পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৬৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

le: -

  • *

R r অধ্যায়।] ও মাংস পাক করিয়া ভোজন করিলাম, এখন তাহার অবশিষ্ট কাষ্ঠদ্বার। আমি কি ঘৃণাৰ্হ প্রতিম। নির্মাণ করিব ? ও বৃক্ষের মুড়ার কাছে দণ্ডবৎ হইব ? এ প্রকার কথা কহিতে তাহাদের বিবেচনা ও জ্ঞান ও বুদ্ধি ও মনোযোগ হয় না। এই লোক ভস্ম ভোজন করে, ও তাহার ভুস্তি আন্তঃকরণ তাহাকে ভুলায় ; সে আপন প্রাণ উদ্ধার করিতে পারে না, এবং আমার দক্ষিণ হস্তে কি ভান্তি নাই ? এ কথাও কহিতে পারে না । হে যাকৃৎ, হে ইস্রায়েল, তুমি এই সকল স্মরণ কর, কেননা তুমি আমার দাস, আমি তোমাকে আপন দাস করণার্থে সৃষ্টি করিয়াছি ; অতএব হে ইস্রায়েল, আমি তোমাকে বিস্মৃত হইব না । আমি তোমার আড়ালঙ্ঘন কুজৰাটিকার ন্যায় ও তোমার পাপ মেঘের ন্যায় মোচন করি ; তুমি আমার প্রতি ফির, কেননা অামি তোমার মুক্তিদাতা । হে অাকাশমণ্ডলস্থ সকল, পরমেশ্বর যাহা করেন, তাহার নিমিত্তে তোমরা গান কর; হে পৃথিবীর নিমনস্থান, আনন্দধ্বনি কর ; হে পৰ্ব্বতগণ, ও হে কানন, ও তন্মধ্যস্থিত প্রত্যেক বৃক্ষ, তোমরা এক যোগ হইয়া গান কর, কেননা পরমেশ্বর যাকুবকে মুক্ত করিয়া ইসুয়েলের মধ্যে প্রশংসিত হইবেন। যিনি জঠরের মধ্যে তোমার সৃষ্টি করিয়াছেন, সেই তোমার মুক্তিদাতা পরমেশ্বর এই কথা কহেন, যিনি তাবৎ সৃষ্টি করিয়া একাকী আকাশমণ্ডল বিস্তার করিলেন, ও আপনি পৃথিবীকে বিস্তীর্ণ করিলেন, সেই পরমেশ্বর আমি।” এবং তিনি মিথ্যা ভবিষ্যদ্বক্তাদের বাক্য নিৰ্ম্মফল করেন, এবথ গুণিদিগকে উন্মত্রবৎ করেন ; ও জ্ঞানিদের বুদ্ধি বিপরীত করেন, ও তাহাদের জ্ঞানকে মর্থতাস্বরূপ করেন। এবং আপন সেবকের কথা স্থির করেন, ও আপন দূতগণের পরামর্শ সিদ্ধ করেন, এবং ঘিরশালমকে কহেন, “ তুমি বসতি বিশিষ্ট হও, ই যিহুদ নগর সকলকে কহেন, “তোমরা গ্রথিত হও, ও আমি দেশের শূন্য স্থান পুনৰ্ব্বার লোকালয় করিব।” এবং গভীর জলকে কহেন, তুমি শুষক হও, আমি তোমার নদীগণকে নিজৰ্জ্জল করিব।” এবথ খসুকে কহেন, “তুমি আমার নিযুক্ত রক্ষক, আমার সকল অভিপ্রায় সিদ্ধ করিব ; এবং যির শালমকে কহিবা, তোমার পুনর্গাথনি হইবে, ও মন্দিরকে কহিবা, তোমার ভিত্তিমূল স্থাপিত হইবে।” ৪৫ অধ্যায় । S BBBBB BB BBB L BBBBB BB BBLLLL TBB তথfপন ৮ ও গ্রসের রক্ষা করণ ও অস্থার কৰ্ম্ম ਸੋਸ਼ করন ২ • ও দেবতাদের লিম্বনলতা । পরমেশ্বর আপন অভিষিক্ত খন্ত্রের বিষয়ে এই কথা কহেন,আমি তোমার * দক্ষিণ হস্ত গ্রহণ করিয়া তোমার সম্মুখে অন্যদেশীয়দিগকে পরাস্ত করিব, ও রাজগণের কটিবন্ধন মুক্ত করিব, ও দুই কপাট বিশিষ্ট দ্বার মুক্ত করিব, তাহাতে সে দ্বার আর বদ্ধ হইবে না। আমি তোমার আগে যাইয়া উচ্চনীচ পথ সরল করিব, ও পিত্তলের কপাট ভগ্ন করিব, ও লৌহ হুড়ক ছেদন করিব । এবং তোমাকে অন্ধকারস্থিত ধন ও অপ্রকাশ্য স্থানের অতি গুপ্ত ধন দিব; তাহাতে তোমার নামদাতা ও ইসায়েলের ঈশ্বর যে আমি, আমি পরমেশ্বর, ইহা ভূমি জানিতে পারিবা। আমার দাস যাকুবের ও আমার মনোনীত ইস্রায়েলের নিমিত্তে আমি তোমার নাম রাখিয়াছি; তুমি আমাকে না জানিলেও আমি তোমাকে উপনামে বিখ্যাত করিয়াছি । আমিই পরমেশ্বর, আর কেহ নাই, অামাভিন্ন আর কোন ঈশ্বর নাই, তুমি অামাকে না জানিলেও অামি তোমার কটিবন্ধন করিয়াছি। তাহাতে আমাভিন্ন যে আর কোন ঈশ্বর নাই, তাহ সূর্য্যোদয় স্থানবিধি পশ্চিম দিগ পর্য্যন্ত তাবৎ লোক জ্ঞাত হইবে ; আমিই পরমেশ্বর, অামা ব্যতিরেক আর কেহ নাই। আমি দীপ্তি সৃজন করি, ও অন্ধকার উৎপন্ন করি ; আমি মঙ্গল ও বিপদ উৎপন্ন করি ; আমি পরমেশ্বর এই তাবৎ কর্ম করি । হে আকাশমণ্ডল, তুমি উপর হইতে শিশির বর্ষণ কর, এবং মেঘগণ ধর্ম রূপ ধারা বৃটি করুক, ও পৃথিবী বিদীর্ণ হইয়া পরিত্রাণ উৎপন্ন করুক, ও ধর্ম অজুর করুক ; আমিই পরমেশ্বর তাহার সৃষ্টিকৰ্ত্ত । যে জন মৃন্ময় ঘটবং নির্মিত হইয়17 আপন সৃষ্টিকৰ্ত্তার সহিত কলহ করে, তাহার সন্তাপ হইবে। তুমি কি নির্মাণ করিতেছ? ? এই কথা কি মৃত্তিকা কুম্ভকারকে কহিতে পারে? এবং “তোমার হস্ত নাই,’ এই কথা কি কর্ম কর্মকারকে কহিতে পারে’ এবং তুমি কি জন্মাইতেছ ? এই কথা সে জন আপন পিতাকে, ও ‘তুমি কি প্রসব করিতেছ” ? এই কথা যে জন আপিন মাতাকে কহে, তাহার সন্তাপ হইবে। ইস্রায়েলের ধর্মস্বরূপ ও তাহার সৃষ্টিকৰ্ত্ত পরমেশ্বর LL00 ttt AAAA A SLLLS AAA AAAS A SAS SSAS SSAS SS tTSBBSBBS R & ul—[+ v] 8 * , రి 1 క్రై 3 : 3 — я і і LLL BBS BB AAAAS AAAA S S000SS BB SBBB S BSBS S BB BS • • ।–[१] णि ०१ : ৩১। অাম ৩, ৬ –[৮] ২ fশ ২৩ ; ৪ ttD DDS SS0S 0SSS0S0S S BB BBSS SBBSS SBSBBSBBS [১১] যিশ ২১ ; SBB BBBBSS SBS BB BBB BBB BB BBBS BB B BBS

  • ○ II