পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৬৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩ অধ্যায়।] (লিবানোনের) অরণ্যগৃহ নামক অস্ত্রাগারের প্রতি দৃষ্টি করিতেচ্ছ ; ও দায়দ্রনগরের অনেক ভগ্ন স্থান দেখিতেছ, ও নীচস্থ সরোবরেব জল একত্র করিতেছ , ১• ও যিরশালমের বাটীর গণনা করিতেছ, ও প্রাচীর ১১ দৃঢ় করণার্থে গৃহ ভাঙ্গিতেছ; এবং পুরাতন পুস্তকারণীর জল ধারণার্থে দুই ভিতের মধ্যে সরোবর খনন করিতেছ; কিন্তু যিনি এই সকল নিরূপণ করেন, তাহার প্রতি তোমরা দৃকপাত কর না ; ও যিনি তাহ ১২ পূৰ্ব্বে স্থির করেন, তাহাকে মান না । এবং এই কালে সৈন্যাধ্যক্ষ প্রভু পরমেশ্বর ক্ৰন্দন ও হাহাকার ও মস্তকমুগুন ও চটপরিধান করিতে আহ্বান করি১৩ লেও তোমরা আনন্দ ও আহলাদপূৰ্ব্বক বলদ ও মেষহত্যা ও মাংস ভক্ষণ ও দ্রাক্ষারস পান করিয়া এই কথা কহিতেছ, “আইস, আমরা ভোজন পান ১৪ করি, কেননা কল্য মরিব । * আমার কৰ্ণে সৈন্যাধ্যক্ষ পরমেশ্বরের এই বাক্য প্রকাশিত হইল, সৈন্যাধ্যক্ষ প্রভু পরমেশ্বর কহেন, মরণকাল পৰ্য্যন্ত তোমাদের এই অধর্মের ক্ষম হইবে না। সৈন্যাধ্যক্ষ প্রভু পরমেশ্বর কহেন, তুমি বাটীর অধ্যক্ষ শিবন নামক মন্ত্রির নিকটে গিয়া বল, ১৬ হে উচ্চস্থানে কবরকারি, হে পৰ্ব্বতে আপন বাসস্থান খননকারি, এখানে তোমার কি আছে ? এখানে তোমার কে আছে, যে তুমি আপনার নি১৭ মিত্তে এখানে কবর খনন করিতেছ? হে বলবান, দেখ, পরমেশ্বর তোমাকে অধো নিক্ষেপ করি১৮ বেন, ও দৃঢ়রুপে তোমাকে ধরিবেন। এবং ভাটার ন্যায় তোমাকে ঘুরাইয়া প্রশস্ত দেশে নিক্ষেপ করিবেন ; তাহাতে সেখানে তুমি প্রাণত্যাগ করি ব1; সেস্থানে তোমার মনোহর রথ তোমার স্বামির বা১১ টীর লজ্জামপদ হইবে। এবং আমি তোমার পদহইতে তোমাকে দূর করিব, ও তোমার স্থানহইতে তোমাকে নামাইব । সে সময়ে অামি আপন দাস অর্থাৎ হিলিঙ্কয়ের ২ ১ পুত্ৰ ইলিয়াকীমকে ডাকিয় তোমার রাজবস্ত্রে তাহাকে বস্ত্রাম্বিত করিব, ও তোমার কটিবন্ধনেতে তাহাকে বলবান করিব, ও তোমার শাসনপদ তাহার হস্তে সমপণ করিব সে ষিরুশালম নিবাসি২২ দের ও যিহুদী বংশের পিতা হইবে। আমি দায়ুদ বংশের কুঞ্জিক তাহার স্কন্ধে দিব ; তাহাতে সে খুলিলে অন্যে রুদ্ধ করিতে পরিবে না, ও রুদ্ধ ২৩ করিলে অন্যে গুলিতে পারবে না। যেমন দৃঢ় স্থানে ডাঙা বন্ধ করে, তদ্রুপ তাহাকে বদ্ধ করিব, সে আপন পিতৃবংশের নিমিত্তে গৌরব যুক্ত সিংহাসন > or R. o. যিশয়িয়। ৬২৫ স্বরূপ হইবে। এবং ঐ ডাণ্ডার উপরে তাহার পিতৃ- ২৪ বখশীয় গৌরবযুক্ত মহৎ ও ক্ষুদ্র লোকস্বরূপ মৃৎপাত্র অবধি চৰ্মপাত্র পর্যন্ত তাবৎ ক্ষুদ্র পাত্র রাখ৷ যাইবে । সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর কহেন, সে সময়ে ২৪ যে ডাণ্ড পূৰ্ব্বে দৃঢ় স্থানে স্থাপিত ছিল, তাহা স্থানান্তর করা সাইবে, ও উচ্ছিন্ন হইয়া পড়িবে, ও তাহার উপরিস্থ ভার ছিন্ন হইবে, পরমেশ্বর এই কথ1 ক হেন । ২৩ অধ্যায় । ১ কম্বদীয়দের দ্বারা সোরের ভাবিবিনাশ ১৫ ও পুনুকল্পতি । সোর নগর বিষয়ক ভবিষ্যদ্বাক্য। হে তশীশের জাহাজীয় লোক সকল, তোমরা অন্তিস্বর কর,কেননা (সোর নগর) উচ্ছিন্ন হইবে ; তাহার গৃহমাত্র থাকিবে না, তাহাতে কেহ প্রবেশ করিবে না, এই সমাচার কি বীম দেশহইতে তোমাদের * প্রতি প্রকাশিত হইবে । হে উপদ্বীপ নিবাসিগণ, নীরব হও, সমুদু পারগামি সীদোনের ব্যবসায়িগণ তোমাদিগকে পূর্ণ করে। এবং নীল নদীর জলজ শস্য ও সেই নদু্যৎপন্ন দ্রব্য (সোরের) রাজকরস্করূপ হয়, ও তাহ অন্যদেশীয়দের হট্টস্বরূপ হয়। হে সীদোন, তুমি লজ্জিত হও, কেননা সাগর অর্থাৎ সমুদ্রের অতি সুদৃঢ় দুর্গ এ কথা কহিতেছে, আমি পুসবষত্ৰণ না পাইয়া সন্তান প্রসব না করিয়া যুবদিগকে প্রতিপালন ও যুবতিদিগকে ভরণপোষণ না করিলে যেরূপ হইতাম, এখন তদ্রুপ হই । এই সমাচার মিসরদেশে গতমাত্র তাহার। সোরের সম্বাদে ব্যথিত হইবে । তোমরা পার হইয়া তশীশে গমন কর ; হে উপদ্বীপ নিবাসিগণ, তোমরা অন্তিস্বর কর । পূৰ্ব্বকালাবধি স্থিত ও জয়ধ্বনি বিশিষ্ট তোমাদের যে নগর, সে কি এই ? দুর দেশে বাস করণার্থে তাহার চরণ তাহাকে বহিয়া লইয়া যায়। হায় ২, যাহার বণিকের রাজতুল্য ও মহাজনের অধ্যক্ষতুল্য ছিল, এমত মুকুটদায়ক সোর নগরের বিপরীতে এই মন্ত্রণ1 কে করিয়াছে ? তাহার সৌন্দৰ্যরূপ অহঙ্কার চূর্ণ করিতে ও পৃথিবীস্থ তাবৎ মহৎ লোকদিগকে অপমান করাইতে সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর মন্ত্রণা করিয়াছেন। হে ১ • তশীশের কন্যে, তুমি নদীর ন্যায় আপন দেশের উপরে উথলিয়া উঠ, তোমার কোন বাধা নাই। পরমেশ্বর সমুদ্রের উপরে হস্ত বিস্তার করেন, ১১ ও রাজ্য সকল চালিত করেন ; বাণিজ্যের † নগরের দৃঢ় দুর্গ উচ্ছিন্ন করিতে তাহার বিরুদ্ধে আজ্ঞা দেন । তিনি কহেন, হে সীদোনের কুমারি, ১২ R. wo o LSS S B S S S S S LSS0S S B S S B S S S S S S B S S B S S B S S S 00 S BBS eeS SSSSSS BBB S S ggS 이 II [২৩ অব্য ] যিহি ২৬-২৮ –[১] প ১৪ ৷৷

  • (ইকু ভাহীদের । । (ই তোমাকে (ৰ) কিনানের।

625