পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৬৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

తి 8్చ দেখ, আমি তাহার উপরে আপন আত্মাকে স্থায়ী করিব, তাহাতে তিনি অন্যদেশীয়দের নিকটে রাজ্য২ নীতি প্রচলিত করিবেন। এবং কলহ কিম্বা উচ্চশবদ করিবেন না, এবথ রাজপথে আপন রব শুনাইবেন ও না। যাবৎ রাজনীতি প্রকৃতরূপে প্রচলিত না করেন, তাবৎ থেতলা নল ভাঙ্গিবেন না ও সপ্তম শলিত নি • বাণ করিবেন না। তিনি যাবৎ পৃথিবীতে ধর্ম স্থাপন না করেন, ও অন্যদেশীয় লোকেরা তাহার শাস্ত্রের অপেক্ষ না করে,তাবৎ নিস্তেজ ও ভগ্নাশ হইবেন না। • যিনি আকাশমণ্ডল সৃষ্টি করিয়াছেন ও তাহার বিস্তার করিয়াছেন, এবং পৃথিবী ও তাহার উৎপন্ন বস্তু সকলেরও বিস্তার করিয়াছেন, এবং পৃথিবাস্থ লোকদিগকে নিশ্বাস প্রশ্বাস দেন, ও পৃথিবীগামি লোকদিগকে প্রাণ দেন, সেই প্রভূ পরমেশ্বর শু কহেন, আমি পরমেশ্বর ধর্মের নিমিত্তে তোমাকে আহ্বান করিব, আমি তোমার হস্ত ধরিয়া তোমাকে ৭ রক্ষা করিব। এবং তুমি লোকদের প্রতি নিয়মস্বরূপ ও অন্যদেশীয়দের প্রতি দীপ্তিস্বরূপ হইব1, তাহাতে তুমি অন্ধদের চক্ষুপ্রকাশ, ও বন্দিদিগকে বন্ধনহইতে মুক্তি, ও অন্ধকারে স্থিত লোকদের ৮ কারাগার হইতে মুক্তি করিবা। আমিই পরমেশ্বর, এই অামার নাম ; আমি আপন গৌরব অন্যকে দিব না, ও আপন প্রশংসা খোদিত প্রতিমাকে দিব না। দেখ, পূৰ্ব্বকালের (ভবিষ্যদ্বক্তাদের) বাক্য প্রত্যক্ষ হইয়াছে ; এখন আমি নুতন ঘটনা প্রকাশ করি, তাহ ঘটনের পূৰ্ব্বে তোমাদিগকে জ্ঞাত করি। হে সমুদ্রগামি ও হে সমুদ্রস্থ সকল, ও হে দূরস্থ দেশ ও তন্নিবাসিগণ, তোমরা পরমেশ্বরের উদ্দেশে নূতন গান কর, ও পৃথিবীর প্রান্তহইতে র্তাহার ১ ১ প্রশংসা কর । এবথ অরণ্য ও তন্মধ্যস্থিত নগর, এবথ কেদরের নিবাসনগর অতি উচ্চৈঃশব্দ করুক, ও প্রস্তরময় দেশীয় লোকের জয়ধ্বনি করুক, ও ১২ তাহারা পৰ্ব্বতের চূড়াহইতে মহানাদ করুক ; ও তাহার পরমেশ্বরের গৌরব করুক, ও দূরদেশীয় লোকদের মধ্যে র্তাহার প্রশংসা প্রকাশ করুক । পরমেশ্বর বীরের ন্যায় যাত্র করিবেন, ও মহাযোদ্ধার ন্যায় আপন ক্রোধ প্রকাশ করবেন, ও উচ্চৈঃস্বর করিবেন, ও মহানাদ করবেন ; তিনি আপন বৈরিদের বিপরীতে আপন পরাক্রম প্রকাশ করিয়া কহিবেন, আমি বহুকাল কিছুই না কহিয়৷ নীরব হইয়1সহিষ্ণু হইলাম ; কিন্তু এখন স্ত্রীলোকের > to ` ණ যিশয়িয় । [৪২ অধ্যায়। গৰ্বযন্ত্রণার ন্যায় নিশ্বাস ধরিয়া ও যতনপূৰ্ব্বক নিশ্বাস টানিয়া চিৎকার করিব। আমি পৰ্ব্বত ও উপ- ১২ পৰ্ব্বতগণকে শূন্য করিব, ও তাহার উপরিস্থ তাবৎ তৃণ শুষক করিব, এবং নদীগণকে বন ও পুষকরিণীকে শুষক করিব। আমি অন্ধদিগকে অজ্ঞাতপূৰ্ব্ব এক ও পথ দিয়া লইয়া যাইব, এবং পূৰ্ব্বের অনিশ্চিত পথে তাহাদিগকে গতি করাইব, ও তাহাদের অগ্ৰে অন্ধকারকে দীপ্তি ও উচ্চনীচ পথকে সমান করিব ; এই সকল কর্ম আমি তাহাদেরই নিমিত্তে করিব, ও তাহাদিগকে কদাচ ত্যাগ করিব নাশ । যাহার খোদিত প্রতিমাতে বিশ্বাস করে, ও ছা- ১৭ চের প্রতিমার কাছে, “ তোমরা আমাদের দেবগণ,” এমত কথা কহে, তাহারা পশ্চাৎ পতিত হইয়া লজ্জিত হইবে । হে বধিরগণ, শুন ; হে অন্ধ সকল, দেখিতে চক্ষু ১৮ মেল । অামার দাসের ন্যায় অন্ধ কে ? ও অামার ১ ৯ প্রেরিত দূতের সদৃশ বধির কে? ও (আমার) মিত্রের ন্যায় অন্ধ কে ? এবথ পরমেশ্বরের দাসের ন্যায় অন্ধ কে আছে ? অনেক বস্তু দেখেন, কিন্তু মনোযোগ ২ • করেন না; এবথ কর্ণ অনবরোধ করেন, কিন্তু শুনেন ন। এই জন্যে পরমেশ্বর তাহার ধর্মে তুষ্ট আছেন, ২ : তিনি ব্যবস্থা গৌরবান্বিত ও সস্তুস্তি করিবেন। এই লোক অপহৃত ও লুটিত হয়; তাহাদের ২২ মনোনীত যুবগণ ফাদে স্থত হইয়। কারাগারে দৃঢ় বদ্ধ হয় ; তাহারা অপহৃত হইলে তাহাদিগকে কেহ উদ্ধার করে না, এবং তাহার লুটিত হইলে, তাহাদিগকে ফিরাইয় দেও’, এমত কথা কেহই কহে না । তোমাদের মধ্যে এমত কথাতে কে আব- ২ ৩ ধান করিবে? ও ভাবিকালে কে শুনিয়া মনোযোগ করিবে ? যাকুবকে অপহৃত হইতে কে দিল " ও ইস্রায়েলকে লুটিত হইতে কে দিল ? তাহারা যাহার বিরুদ্ধে পাপ করিল, ও যাহার পথে গমন করিতে অসম্মত হইল, ও র্যাহার ব্যবস্থা জানিতে ইচ্ছা করিল না, এমত যে পরমেশ্বর, তিনি কি দিলেন না ? তিনি তাহাদের প্রতি আপন ক্রোধের ২৭ তাপ ও যুদ্ধের বল প্রকাশ করিলেন,ও তাহার শিখা তাহাদের চতুৰ্দ্দিগে ডম্বলিল, কিন্তু তাহারা মানিল না ; তাহা তাহাদিগকে দগ্ধ করিল, তথাপি তাহার মনোযোগ করিল না । ৪৩ অধ্যায় । ১ আপন লোকদের পুতি ঈশ্বরের অনুগ্রহ করণ ১ ও [a-৭] যিশ ৪৯ ; এ-১২ ৷ SSASAS SS S B S S B S DD LS SSS S0S SSSJSJSS

ه » s v I fg*t- ه ج t
ftه ه ; هم fa [ه د - ۰ د ]

!! দ্বি ৩২ , a 2, в : । যিশ 3 s : 2 *-* e i & পি ২ ; w, ఏ [ه د -ه د ] --1 انع ه LS BBB S S S S S S S S S S S S S m S S B S

Pッ。R・。い! "s 3 >ゃllー[いv] ● ; s,ゃo I

S S S S S S S S S S S B S S S G S S BBB S S B S S B S S S AAAA S [২২-২৫ ] দ্বি ৩২ * (ব) আযি সিদ্ধ করিব, কদাচ অ্যt;া করিব না। 6.42

ఎ =రిe ||