পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৬৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শু ২২ হইবে, ও সে পশুপালদের অধিকার হইবে ; তাহারা সেই স্থানে শয়ন করিবে, ও কেহ তাহাদিগ৩ কে তাড়না করিবে না। ইফুয়িমের দুর্গ ও দন্মেষক রাজ্য ও অরামের অবশিষ্ট স্থান লুপ্ত হইবে ; সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর কহেন, তাহারা ইসুয়েল বংশের গৌরবের সদৃশ হইবে। এবং সে সময়ে যাকুবের গৌরব হাস পাইবে, ও তাহার স্থূলতা কৃশত হইবে। এবথ যেমন কেহ শস্য সংগ্রহ কর ৭ার্থে হস্তদ্বারা শস্যের শীষ কাটে, কিন্তু রিফারীম | উপত্যকাতে গিয়া শীষ কুড়ায়, তদ্রুপ হইবে। ইসুয়েলের প্রভু পরমেশ্বর এই কথা কহেন, যেমন জিতবৃক্ষের ফল ঝরাওনের পরেও তাহার অতুচ্চ শাখাতে দুই তিন, ও বিস্তারিত ফলবান শাখাতে চারি পাচ ফল থাকে, তদ্রুপ তাহার কিছু ২ অবশিষ্ট থাকিবে। তৎকালে মনুষ্য আপন সৃষ্টিমৰ্ত্তাকে মান্য করবে, ও তাহার চক্ষু ই সুয়েলের ৮ ধর্মস্বরূপের প্রতি চাহিয়া থাকিবে। সে অাপন হস্ত কৃত বেদি সকল মানবে না, ও আপন অঙ্গুলিকৃত কর্ম ও চৈতাবৃক্ষ ও সৌর প্রতিমা মানিবে না। • ইস্রারেল বংশের আগমনে যেমন বনস্থ ও পৰ্ব্বতস্থ নগর ত্যক্ত হইল ; তদ্রুপ তাহাদের দুর্গবিশিষ্ট ১• নগর ত্যক্ত হইয়া উচ্ছিন্ন হইবে। তুমি আপন ত্ৰাণকৰ্ত্ত ঈশ্বরকে বিস্মৃত হইয়াছ, তোমার বলরূপ পৰ্ব্বতকে স্মরণ কর নাই ; এই জন্যে তুমি সুন্দর ২ চারা ও অন্যান্য দেশীয় শাখা রোপণ করিয়া ১১ যদ্যপি তাহার শাখা বৃদ্ধি করাও ও প্রভাতে তাহার পল্লব বাহির করাও, তথাপি বিপদের ও অপ্রতিকাৰ্য্য দুঃখের দিনেতে তাহার ফল ঝরিয়া পড়িবে। 3 হায় ২ , অনেক লোকের কোলাহল হইতেছে ; তাহারা গভীর জলের ন্যায় কলরব করিতেছে, এবং অন্য দেশীয়দের গৰ্জ্জন হইতেছে, তাহার ১৩ মহাসমুদের ন্যায় গৰ্জ্জন করিতেছে। অন্যদেশীয়ের বহুজলের ন্যায় গৰ্জ্জন করিলে ও ঈশ্বর তাহাদিগকে ধমক দিবেন, তাহাতে তাহার দূরে 2 R. পলায়ন করিবে ; যেমন বায়ুর সম্মুখস্থত পৰ্ব্বতের উপরিস্থ ভূষি ও ঘূর্ণবায়ুর অগ্রস্থিত তুলা, তদ্রুপ ১৭ তাহারা তাড়িত হইবে । দেখ, সন্ধ্যাকালে ভয় উপস্থিত হইবে, ও প্রভাতের পূৰ্ব্বে সকল বিনষ্ট হইবে ; আমাদের হরণকারিদের এই অধিকার, ও আমাদের লুটকারিদের এই অংশ। [3] fযশ ৮ ; ১-৪ ৷ ২ রা ১৭ ; *, * 11–(*] হে se, s. m_{i,s) শি ২ ৪; ১৩ । ২ ব’, ৩০ : ১ ১, ১৮ । ওe ; ১৮ । 0S DA AAAA AAAA S gBB SDDS SS SSS [ ৮ অব্য ; »,x] fu* • * ; s 11–[*] r a ll–[o-o] o o ; ৩৯ ৷1–[1] প ব° ৩২ ; ২৩। [ ১৯ অব্য ; ] fण्ठ s 622 যিশয়িয়। SBS BBBBB BBBBBBBSS SBBSS BBB SBS BBBBS BBBBBBBS [১৮,১৯ অধ্যায় । ১৮ অধ্যায় । ১ পরযেস্থরের শতুদের বিনাশ ও রাজ্যের यूक्तःि । হে কৃশ দেশের নদীর ওপারস্থ পক্ষশব্দবিশিষ্ট * ও ভেলীদ্বারা সমুদ্রের ও জলের উপরে দূতগণকে প্রেরণকারি দেশ। হে দ্রুতগামি দূতগণ, যে দেশ ২ বিস্তারিত ও ক্রুর এবং প্রথমাবধি এ কাল পর্যন্ত ভয়ঙ্কর, এবং রাজুদ্ধারা পরিমিত, ও দলিত, ও নদীদ্বারা বিভক্ত +, সেই দেশীয় লোকদের নিকটে তোমরা যাও। হে জগন্ধিবাসিগণ, হে পৃথিবীস্থ ও লোক সকল, যখন পৰ্ব্বতের উপরে ধ্বজ উঠে, তখন তাহা দেখ; তুরী বাজাইলে তাহ শুন। কেননা পরমেশ্বর আমাকে কহিলেন, যেমন গ্রীক্সসময়ে রৌদ্র, এবং শস্য কাটনের গ্ৰীকসময়ে শিশিরযুক্ত মেঘ, তদ্রপ আমি আপন বাসস্থানে বসিয়া দৃষ্টি করিব। দ্রাক্ষা সঞ্চয় করণের পূৰ্ব্বে যে সময়ে অঙ্গুর সম্পূর্ণ ৰ হইলে পুঞ্চপহইতে পক্ক দ্রাক্ষাফল জন্মিবে, তৎকালে তিনি ক্যাস্ত্য দিয়া তাহার পল্লব কাটিবেন, ও তাহার সকল শাখা ছেদন করিয়া দূর করবেন। সে সকল পৰ্ব্বতের হিস্থসক পক্ষী ও বন্য পশুদের নিমিত্তে ত্যক্ত হইবে, ও হিংসক পক্ষিগণ তাহার উপরে গ্রীষমকাল যাপন করবে, ও বন্য পশুগণ তাহার উপরে শীতকাল যাপন করবে। তৎকালে যে দেশ বিস্তারিত ও ক্রুর ও প্রথমাবধি এ কাল পর্যন্ত ভয়ঙ্কর, এবং রজজু দ্বারা পরিমিত, ও দলিত, ও নদীদ্বারা বিভক্ত +, সেই দেশস্থ লোকহইতে সৈন্যাধ্যক্ষ পরমেশ্বরের কাছে সৈন্যাধ্যক্ষ পরমেশ্বরের নামবিশিষ্ট স্থানে, অর্থাৎ সিয়োন পৰ্ব্বতে উপঢৌকন | আনীত হইবে। ১৯ অধffয় । ১ মিসরের দুঃথের কথা ১০ রাজাদের যুগুতি। ১৮ ও মণ্ড ীের বিষয়ে ভাবিক। fমসর বিষয়ক ভবিষ্যদ্বাকf । দেখ, পরমেশ্বর দ্রুতগামি মেঘারুঢ় হইয়া মিসরদেশে গমন করিবেন ; তাহাতে মিসরের দেবগণ তাহার সাক্ষাতে কম্পবান হইবে, ও মিস্ট্রীয়দের অন্তরস্থ হৃদয় দুব হইবে। আমি মিস্ট্রীয়দিগকে মিস্ত্রীয়দের বিপরীতে সুসজ করিব ; তাহারা প্রত্যেকে আপন ২ ভাতার ও বন্ধুর সহিত যুদ্ধ করিবে, এবং এক নগর অন্য নগরের সহিত ও এক রাজ্য অন্য রাজ্যের সহিত সংগ্রাম করবে। মিস্ট্রীয়দের অন্তরস্থ মন ক্ষয় পাইবে, ও আমি তাহাদের পরামর্শ গ্রাস করিব ; তাহার প্রতিমা ও ভেলকীকর ও ভূতড়িয়া ১] - র - ৭ ; ৭-২৩।—[১২-১৪] যিশ ৩৭ ; ৩১ । লী • •। ৯। যিহি ২১। ৩০ ৷৷