পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৬৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ত ২ ৪ দিনেতে বলিবে, অশূরীয় রাজাহইতে উদ্ধার পাইবার জন্যে যাহাদের কাছে উপকার পাইতে পলায়ন করিলাম, দেখ, আমাদের বিশ্বাসপাত্র এই সেই লোক, তবে আমরা কি প্রকারে বাচিব ? ২১ অধ্যায় । ১ হাবিলের ভtiবদণ্ড ১১ ও দৃয়ার বিষয়ে ভাবিকথা ১৩ ও আরবিয়া বিষয়ে ভালিদণ্ড । জলরাশির নিকটস্থ প্রান্তরের বিষয়ে ভবিষ্ঠাদ্ধান্ত । যেমন দক্ষিণ প্রান্তর হইতে ঝড় মহাবেগে গমন করে, তদ্রুপ ভয়ঙ্কর দেশহইতে শত্ৰু আসিতেছে। ২ এই শঙ্কাদায়ক দর্শন আমার কাছে প্রকাশিত হয় ; লুটকারিরা লুট করিবে, ও বিনাশক বিনাশ করিবে; হে এলম, হুমি উপস্থিত হও ; ও হে মাদিয়া, তুমি নগর বেষ্টন কর, কেননা আমি বিলাপ করাওও নের শেষ করিব। ইহাতে আমার তাবৎ কটিদেশে বেদন হইতেছে,ও স্ত্রীলোকের প্রসববেদনার ন্যায় বেদন আমাকে ধরিতেছে, ও আমি এমত মৃচ্ছাগত হইতেছি, যে শুনিতে পাই না ; এবং এমত ব্যাকুল হইতেছি, যে দেখিতে পাই না। আমার মন স্তম্ভিত হইতেছে, ও শঙ্কা অামাকে ধরিতেছে ; আমার যে আনন্দরাত্রি, তাহা তিনি ভয়ানক করিতেছেন। • ভোজ নাসন প্রস্থত হয়, ও প্রহরিগণ নিরূপিত হয়, ও তাহার ভোজন পান করে ; হে অধ্যক্ষগণ, • উঠ, আপন ২ ঢাল অভিষিক্ত কর । কেননা পরমেশ্বর আমাকে কহিলেন, তুমি যাইয়া এক প্রহরিকে নিযুক্ত কর; তাহাতে সে যাহ। ২ দেখিবে, তাহার সম্বাদ তোমাকে দিউক। পরে সে রথ ও দুই ২ অশ্বারাঢ়কে ও গদ্ধভারূঢ় ও উষ্ট্রারূঢ়কে দেখিল। তাহাতে প্রহরী অতি যতনপূৰ্ব্বক মনোযোগ করিয়া ৮ উচ্চৈঃস্বরে * কহিল, হে আমার প্রভো,আমি আপন প্রহরির স্থানে সমস্ত দিন থাকি, এবং সমস্ত রাত্রি ৯ আপন রক্ষাস্থানে নিত্য দণ্ডায়মান থাকি। দেখ, রথ ও দুই ২ অস্বারূঢ় ব্যক্তি আসিতেছে ; তাহাতে এক জন কহিল, ‘বাবিল পতিত, বাবিল পতিত হইয়াছে, ১• ও তাহার দেবপ্রতিমাগণ ভূমিতে ভগ্ন হইয়াছে।’ হে আমার মর্দনীয় শস্য, হে আমার মদনস্তানের শস্য , আমি সৈন্যাধ্যক্ষ প্রভূ ই সুয়েলের ঈশ্বরের কাছে যাহা শুনিয়াছি, তাহা তোমাদিগকে ড্যাত করিলাম l দমা বিষয়ক ভবিষ্যদ্বাক্য । কোন জন সেয়ীর হইতে আমাকে ডাকিয়া কহিতেছে, হে প্রহরি, রাত্রিতে কি হইবে ? হে প্রহরি, >

  • >

যিশয়িয় । করিল, প্রাতঃকাল এবং রাত্রিও আসিতেছে ; যদি অন্বেষণ করিতে চাহ, স্তবে অন্বেষণ কর, এবx ফিরিয়া আইস । অরবিয়া বিষয়ক ভবিষ্যদ্বান্ত । হে দিদনীয়দের পথিকগণ, তোমরা রাত্রিতে অরবিয়া দেশের বনে শয়ন করিব । হে তেমানিবাসি লোক সকল, তোমরা ভূষিত লোকদিগকে দান করিতে জল অান, এবং অন্ন দিয়া পলাতকদিগকে রক্ষা কর। কেননা তাহারা খড়গের সম্মুখহইতে ও নিষেকাষ খড়গের ধার হইতে ও আকৰ্ষিত ধনুর ও দুঃখদায়ক যুদ্ধের সম্মুখহইতে পলায়ন করিতেছে । এবং পরমেশ্বর অামাকে আরো এই কথা কহিলেন, বেতনগ্রাহি দাসের বৎসরের ন্যায় আর এক বৎসরের মধ্যে কেদরের সকল প্রতাপ ক্ষয় পাইলে। এবথ কেদরের মধ্যে অবশিষ্ট বলবান ধনুৰ্দ্ধরেরা হ্ৰাসত পাইবে ; ইস্রায়েলের প্ৰভু পরমেশ্বর এই কথা কহেন। ২২ অধ্যায় । ১ বিরুশীলয়ের ভাবিদুঃখ, ১৫ ও শিবনের অধঃপতন, ২• ও ইলিয়া কীযে ল্ল ওল্লাত । ভবিষ্যদ্বাক্যের উপত্যক। বিষয়ক কথা । হে কলরববিশিষ্ট ও কোলাহলযুক্ত আনন্দকারি নগর, এখন তোমার কি হইল ? তোমার নিবাসি তাবৎ লোক কেন গৃহের ছাতের উপরে যায়? তোমার মৃত লোকের খড়গে মরে নাই, ও সপ্তগ্রামেও প্রাণ ত্যাগ করে নাই । তোমার অধ্যক্ষগণ এক কালে পলায়ন করে, ও ধনুৰ্দ্ধরদ্বারা বন্ধ হয় ; তোমার মধ্যস্থিত তাবৎ লোক এক কালে বন্ধ হইয়া দূরে যায়। এই নিমিত্তে আমি বলিলাম, অামার |ੇ যাও, আমি অতিশয় ক্ৰন্দন করিব ; এবং আমার লোকদের রাজধানীর বিনাশ বিষয়ে আমাকে সাত্মনা করিতে চেষ্টা করিও না। কেননা সৈন্যাধ্যক্ষ পরমেশ্বরের দ্বারা ভবিষ্যদ্বাক্যের উপত্যকাতে এই দুঃখের ও দলনের ও উদ্বেগের দিন হয় ; তাহাতে ভিত্তি ভগ্ন হয় ও আন্তনাদ পৰ্ব্বত পৰ্য্যন্ত যায়। এলমই তৃণধারী হয়, ও পদাতিক বাহক রথ ও অশ্বারাঢ় সৈন্য আসিতেছে ও কীর লোক ঢাল ধারণ করিতেছে। তোমার উত্তম উপত্যক রথে পরিপূর্ণ হইতেছে, ও অস্থারূঢ় লোকেরা দ্বারের সমুখে উপস্থিত হইতেছে। যিহুদার আচ্ছাদনবস্ত্র দূরীকৃত হইতেছে; তুমি সেই সময়ে [२ २ ऽ*r ; • • • ०] मृ1 * ! गिलू ० ० ।। SS S BB BSBS S B S S S S SSK BB S 0S S S [২] যি শ হ গু : ১, ২ মির ও ০ , , , 이 ১ ব* S JSSS SSSSSS BBB SBBSS SBBSS SBS JS SS S BSBS S BB AAAAS AA SAAAAAS BB AAAA AAAA AAA [ অব ; ১-s] ৭ ব’ S SS SS SSL SSBBB S S B S S0S0SSLLSSSSS0SSSSBB SMSSSJSSSSJSSS S0S S 624

  • (ইকু সিংহের ন্যায়। } (ইলু শস্যের পুত্ৰ (ইকু বলুক।

[২১,২২ অধ্যায়। রাত্রিতে কি হইবে ? এই শব্দ আইলে প্রহরী উত্তর ১২ o e - or > *