পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ο কিনানদেশে আপনার জন্যে যে কবর খনন করিয়াছি, তাহাতে তুমি আমাকে রাখিও ; অতএব এখন আমাকে যাইতে দেও ; আমি পিতাকে কবর দিয়া পুনৰ্ব্বার অসিব । তাহাতে ফিরেীণ কহিল, যাও, তোমার পিতা তোমাকে যে দিব্য করাইয়াছে, তুমি সেই রূপে তাহার কবর দেও। তখন যুষ্য আপন পিতার কবর দিতে যাত্রা করল । তাহাতে ফিরেীণের ভৃত্যগণ ও তাহার বাটীর তাক্ষগণ ও মিসরদেশীয় অধ্যক্ষগণ, এবং যুষফের সকল পরিবার ও তাহার ভাতৃগণ ও তাহার পিতৃ গুহের পরিবার তাহার সঙ্গে গমন করিল; গোশনপ্রদেশে কেবল তাহাদের বালকগণ ও মেষপাল ও গোপাল রাখিল। তাহার সহিত রথ ও অশ্বারূঢ়গণ গমন করিল ; তাঁহাতে অতিশয় সমারোহ হইল । পরে তাহারা ঘদন নদী পারস্থ আটদের শস্য মদন স্থানে উপস্থিত হইলে তথায় মহাকলরবেতে রোদন করিল, যুষফ সেই স্থানে সাত দিন পৰ্য্যন্ত শোক করিল । অতএব কিনানদেশীয়েরা আটদের শস্য মদনের স্থানে তাহাদের এরূপ শোক দেখিয়া কহিল, মিস্ট্রীয়দের এ অতি দারুণ শোক । এই নিমিত্তে যদ্দন পারস্থ সেই স্থান আবেল মিসর (মিস্ট্রীয়দের শোক) নামে বিখ্যাত হইল। পরে যাকুব আপন পুত্রগণকে যেরূপ আজ্ঞা দিয়াছিল, তাহার পুত্ৰগণ তদনুসারে কর্ম করিল। ফলতঃ তাহার পুত্ৰগণ তাছাকে কিনান দেশে লইয়া গিয়া হেতীয় ইফুেণের কাছে কবরস্থানাথে ইব্রাহীমের ক্রীত মন্ত্রীর পূৰ্ব্বস্থ মকপেলা ক্ষেত্রের যে গুহা, তাহার মধ্যে তাহাকে কবর দিল। তাহার পিতার কবর হইলে পর যুষফ ও তাহার পিতার কবর দিতে আগত ভুতৃিগণ ও সঙ্গিগণ মিসরদেশে প্রত্যাগমন করিল। অপর আপনাদের পিতা মৃত হইয়াছে,ইহা দেখিয়া ফুষফের ভুতৃিগণ কহিল, যুষফ যদি আমাদিগকে ঘৃণা করে, তবে আমরা তাহার যে ২ মন্দ করিয়াছিলাম, o br o - o

  • >
) No

-8 আদিপুস্তক W [ge *U怪演| তাহারা মূষফের নিকটে এই কথা কহিয়া পাঠাইল, তোমার পিতা মৃত্যুর পূৰ্ব্বে আমাদিগকে ইহা কহিয়া ছেন । তোমরা সুষফকে এই কথা কহিও,তোমার ভাতৃ- । গণ তোমার প্রতি দোষ করলেও তুমি অনুগ্রহ করিয়া তাহাদের দোষ ও অপরাধ মাৰ্জ্জনা করিও ; অতএব আমরা এখন প্রার্থনা করি, তোমার পৈতৃক ঈশ্বরের দাসদের দোষ মজ্জিন কর ; কিন্তু যুষফ তাহাদের এই কথা কথনেতে রোদন করিতে লাগিল। পরে ১৮ তাহার ভাতৃগণ তাহার অগ্ৰে গিয়া প্ৰণিপাত হইয়া কহিল, দেখ, আমিরা তোমার দাস। তাহাতে যুষফ ১২ তাহাদিগকে কহিল, তোমরা ভয় করিও না, আমি কি ঈশ্বরের প্রতিনিধি স্বরূপ ? তোমরা আমার বিরুদ্ধে ২৭ কুপরামর্শ করিয়াছিল বটে, কিন্তু ঈশ্বর তাহ সুপরী মর্শ করিলেন; ফলতঃ এখন যেরূপ দেখিতেছ, এই রূপে তিনি অনেক মনুষ্যের প্রাণ রক্ষা করিয়াছেন। অতএব তোমরা এখন ভীত হইও না, আমি ২১ তোমাদিগকে ও তোমাদের বালকগণকে প্রতিপালন করিব । এই রূপে মিষ্ট * কথা কহিয়া তাহাদিগকে সান্থনা করিল। পরে যুষফ ও তাহার পিতৃ পরিবার মিসরদেশে ২২ বাস করিয়া থাকিল ; এবং যুষফ এক শত দশ বৎসর জীবৎ থাকিয় ইফুয়িমের পৌত্র পর্যন্ত দেখিল ; সে ২৩ মিনশির মার্থীর নামক পুত্রের সন্তানদিগকেও ক্রোড়ে করিল। পরে যুষফ ভাতৃগণকে কহিল, আমি মুমূর্ষ, ২৪ কিন্তু ঈশ্বর তোমাদের প্রতি নিতান্ত দৃষ্টিপাত করিয়া ইব্রাহীমের ও ইস্হাকের ও যাকুবের নিকটে যে দেশ দিতে দিব্য করিয়াছেন, সেই দেশে তোমাদিগকে এই দেশ হইতে লইয়া যাইবেন। তাহাতে যুষঙ্গ ই সুয়েলের ২৫ সন্তানগণকে এই দিব্য করাইয়া কহিল, ঈশ্বর তোমাদের প্রতি অবশ্য দৃষ্টিপাত করবেন, এবং তৎকালে তোমরা এস্থান হইতে আমার অস্থি লইয়া যাইবা। এই রূপে যুষফ এক শত দশ বৎসর বয়সে মরিল ; ২s তাহাতে তাহারা তাহাকে সুগন্ধি দুৰ্য যুক্ত করিয়া মিসর দেশে এক কাষ্ঠাগারের মধ্যে রাখিল। আমাদের প্রতি তাহার প্রতিফল দিবে। অতএব সমাপ্ত । S BS 0S 0S LS 0SBBSAAAAAA AAAASS SBBSS 00S S 0LS S0SSSAAAAAAS S ; aరి , రిసి 11 SS S B S S B S DDD LLS BB BBSS 0S0 D DDS B B B B

  • (ইব্র) যনের পুতি ।