পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৬৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৫,৩৬ অধ্যায় ।] ১০ ভূমি প্রজবলিত আলকাতরার ন্যায় হইবে । দিবারাত্ৰিতে কদাচ নিৰ্ব্বাণ পাইবে না, সদাকাল তাহার ধূম উঠিবে ; সে দেশ পুরুষানুক্ৰমে শূন্য থাকিবে, ১ ১ তাহার মধ্য দিয়া কেহ কখনো যাইবে না । কিন্তু পানিভেল পক্ষী ও শজারু তাহাতে অধিকার করিবে, ও সে স্থানে মহাপেচক ও দাড়কাক বাস করিবে ; পরমেশ্বর তাহার উপরে বিনাশরুপ রজজু ১২ ও শূন্যতারূপ প্রস্তর পাত করিবেন। সে স্থানে যাহাদিগকে কর্তৃক্তত্ব করিতে আহ্বান করিবে, এমন কুলীনেরা আর থাকিবে না ; সৰ্ব্বতোভাবে অধ্য৩ ক্ষগণের অভাব হইবে। তাহার অট্টালিকাতে কণ্টক, ও তাহার দুর্গেতে বিছুটী ও শেয়াল কাটা বাড়িবে, এবথ সে দেশ সপের বাসস্থান ও উষ্ট্রপক্ষির ১৪ সভা হইবে । সে স্থানে বনপশু ও প্রান্তরের পশু বাস করিবে, এবং লোমশ পশু আপন ২ বন্ধুগণকে আহ্বান করিয়া আনিবে, ও সেখানে ভূতম ১* পেচকগণ বাস করিয়া বিশ্রামের স্থান পাইবে; ও মহাপেচকগণ * সে স্থানে বাসা করিয়া অণ্ড প্রসব করিবে, ও তাহ ফুটাইয় আপন ছায়াতে আপন শাবকদিগকে একত্র করিবে, এবং সেখানে গিধিনীরা প্রত্যেকে আপন ১ স্বামির সহিত একত্র ২ভ হইবে। পরমেশ্বরের পুস্তক পাঠ করিয়া বিচার কর, ইহার একের ও অভাল হইবে না, প্রত্যেক পক্ষিণী আপন ২ পক্ষিকে পাইবে; কেননা পরমেশ্বরের মুখ ইহা কহিয়াছেন, ও তাঁহার আত্মা ইহা সংগ্ৰহ করিবেন। তিনি তাহীদের জন্যে গুলিবঁটি করবেন, ও তাহার হস্ত রজজু দ্বারা তাহদের অংশ পরিমাণ করিবে; তাহারা সৰ্ব্বদা তাহ1 অধিকারের জন্যে পাইবে, ও পুরুষানুক্রমে সে স্থানে বাস করিত্রে। ৩৫ অধ্যায়। গ্রীষ্ণের রাজ্যের ওত্তয় তা ও সুখ । ১ প্রান্তর ও শুষক স্থান আনন্দিত হইবে, ও অরণ্য ২ সতেজ হইয়া গোলাবের ন্যায় প্রফুল্ল হইবে। সে পুঙ্গভূষিত হইয়া আহিলাদিত ও গানে হৃষ্ট হইবে; ও তাহাকে লিবানোনের তেজ ও কমিলের ও শা৩ রোণের সৌন্দৰ্য্য দত্ত হইবে । এবথ তাহারা পরমেশ্বরের তেজ, অর্থাৎ আমাদের ঈশ্বরের ঐশ্বৰ্য্য দেখিতে পাইবে। দুৰ্ব্বল হস্তকে সবল কর, ও কম্পিত হাটুকে সুস্থির কর ; ও ভীতান্তঃকরণ লোক দিগকে বল, তোমরা বলবান হও, ভয় করিও না। ’ যিশয়িয় । তোমাদের ঈশ্বরকে দর্শন কর; প্রতিফল অথাই ঈশ্বর হইতে প্রতিফল আসিবে, তিনি আসিয়া তোমাদিগকে রক্ষা করিবেন। তৎকালে অন্ধ লোকদের চক্ষুঃ পরিষ্ণকৃত হইবে, ও বধিরদের কর্ণ খোলা যা ইবে। এবং খঞ্জ লোক হরিণের ন্যায় লম্ফ দিবে, ও গোঙ্গাদের জিহ্বা গান করিবে, এনথ বনে জল ও অরণ্যে মহাক্সোত নিৰ্গত হইবে। এবখ মৃগতৃষ্ণ স্থানে পুষ্করিণী হইবে, ও মরুভূমিতে জলের উনুই হইবে, এবং সপের শয়নস্থানে তৃণ ও নল ও পাটি বৃদ্ধি পাইবে। এবং সে স্থানে পবিত্র নামে বিখ্যাত এক রাজপথ হইবে ; তাহাতে কোন অশুচি লোক যাতায়াত করিবে না, কিন্তু ঈশ্বর তাহদের সঙ্গী হইবেন, তাহাতে অজ্ঞান পথিকেরাও ভুম্ভিযুক্ত হইবে না। এবং সেখানে কোন সিংহ থাকিবে না, ও কোন হিংসুক জন্তু যাইবে না, সেখানে একটাও পাওয়া যাইবে না; কিন্তু মুক্ত লোকেরা তাহাতে গমন করিবে। পরমেশ্বরের মৃক্ত লোকেরা ফিরিয়া জয় ২ শব্দ করিতে ২ সিয়োনে উত্তীর্ণ হইবে, এবং তাঁহাদের মন্তকে নিত্য অনিন্দস্বরূপ মুকুট হইবে ; তাহার আনন্দ ও আহলাদ পাইবে, এবথ শোক ও আন্তস্বর দূরে পলায়ন করবে। へ○S) *UT翌 I ১ মিরুশীলয়ের পুতি সনহেরাবের আক্রমণ, ১১ ও রহশা কির নিন্দার কথা ও ছিম্বকিয়ের পুতি তাহার প্রকাশ হিষিকয় রাজের চতুৰ্দ্দশ বৎসর অধিকার সময়ে অশূরীয় সনহেরীব নামে রাজা যিহুদার প্রাচীরবেষ্টিত নগর সকলের বিরুদ্ধে আসিয়া তাহ হস্তগত করিল। পরে অশূরীয় রাজা বিস্তর সৈন্যসামন্তের সহিত রবশাকিকে লাখীশ নগর হইতে ষিরশালম নগরে হিষিকয় রাজের কাছে প্রেরণ করিলে, সে উপরিস্থ পুষ্করিণীর প্রণালীতে রজকের ভূমিতে যাওন পথে অবস্থিতি করিল। তাহাতে হিলিয়ের পুত্র ইলি রাকীম নামে রাজবাটীর অধ্যক্ষ ও শিল্ন লেখক ও আসফের পুত্ৰ যোয়াহ নামা ইতিহাসরচক তাহার সহিত সাক্ষাৎ করিতে বাহিরে গেল। তাহাতে রবশাকি তাহাদিগকে কহিল, তোমরা হিফিকয়কে এই কথা বল, মহারাজ অশূরের রাজা কহেন, তুমি যে বিশ্বাস করিতেছ, সে কেমন বিশ্বাস ? অার আমি বলি, সংগ্রাম করিতে তোমার যে মন্ত্রণ1ও বল আছে, তাহা শব্দমাত্র ; অতএব তুমি কিসে প্রত্যাশা করিয়া আমার অনাড়াবহ হও ? দেখ, তুমি ঐ ভাঙ্গা নলের - S BBB SSSSSS SDDS S S S DDS S BBBS S S 00S S BBSBSBBB BBS B00 LLLLg S S B SDS DD SaBBS LS BSBBSBSBBB BBS S BB AA DD AAAS S ASAA LS0S BBBBB S S BBB S S S S S S S S S S S

  • * * * * ; 5 а ॥-[s] भिश्ि •8 ; • • —[১৪] যিশ a : ; 1 - * ; o sil i & s ; 8 || S BBBS BSBBS BSBS S BBBS S S0 0LS যিশ ৭; ৯ ৷৷
  • (ৰ) বিশেষ সৰ্প । (ইর) উtহয়।

635 ఆలి (+