পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৬৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শুশু অধ্যায়।] উৎসর্গ করে, সে শূকরের রক্ত দেয় ; ও যে জন সুগন্ধি ধূপ জবালায়, সে প্রতিমার প্রশংসা করে ; তাহার। আপন ২ পথ মনোনীত করে, এবং তাহা • দের মন আপনাদের ঘৃণ্য দ্রবেততে তৃপ্ত হয়। অতএব আমি তাহাদের অাপদ মনোনীত করিব, এবং তাহারা যাহা ভয় করে, তাহাদের প্রতি তাহাই ঘাটাইব ; কেননা আমি ডাকিলে তাহাদের কেহ উত্তর দিল না, ও কহিলে কেহ শুনিতে চাহিল না, কিন্তু আমার সাক্ষাতে যাহা মন্দ তাহাই করিল, এবং যাহা আমার অসন্তোষক তাহাই মনোনীত করিল। পরমেশ্বরের কথাতে কম্পবান যে তোমরা, তোমরা পরমেশ্বরের কথা স্তন ; তোমাদের যে ভাতৃগণ তোমাদিগকে ঘৃণা করে, এবং আমার নামের নিমিত্তে তোমাদিগকে বলেতে দূর করে, তাহারা কহে, পরমেশ্বরের মহিমা প্রকাশিত হউক ; কিন্তু তিনি তোমাদের আনন্দের জন্যে প্রত্যক্ষ হইবেন *, এবং তাহারা লজ্জিত হইবে । নগর হইতে এক কলহের শব্দ ও মন্দির হইতে এক রব শুনা যায় ; শজুদের প্রতিফলদাতা পরমেশ্বরের রব শুনা যায়। • বেদনার পূৰ্ব্বে প্রসব করে, ও গৰ্ত্তযন্ত্রণার পূৰ্ব্বে ৮ পুত্ৰ ভূমিষ্ঠ হয়, এমত কথা কে শুনিয়াছে ? ও এমত কার্য কে দেখিয়াছে? এক দিবসে কি রাজ্যসমূহ উৎপন্ন হয় ? কোন দেশীয় লোকসমূহ কি এক নিমিষের মধ্যে জন্মিতে পারে ? কিন্তু গৰ্ত্তবেদন হইবামাত্র সিয়োন সন্তান প্রসব করিবে । পরমেস্বর কহেন, আমি জন্মকাল পর্যন্ত রক্ষা করিয়া শেষে কি জন্মাইতে শক্তি দিব না ? তোমার ঈশ্বর কহেন, জন্মদাতা আমি কি প্রসব রোধ করিব ? হে যি রুশালমে প্রেম কারিগণ, তাহার সহিত আনন্দ কর, তাহার সহিত হৃষ্ট হও ; হে তাহার জন্যে শোকান্বিত লোকের 1, তোমরা অতিশয় আহলাদ কর । তোমরা তাহার সান্তুনারূপ স্তন পান করিয়া তৃপ্ত হইবা, ও তাহাহইতে সুখাদ্য বাহির করিয়া অনেক ঐশ্বৰ্য্যেতে আপ্যায়িত হইব । পরমেশ্বর কহেন, দেখ, আমি মঙ্গলরুপ নদী ও অন্যদেশীয়দের ধনরূপ উচ্চলিত নদীদ্বারা তাহাকে আপলাবিত করিব, তাহাতে তোমরা স্তন্যপান করিব1, ও কক্ষদেশে বহন করা যাইবা, ও জানুর উপরে নাচান যাইবা। যেমত মাতা আপন পুত্ৰকে শান্ত করে, তদ্রুপ আমি তোমাদিগকে সান্তুনা করিব ও তোমরা বিরুশালমে সান্তুনা পাইব1। এই সকল দেখিলে তোমাদের অন্তঃকরণ আনন্দিত হইবে, ও তোমাদের > 2 R. > re > 8 যিশয়িয় । অস্থি নবীন তৃণের ন্যায় সতেজ হইবে ; এবং পরমেশ্বরের হস্ত আপন দাসদের প্রতি, ও তাহার ক্রোধ আপন শত্ৰুদের প্রতি প্রকাশিত হইবে। দেখ,পরমেশ্বর অগ্নির তেজেতে আগমন করিবেন, ও তাহার রথ সকল প্রবল ঝড়ের ন্যায় আসিবে, এবং তিনি মহাতাপেতে আপন ক্রোধ, ও প্রজবলিত অগ্নিদ্বারা আপন অভিশাপ দেখাইবেন। এব^ অগ্নি ও স্বখড়গদ্বারা তাবৎ প্রাণির সহিত যুদ্ধ করিবেন, তাহাতে পরমেশ্বর দ্বারা অনেক ২ লোক হত হইবে। পরমেশ্বর কহেন, যাহার শূকর মাথস ও ঘৃণ্য দ্রব্য ও মুষিক ভোজন করিয়া আহদের ব্যবস্থানুসারে । উদ্যানের মধ্যে আপনাদিগকে পবিত্র করে ও পরিষ্ণকৃত করে, তাহার এক কালে বিনষ্ট হইবে। কেননা আমি তাহাদের ক্রিয়া ও কম্পন। জানি ; তাবৎ দেশীয় ও তাবৎ ভাষাবাদি লোক সৎগুহ করণের সময় আসিবে, তাহার অসিয়া অামার মহিমা দর্শন করবে। আমি তাহাদিগকে এক চিহ্ন দিব, আমি তাহাদের মধ্যহইতে অবশিষ্ট লোককে অন্যদেশীয়দের কাছে, অর্থাৎ তশীশ ও ধনুৰ্দ্ধর পুল ও লুদ এবং তুবল ও মুনানী ইত্যাদি যে দুরদেশীয় লোকের কখনো অামার সুখ্যাতি শুনে নাই ও অামার ঐশ্বৰ্য্য দেখে নাই, তাহাদের কাছে প্রেরণ করিব ; তাহাতে তাহারা অন্যদেশীয় লোকদের কাছে আমার মহিমা প্রকাশ করবে। পরমেশ্বর কহেন, ইসায়েলের বংশের যে রূপ পবিত্র পাত্রে পরমেশ্বরের মন্দিরে নৈবেদ্য আনে, তদ্রুপ তাহারা অশ্ব ও শকট ও ডুলি ও অশ্বতর ও উষ্টদ্বারা সৰ্ব্বদেশীয়দের হইতে যিরশালমস্থিত আমার পবিত্র পৰ্ব্বতে পরমেশ্বরের উদ্দেশে নৈবেদ্যস্বরূপ তোমাদের তাবৎ ভুতাকে অTIনবে। এব-২ পরমেশ্বর কহেন, যাজক ও লেবীয় হইবার নিমিত্তে আমি তাহাদের মধ্য হইতে কতক লোককেও লইব । কেনন। পরমেশ্বর কহেন, যে নুতন আকাশ ও নুতন পৃথিবী আমি সৃষ্টি করিব, তাহারা যেমন নিত্য আমার সম্মুখে থাকিবে, তদ্রুপ তোমাদের বখশ ও তোমাদের নাম থাকিবে । পরমেশ্বর কহেন, প্রতি আমাবস্যাতে ও প্রতি বিশ্রামদিনে তাবৎ প্রাণী অামার সম্মুখে ভজনা করিতে আসিবে। কিন্তু যাহারা অামার আজ্ঞা লঙ্ঘন করিয়াছে, লোকের বাহরে গিয়া তাহাদের শব দেখিবে ; কারণ তাহাদের কাট মরিবে না, ও তাহাদের অগ্নিও নিৰ্ব্বাণ হইবে না, এবং তাহারা তাবৎ প্রাণির ঘূণাসপদ হইবে। L0 BB SBBS LS BS SSAS SSAS KSS S LLSSSS BB BBSS BB S00 গল ন ; ২ ৬ ৷ ীি ৮৭ –[১৭] ১ ক ; e s-s ৭ ॥—{ ১৭, ১৯] fাশ ৩৪ , ১-১ • । ২ mিr ১ ; s-> x 11-[-o] যিশ ; SLLS TT S0S S BB 00S D GBt STJSBBB Sg SL BB StS tttt SBg S S gg S S S S S S S S S SSK S DS SS00S AAAA S S0S BBBBB BBBS BBBBBB BBB BBB S Y SBS BB BBBB BBSB BB BB BBS 663 & Y) ·©

  • ve