ও রিৎসীন রাজা দন্মেষকের মস্তকস্বরূপ; ও শোমিরোণ নগর ইফুয়িমের মস্তকস্বরূপ, ও রিমলিয়ের ১ পুত্ৰ শোমিরোণের মস্তকস্বরূপ হইবে ; এবং পয়ষষ্টি বৎসরের মধ্যে ইফুয়িম লোক এমত উচ্ছিন্ন হইবে, যে আর কখনো এক জাতি থাকিবে না। কিন্তু তোমরা যদি আমাতে বিশ্বাস না কর, তবে স্থির থাকিতে পারিব না । পরমেশ্বর অহিসকে আরও কহিলেন, তুমি আ১১ পন প্রভু পরমেশ্বরের কাছে কোন চিহ্ন প্রার্থন কর, নীচস্থ কি উদ্ধৃস্থিত স্থানে তাহার প্রার্থনা কর। ১২ কিন্তু অাহস কহিল, আমি চিহ্ন প্রার্থনা করাতে পর১৩ মেশ্বরের পরীক্ষা করিব না। তাহাতে তিনি কহিলেন, হে দায়ুদের বংশ, এখন মনোযোগ কর, > * যিশয়িয় । [৭ অধ্যায়। তোমরা মনুষ্যকে ব্যস্ত করণ অলপ জ্ঞান করিয়া কি আমার ঈশ্বরকেও ব্যস্ত করিবা? পরমেশ্বর আ- ১৪ পনি তোমাদিগকে এক চিহ্ন দেন, দেখ, কন্য। গৰ্ত্তবর্তী হইয়া পুত্র প্রসব করিবে, ও তাহার নাম ইন্মানুয়েল (আমাদের সহিত ঈশ্বর ) রাখিবে। পরে সে অসৎ ক্রিয়ার অস্বীকার ও সৎক্রিয়ার ১৭ স্বীকার করণেতে ডানবান হওন পৰ্যন্ত দধি * ও মধু ভক্ষণ করিবে। কেননা যে দেশীয় দুই রাজ্যদ্বারা ১৪ তুমি ক্লেশ পাইতেছ, এই বালকের দুস্ক্রিয় অস্বীকার ও সৎক্রিয় স্বীকার রূপ জ্ঞান প্রাপ্তির পূৰ্ব্বে সে দেশ উচ্ছিন্ন হইবে । যিহুদাহইতে ই ফুয়িমের পৃথক হওন দিনবিধি ১৭ যেরূপ বিপদ কখনো হয় নাই, পরমেশ্বর অশুরু দেশীয় রাজাকে আনিয়া এমন বিপদ তোমার ও তোমার লোকদের ও তোমার পিতৃবংশের প্রতি ঘটাইবেন। সেই সময়ে পরমেশ্বর মিসুিয় নদীর ১৮ শেষভাগস্থ দেশের মক্ষিকার প্রতি ও অশূর দেশীয় ভুমরের প্রতি শিষ দিবেন। তাহাতে তাহারা সকলে ১৯ আসিয়া শূন্য নিমনভূমিতে ও পৰ্ব্বতের ছিদ্রেতে ও নিবিড় বনে ও মাঠে বসিবে। সেই সময়ে পরমেশ্বর ২০ ফরাং নদীর ওপারস্থিত অশূরীয় রাজরূপ ভাটকীয় ক্ষুরদ্বারা মস্তক ও পদের লোম ক্ষেীর করিবেন এবং শ্মশ্র ও ফেলিবেন । তৎকালে আরো ঘটিবে, ২১ যদি কেহ যুবর্তী গাভী ও দুইটা মেষ পালন করে, তবে তাহাদের উৎপন্ন প্রচুর দুগ্ধহইতে সে দধি * ভোজন করিবে। এবং দেশের মধ্যে যে কেহ অব- ২২ শিষ্ট থাকিবে, সে দধি * ও মধু ভোজন করিবে । এবং যে সকল ক্ষেত্রে সহস্র মুদ্র মূল্য সহস্র দ্রাক্ষা- ২৩ লতা আছে, সেই দিনে সে সকল ক্ষেত্র শ্যাকুল ও কণ্টকময় হইবে ; এবং লোকের তীর ধনু হস্তে ২৪ লইয়া সে স্থানে যাইবে, কেননা সমস্ত দেশ শ্যাকুল কণ্টকেতে ব্যাপ্ত হইবে । এর যেখানে শ্যাকুল ২৭ কাটার ভয় উপস্থিত হয় না, কোদালিদ্বারা প্রস্তুত সেই তাবৎ উপপৰ্ব্বত বলদের চরণস্থান ও মেষের দলনের স্থান হইবে। ৮ অধ্যায়। ১ অশরীয় লোকদ্বারা ইসুীয়েলের ভাবিদণ্ড, ৫ ও য়িস্থ দীর ভাবিদণ্ড, ৯ ও দণ্ডের অনিবাৰ্য্যতা, ১১ ও সাব লোকদের সাৰুনীর কথা, ১৯ ও দেবপূজকদের দুঃথ " অপর পরমেশ্বর আমাকে কহিলেন, তুমি একখান ১ বৃহৎ পত্র লইয়া লৌহলেখনীদ্বারা তাহার মধ্যে এই [৭ অব্য; ১] ২ রা ১১ : *,• ! २ द* २v ; ५-४ ॥-[०] যিশ ওe ; ২ S gg S S S S S00 S S0SJJS BSBS х в 1 डेब्रु 9 3 ২, ১০ । যিশ ৩৭ ; ০৮ ।-[२] २ द* २० ; & ० ।-[* s] य २ ; २२, १० ।। লু ৯ ; ২৬-৩৭ –[১৬] যিশ ৮ ; S 00S 0SS BBSBB BS SSBSS BB S000 BSBSAAA DD AAAAS AAASASAAA 0 tt AAAA AAAA AA L [১৭] ১ রা ১২ ; S LLS0S S BB 00S S S B BBS SSS LLS 0S 0S 0 AAAA 0S AAAA SS AASAA S [২১,২২] যিশ ৩৭ ; ৩০ ৷৷ 614

  • (ব) নবনীত