পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৬৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২৮ - যে হন্ত উন্থিত হইয়াছে, তাহা তাহারা দেখিতে চাহে না ; কিন্তু তাহার তোমার নিজ লোকের জন্যে যে উদ্যোগ, তাহ দেখিয়া লজ্জা পাইবে, ও তোমার ১২ শত্ৰুনাশক অগ্নি তাহাদিগকে দগ্ধ করবে। হে পরমেশ্বর, তুমি আমাদের নিমিত্তে মঙ্গল প্রস্তুত করিব1, কেননা আমাদের নিমিত্তে আমাদের তাবৎ ক্রিয়া ১৩ তুমি করিতেছ। হে আমাদের প্রভো পরমেশ্বর, তোমা বিনা অন্য প্রভূগণ আমাদের প্রতি কর্তৃতা করিয়াছে,এখন আমরা কেবল তোমার অনুগ্ৰহেতে ১৪ তোমার নামের প্রশংসা করি । মৃতের আর জীবিত হইবে না, ও প্রেতগণ আর উঠিবে না; কেননা তুমি তাঁহাদের প্রতিফল দিয়া তাহাদিগকে সংহার করিয়াছ, ও তাঁহাদের স্মরণের কথা লুপ্ত কfর১৫ রছি। হে পরমেশ্বর, তুমি এই দেশীয়দের বৃদ্ধি করিয়াছ ; তুমি দেশীয়দের বৃদ্ধি করিয়া মহিমাযুক্ত হইয়াছ, ও দেশের সীমা সকল বৃদ্ধি করিয়াছ। হে পরমেশ্বর, আমরা শ দুঃখের সময়ে তোমার অন্বেষণ করিয়াছি, এবং আমাদের প্রতি তোমার ১৭ শান্তি হইলে অতি বিনয় করিয়াছি। প্রসবকাল উপস্থিত হইলে গৰ্ত্তবর্তী যেমন দুঃখিত ও ব্যথিত। হইয়া চীৎকার করে, হে পরমেশ্বর, আমরা তো১৮ মাহইতে দরে থাকাতে তদ্রুপ হইয়াছি। আমরা

to

গৰ্বিণী হইয়া ব্যথিত হইয়াছি, কিন্তু কেবল বায়ু প্রসব করিয়াছি; দেশে আমাদের পরিত্রাণ সিদ্ধ হয় নাই, ও জগৎনিবাসির ভূমিষ্ঠ হয় নাই। ১১ তোমার মৃত লোকের সজীব হইয়া উঠিবে, এবং আমাদের + শৰ উঠিবে ; হে কবরনিবাসি সকল, জাগ ও হইয়া গান কর, কেননা তোমাদের নীহার প্রস্তাষের নীহার তুল্য, এবং পৃথিবী মৃতদিগকে ২• পুনর্জীবিত করবে। হে আমার লোক, আইস, আপন গৃহগৰ্বে প্রবেশ কর, এবং পশ্চাতের দ্বার রুদ্ধ করিয়া ক্রোধের শেষ পৰ্য্যন্ত অপেক্ষণ গুপ্ত ২১ থাক। কেননা দেখ, পরমেশ্বর পৃথিবীনিবাসিদের পাপের শাস্তি দিতে আপন স্থানহইতে আসিতেছেন ; তাহাতে পৃথিবী আপনার উপরিস্থ রক্ত প্রকাশ করিবে, ও আপনার হত লোকদিগকে আর আচ্ছাদিত করিবে না । ২৭ অধ্যায় । ১ পরয়েশ্বরদ্বারা দুক্ষণক্ষেত্রের রক্ষার গীত ৭ ও তাহীর শান্তি দেওনের অভিপ্রায় ১২ ও উfহার রাজ্যের বৃদ্ধি। যিশয়িয় । সে সময়ে পরমেশ্বর আপনার শাণিত ও বৃহৎ ও দৃঢ় খড়গদ্বারা লিবিয়াথন নামক দ্রুতগামি সপকে ও লিবিয়াথন নামক বক্রগামি সপকে শান্তি দিলেন, এবং সমৃদুস্থ কুম্ভীরকে নষ্ট করিবেন। সে সময়ে তোমরা রক্ত দ্রাক্ষাক্ষেত্রের বিষয়ে উত্তর প্রত্যুত্তর রূপ গান করি ব1। অামি পরমেশ্বর তাহার রক্ষাকৰ্ত্তা, আমি নিমেষে ২ তাহাতে জল সেচন করিব, এবথ কেহ যেন তাহার হানি না করে, এই জন্যে তাহা দিবারাত্রি রক্ষা করিব । তাহাতে আমার ক্ৰোধ নাই ; কিন্তু যদি কেহ সঙ্গামে কণ্টক ও শ্যাকুল সংগ্রহ করে, তবে আমি তাহার উপরে আক্রমণ করিয়া তাহা একেবারে দগ্ধ করিব। আহা, সে বরং আমার শরণাগত হউক, ও আমার সহিত মিলন করুক, অামারই সহিত মিলন করুক। তাহাতে যাকুবের মূলোৎপন্ন ভাবি লোকের বৃদ্ধি পাইবে, ও ইস্রায়েল বংশ পল্লবিত ও প্রফুল্ল হইয়া পৃথিবীকে ফলেতে পরিপূর্ণ করিবে । তিনি তাহার পুহারককে যেমন প্রহার করিলেন, তদ্রুপ কি তাহাকে প্রহার করিলেন ? ও সে কি তাহাদের হত লোকের ন্যায় হত হইল ? তিনি তাহাকে পরিমিত শাস্তি ও বাহির করণদ্বারা তাহার সহিত বিবাদ করিলেন, ও পূৰ্ব্বীয় ঝড়ের দিনে প্রবল বায়ুদ্ধার তাহাকে দূর করিলেন। কিন্তু তাহাতে যাকুবের পাপ মাৰ্জ্জন হয়, ও সে পাপমোচনের তাবৎ ফল পায় ; এবং সে ছত্রাকার ছণের প্রস্তরের ন্যায় যজ্ঞবেদির তাবৎ প্রস্তর ছড়াইলে চৈত্য উদ্যান ও সৌর প্রতিমা আর দণ্ডায়মান হইবে না। সুদৃঢ়ীকৃত নগর উচ্ছিন্ন হইয়। নরশূন্য ও অরণ্যের ন্যায় মনুষ্যহীন হইবে, ও সে স্থানে বলদগণ চরিবে ও শয়ন করিবে ও বৃক্ষের শাখাপল্লব খাইবে। এবং তাহার শাখা শুষ্ক হইলে করিবে; সেই লোকেরা অবশ্য অজ্ঞান, এ কারণ তাহাদের সৃষ্টিকৰ্ত্তাও তাহীদের প্রতি দয়া করিবেন না, ও তাহাদের নির্মাণকৰ্ত্ত তাঁহাদের পতি অনুগ্রহ করবেন না। o সে সময়ে পরমেশ্বর ফরাৎ নদীর খাত অবধি মিসরের সু্যেত পৰ্য্যন্ত ফল সংগ্ৰহ করিবেন ; হে ইস্রায়েল বংশ,তোমাদিগকে একে ২ কুড়ান যাইরে। সে সময়ে বৃহৎ ত্রী বাজিবে এবং অশূর দেশস্থ [• *, * >] যিশ ఆ ; 3 3 - 3 & ! ఆ ఆ ; ۹ د - ۹ د il--] ه د[ 이 II-[이*] झिङ्ि శి వ ; ৪ - ১৯ ।—{ ১s ] যিশ ৯ ; > - a [* ७] (शl e ? : ० । ७ ; २-० । मिथt * २ ; २०-२ 8 । ऽी ১ + ২ –[১৯] মিহি ৩৭ ; ১- ১ ৪ । ৫ী ১ ১০ ; ० । #fी ० ; : * হে। * * } * 11–[২ e,২১] निot s a ; 2 -> II [२१ ऽ:वैr ; >] fणशि ०४ ; २ २ । निश्व • e ; ०९,०० JSLSLSBBS SBB BBBS SS000SSLLLSS00SSTSS (৭,৮] fযর ০০ ; ১১ ৷ ৪-৬ ; ۶ ؟ Iد د , ۰ ډ]-- ا[ fu=t د ; م د s-په ه i ه ; ه د ; ,s م | , ; 버 I-II J যিশ ও ৭ ; ৬-১৫ । [3 × 1 = 8 ; 628 O එ. 11–[so] в е , а е 11

  • (ই় তাহার। 1 (ইর) আয়ার। : (ব) বক্রগামী।

[২৭ অধ্যায়। o ভগ্ন হইবে, এবং স্ত্রীলোকের অমিয়ান্তহিীদন্ধ