পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৬৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S)○ レー তোমার উপরে দৃষ্ট হইবে। তাহাতে অন্যদেশীয় লোকেরা তোমার দীপ্তিতে, ও রাজগণ তোমার নবীন কিরণে গমন করিবে। তুমি চতুদিগে চাহিয়া দেখ, সকলে একত্র হইয়া তোমার কাছে আসিবে ; তোমার পুত্ৰগণ দূরহইতে আসিবে,ও তোমার কন্যাগণ কক্ষে নীত হইবে। তখন তুমি তাহা দেখিয়া প্রসন্ন হইবা, এবং তোমার হৃদয় ধূক ২ করিয়া বিস্তারিত হইবে কেননা সমুদ্রের ধন * তোমার প্রতি বৰ্ত্তিবে, ও অন্যদেশীয়দের ধন তোমাতে উপস্থিত হইবে। ৬ এবং অনেক উটু ও মিদিয়ন ও ঐফার যুব উটু তোমাকে আবৃত করবে, ও শিব নিবাসি লোকের সুবর্ণ ও কুন্দুরু লইয়া আসিবে, ও পরমেশ্বরের • প্রশংসা প্রকাশ করিবে । ও কেদরের তাবৎ পশুপালের তোমার নিকটে একত্র হইবে, ও নিবারোতের মেষগণ তোমার সেবা করিবে, ও অামার যজ্ঞবেদির উপরে উৎসৃষ্ট হইয়া গ্রাহ্য হইবে, ও আমি আপনার ভূষণস্বরূপ মন্দির শোভিত করিব। ৮ মেঘের ন্যায় ও খোপের প্রতি উড়ডীয়মান কপোতের ন্যায় আসিতেছে যে ইহারা, ইহার ১ কে ? দূরদেশীয় লোকের অবশ্য আমার অপেক্ষা করিবে, এবং তশীশের জাহাজ অগ্রসর হইয়া তোমার প্রভূ পরমেশ্বরের নামের নিমিত্তে ও তোমার শোভাকারি ইস্রায়েলের ধর্মস্বরূপের নিমিত্তে আপনাদের রূপ ও সুবর্ণের সহিত তোমার ১• পুত্রদিগকে দূরহইতে আনিবে। এবং বিদেশীয়দের পুত্ৰগণ তোমার প্রাচীর গাঁথিবে, ও তাঁহাদের রাজগণ তোমার সেবা করিবে ; আমি কোপ করিয়া তোমাকে প্রহার করিয়াছি, কিন্তু অনুগ্রহদ্বারা ১১ তোমাকে দয়া করিব । তোমার নিকটে অন্যদেশীয় সৈন্যের উপস্থিত হওনের f ও রাজগণের অানীত হওনের জন্যে তোমার দ্বার নিত্য ২ মুক্ত থাকিবে ; ১২ দিনে কি রাত্রিতে সে দ্বার রুদ্ধ থাকিবে না। আর যে দেশ ও রাজ্য তোমার সেবা করিবে না, তাহার বিনষ্ট হইবে, ও সে সকল দেশ সমূলে উচ্ছিন্ন ১৩ হইবে । লিবানোনের তেজ তোমাতে বিরাজমান হইবে, এবং ঝাউ ও তিধর ও তাশূর বৃক্ষ একত্র হইয়া আমার পবিত্র স্থান ভূষিত করণার্থে আসিবে, এবং অামি আপন পাদপীঠের স্থান শোভাযুক্ত করিব। তোমার উপদ্রবকারিদের সন্তানগণ প্রণাম করিতে ২ তোমার নিকটে আসিবে, [•,• ) যিশ ৪৯ : ১৮-২৩ ৷ এ ৪ s ۰ د - ده }-ــ11هـ - د [ গী AJSBBSeAAA S0 S S S S S S S S S S S S S LL S DD ; ২ ১, ২২ ॥হণ ২ : S S SSSS0BB S BBB S S S S * * * : * *, * * it—[, æ] সিxt S S S S S S S SSSSSS BBB SSSSSS SDDSSSSLS SSSS ૭ ll-[૦ ] 8 ૨ ; ૨૭ | ૨ ૩ ; જ lા-[ : ૧] > ? ... ... ; મા ૧ Iા [১৮] যিশ ২৯ ; * t॥-[*२] नियl २ ; < ti-[*२,२०] ; ২৩, • ।।—[২১] যিশ ১ ; ২৯,২৯ ।। ৪, ২-• । R » ; * * * * * ; - וויי ? יי 3 ו ১২-২১। যিশ ৪২ a s.৭ ৯ ; ৮,১ ৷৷ * (ইকু কলহ বা বাহুল্য। (ক) বনের ; (ইতু শীলু। ২-১ –[১]যিশ ৪২ ; [১১ অব্য ; ১-৩] লু ৪ : 658 যিশয়িয় । [৩১ অধ্যায়। এবং যাহার তোমাকে তুচ্ছ জ্ঞান করিল, তাহার তোমার পদতলে পড়িয়া প্রণাম করিবে, এবং তাহারা পরমেশ্বরের নগর ও ইসুয়েলের ধর্মস্বরূপের সিয়োন বলিয়া তোমাকে সম্বোধন করিবে। তুমি এমত তক্ত ও ঘৃণিত ছিল, যে কোন কেহ তোমার মধ্য দিয়া গেল না, কিন্তু আমি তোমাকে অনন্ত গৌরব ও পুরুষানুক্রমে আনন্দস্বরূপ করিব। তুমি অন্যদেশীয়দের দুগ্ধ পান করিব ও রাজগণের বক্ষঃস্থলে প্রতিপালিত হইব1; তাহাতে আমিই পরমেশ্বর তোমার ত্ৰাণকৰ্ত্তী ও মুক্তিদাতা ও যাকবের পরাক্রান্ত রক্ষক, ইহা জানিতে পারিবা । অামি পিত্তলের পরিবৰ্ত্তে সুবর্ণ, ও লৌহের পরিবৰ্ত্তে রৌপ্য আনয়ন করিব, ও কাষ্ঠের পরিবর্কে পিত্তল, ও প্রস্তরের পরিবর্ত্তে লৌহ আনিব, এবং তোমার অধ্যক্ষকে মঙ্গলস্বরূপ ও তোমার কর গ্রাছিকে ধর্মস্বরূপ করিব । তোমার দেশে উপদ্রবের ৮ কথা, ও তোমার সীমাতে বিনাশ ও অাপদের কথা আর শুনা যাইবে না ; কিন্তু তুমি আপন প্রাচী রের নাম পরিত্রাণ, ও অাপন দ্বারের নাম প্রশংসা রাখিবা । এবথ দিবসে তোমার প্রতি দীপ্তি দিতে ১ ৯ সূৰ্য্য আর থাকিবে না, এবং রাত্রিতে চন্দ্রকিরণ তোমাকে আর দীপ্তি দিবে না, কিন্তু পরমেশ্বরই তোমার নিত্য আলোকস্বরূপ হইবেন, এবং তোমার ঈশ্বরই তোমার তেজস্বরূপ হইবেন । তোমার সূৰ্য্য আর অস্তগত হইবে না, ও তোমার চন্দ্র আর ক্ষীণ হইবে না ; কেননা পরমেশ্বর তোমার নিত্য অালোকস্বরূপ হইবেন, এবথ তোমার শোকের দিন অবসান হইবে । এবং তোমার তাবৎ লোক পুণ্য- , বান হইবে, ও দেশের নিত্য অধিকারী হইবে, এবং আমার গৌরবার্থে আমার রোপিত চার ও হস্তকৃত ক্রিয়াস্বরূপ হইবে। এবং অল্প লোক সহস্র ২২ হইবে, এবং ক্ষুদ্র লোক বলবান জাতি হইবে ; অামি পরমেশ্বর উচিত কালে তাহা সিদ্ধ করিব। ৩১ অধ্যায়। ১ গ্রীষ্ণের কৰ্ম্মের বর্ণন, ৪ ও অtছণর ফল, ১• ও বাৰ্ম্মিক লোকদের সুথ । প্রভূ পরমেশ্বরের আত্মা অামাতে আবির্ভূত অাছেন, কেননা দরিদ্র লোকদের কাছে সুসমাচার প্রচার করিতে পরমেশ্বর আমাকে অভিষিক্ত করিলেন, এবং ভগ্নান্তঃকরণদিগকে বাধিতে, ও বন্দি