পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৬৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৯,৪০ অধ্যায় ।] ৩৯ অধ্যায় । ১ হি মুকিয়ের আহস্কার, ৩ ও তাছার দেশের ভাবিদণ্ড । ১ ঐ সময়ে বলদনের পুত্র মিরোদব বলদন নামে বাবিলের রাজা হিষিকয়ের পীড়িত হওন ও সুস্থ হওনের সম্বাদ পাইয়া দূতদ্বারা তাহার নিকটে পত্র ও উপটৌকন দ্রব্য পাঠাইল। তাহাতে হিষিকয় তাহাদিগেতে আনন্দিত হইয়া আপন ভাণ্ডার অর্থাৎ রূপা ও স্বর্ণ ও সুগন্ধি দ্রব্য ও বহুমূল্য তৈল ও আপিন অস্ত্রাগার ও ভাণ্ডারের তাবৎ বস্তু তাহাদিগকে দেখাইল ; হিষিকয় তাহাদিগকে না দেখাইল, এমত কোন সামগ্রী তাহার বাটীতে ও তাবৎ রাজ্যে ছিল না । ও পরে যিশরির ভবিষ্যদ্বক্তা হিষিকয় রাজের নিকটে আসিয়া জিজ্ঞাসা করিল, ঐ মনুষ্যেরা কি কহিল ? এবং কোথাহইতে তোমার নিকটে অাসিয়াছে ? তাহাতে হিষিকয় কহিল, ইহার দূর দেশ ৪ বাবিলহইতে আমার কাছে আসিয়াছে। সে জিজ্ঞাস। করিল, ইহার তোমার বাটীতে কি ২ দেখিয়াছে ? হিষিকয় কহিল, আমার বাটীতে যাহ ২ আছে, সকলি দেখিয়াছে, তাহাদিগকে না দেখাইয়াছি, সম্পত্তির মধ্যে এমত কোন দ্রব্য নাই। * পরে যিশয়িয় হিষিকয়কে কহিল, সৈন্যাধ্যক্ষ পরও মেশ্বরের কথা স্তন। দেখ, তোমার পূৰ্ব্বপুরুষাবধি অদ্য পৰ্য্যন্ত যাহার ২ সঞ্চয় হইতেছে, ও তোমার বাটাতে যে কিছু অাছে, সকলি বাবিল নগরে লইয়। যাওনের সময় উপস্থিত হইবে ; তাহার কিছু অবশিষ্ট থাকিবে না, পরমেশ্বর এই কথা কহেন। ৭ এবং তোমার ঔরসজাত ও তোমার উৎপন্ন সন্তানগণের মধ্যে কতক নীত হইয়। বাবিলের রাজবাটীতে ৮ ছিন্নপুখস্ত হইয়া থাকিবে। তাহাতে হিফিকয় ষিশয়িয়কে কহিল, তুমি পরমেশ্বরের যে কথা কহিলা, সে উত্তম ; আরো কহিল, আমার অধিকার সময়ে মঙ্গল ও সত্যত হইবে। ৪০ অধ্যায়। o সুসমাচারের ক৷t ৯ ও অহি? পুকাশ করণ ১২ ও পরযেস্থরের অতুল্যত ১৮ ও দেবতাদের অসারত। ২৭ ও পর যে স্বরের লোকের ওপকার । তোমাদের ঈশ্বর কহেন, তোমরা আমার লোকদিগকে সাস্তুনা কর, সান্থন কর । এবং যিরশালমকে প্রবোধ কথা কহ, তাহাকে এই কথা জ্ঞাত কর, তাহার সংগ্রামের শেষ হইয়াছে, যিশয়িয় । ২৩ ৩ ৯ ও পাপের প্রায়শ্চিন্ত গ্রাহ্য হইয়াছে ; পরমেশ্বরের হস্তদ্বারা সে অাপন পাপদণ্ডের দ্বিগুণ মঙ্গল পাইবে । প্রান্তরে এই বাক্যবাদি রব অাছে, *পরমেশ্বরের পথ প্রস্তুত কর, ও প্রান্তরের মধ্যে আমাদের ঈশ্বরের রাজপথ সমান কর । প্রত্যেক ৪ নিমন ভূমি উচ্চ হইবে, এবথ পৰ্ব্বত ও উপপৰ্ব্বত সকল নিমন হইবে ; এবং বক্র পথ সরল হইবে, ও উচ্চনী চ ভূমি সমান হইবে। এবং পর- • মেশ্বরের প্রতাপ প্রকাশ পাইবে, ও তাবৎ প্রাণী একত্র তাহ দেখিবে, এ কথা পরমেশ্বরের মুখেতে কথিত হইয়াছে।’ পরে “ ঘোষণা কর, এই এক রব হইল ; তাহাতে আমি * কহিলাম, কি ঘোষণ1 করিব? - তাবৎ প্রাণীই তৃণস্বরূপ ; তাহাদের তেজ ক্ষেত্রস্থ পুষেপর ন্যায় । তাহদের উপরে প্রচণ্ড । বায়ু বাহলে তৃণ শুল্ক হয় ও পুষপ স্থান হয় ; লোকের নিতান্ত তৃণস্বরূপ। তৃণ শুষক হয় ও ৮ পূষপ স্থান হয় ; কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য নিত্যস্থায়ি । ” হে সিয়োনের প্রতি সুসমাচার প্রচারকারিণি কন্যে, ৯ তুমি উচ্চ পৰ্ব্বতে আরোহণ কর ; হে যিরশালমের প্রতি সুসমাচার প্রচারকারিণি কন্যে, তুমি বলেতে উচ্চৈঃস্বর কর, উচ্চৈঃস্বর কর, ভয় করিও না ; এবথ যিহুদা নগরীয় লোককে এই কথা বল, তোমরা অাপনাদের ঈশ্বরকে দর্শন কর। দেখ, প্রভু পরমেশ্বর ১৭ পরাক্রমবিশিষ্ট হইয়া আসিবেন, ও স্বহস্তেতে কর্তৃতা করবেন ; দেখ, তাহার দেয় ফল র্তাহার সহিত আছে, ও তাহার দেয় পুরস্কার তাহার অগ্ৰে আছে। তিনি মেষপালকের ন্যায় আপন পাল চরা- ১ ৯ ইবেন, ও তাহার শাবকদিগকে স্ববাহুতে সংগ্ৰহ করিয়া বক্ষঃস্থলে বহিবেন, ও তাহার দুগ্ধদায়িনী সকলকে (ধীরে ২) লইয়। যাইবেন । আপন হস্ততালুকার মধ্যে জলরাশি কে পরি- ১২ মাণ করিয়াছে ? ও আপিন বিঘতদ্বারা আকাশমণ্ডল কে মাপিয়াছে ? এবং কাঠাতে পৃথিবীর ধূলা কে মাপিয়াছে ? এবস্থা পাল্লাতে পৰ্ব্বতগণকে ও নিক্তিতে উপপৰ্ব্বতগণকে কে তৌল করিয়াছে ? এবথ কে পরমেশ্বরের আত্মাকে পরামর্শ দিয়াছে ? ১৩ ও মন্ত্রী হইয়া কে ৰ্তাহাকে শিক্ষা দিয়াছে ? তিনি ১ ৪ কাহার সহিত পরামর্শ করিয়াছেন ? ও কে র্তাহাকে বুদ্ধি দিয়াছে ? ও বিচারপথে কে শিক্ষা দিয়াছে ? ও কে তাহাকে ডান শিক্ষা দিয়াছে? ও বুদ্ধির ·ද් o 000 AA S S S D S BS BS BBS BBS BBS BBS BBS S DDS DDS DSSS00SS0SSSSBB BBS SS S BB BSBS S B S S BBS BBS BBS [৪০ অব্য ; ১,২] গ্রি ৩০ ; ১- ১ • it—[s] যুব । যিশ ৬১ ; ৭ । সিথ ৯ ; ১২ 11–[৩-৪ ] য ৩ ; ৩ । যা ১ , ১-৪। BS BS SSS DDSDDS BS BBSBBS B BBS SS000SSSBB SBSSSBLSSSBSSSBB SBBB S * * ! *. ९ २ ; २९ 11–I: ) fifa os ; » -, ο ι απ και ο ; * >, > 8 u-[• •] f. •• * 11– ১৩, ১ ৪] রো ১১ ; ৩৪ ৷৷

  • (ব) সে কছিল ৷ (ইন্দ্র পন্থযেস্থরের বায়ু।

639