পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৬৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২৩ ৮

o 3. - to এই কথা কহেন, তোমরা আপনাদের পতিত ভূমিতে চাস কর, কণ্টকের মধ্যে বীজ বপন করিও না। হে ঘিহুদীর লোক, হে বিরুশালম নিবাসি সকল, তোমরা পরমেশ্বরের উদ্দেশে তত্ত্বকচ্ছেদিত হও, অর্থাৎ আপনাদের মনের অবকচ্ছেদ কর ; নতুবা তোমাদের কর্মদোষে আমার ক্ৰোধ অগ্নিবৎ জবলিয়া উঠিবে, এবং প্রজবলি ত হইলে অভ্যার নিৰ্ব্বাণ হইবে না। তোমরা সকলে একত্র হইয়া আইস, আমরা প্রাচীর বেটিত নগরে যাই, এই কথা যিহুদাদেশে প্রচার কর ও বিরুশীলমে প্রকাশ কর, এবং দেশে তুরীধ্বনি করিয়া সৰ্ব্বত্র ঘোষণা কর ; এবং সিয়োনের দিগে ধ্বজ তুল, ৪ পলায়ন কর, বিলম্ব করি ও না ; আমি উত্তরদেশহইতে দুৰ্দ্দশা ও মহাবিনাশ আনিব। সিংহ আপন ঝোপহইতে বাহরে অসিতেছে, ও দেশীয়দের বিনাশক তোমার দেশকে উচ্ছন্ন করিতে উঠিয়া আপন স্থান হইতে নিৰ্গত হইয়া আসিতেছে ; | তাহাতে তোমার নগর সকল বিনষ্ট ও নরশুন্য হইবে । অতএব তোমরা চট পরিধান করিয়া বিলাপ কর ও ক্রন্দন কর, কেননা পরমেশ্বরের প্রডবল ত ক্রোধ এই কাল পর্যন্ত আমাদের হইতে ফিরে না। পরমেশ্বর কহেন, সেই দিনে রাজা ও অধ্যক্ষগণ হতবুদ্ধি হইবে, ও যাজকগণ চমৎকৃত হইবে, ও ভবিষ্যদ্বক্তৃগণ বিস্ময়াপন্ন হইবে। তখন আমি কহিলাম, হায় ২ ! হে প্রভো পরমেশ্বর, তুমি এই লোকদিগকে ও যিরশালমকে নিতান্ত ভান্ত হইতে দিয়াছ, কেননা খড়গ প্রাণ পর্যন্ত বিদ্ধ হইলেও ভবিষ্যদ্বক্তৃগণ বলে, তোমাদের মঙ্গল হইবে। তৎকালে এই লোকদের ও ফিকশালমের প্রতি এই কথা উক্ত হইবে, প্রান্তরের উচ্চস্থান হইতে অামার লোকদের পুরীর* প্রতি এক উষ্ণবায়ু আসিতেছে, বাড়নের কিম্ব1 মার্জনের নিমিত্তে তাহ নয়। কিন্তু আমার আড়াতে সেই স্থানহইতে এক প্রচণ্ড বায়ু আসিতেছে, এখন আমি লোকদের প্রতিকূলে দণ্ডাজ্ঞা দিতেছি । দেখ, সে মেঘের ন্যায় আসিন্তেছে, ও তাহার রথ ঘূর্ণবায়ুর ন্যায় বেগে গমন করিতেছে, ও তাহার অশ্বগণ উৎক্রোশ পক্ষিহষ্টতেও শীঘ্র অসিতেছে ; ‘হায় ২ আমরা বিনষ্ট হই।’ হে যির শালম, নিস্তার পাইবার জন্যে আপন আন্তঃকরণের মলা ধৌত কর, তোমাদের মন আর ফিরিমিয় । কত কাল পাপচিন্তাতে নিবিষ্ট থাকিবে দান নগরহইতে এক রব ঘোষিত হইতেছে, এবং ই ফুয়িম পৰ্ব্বতহইতে বিপদ প্রকাশিত হইতেছে। তোমরা অন্যদেশীয়দের কাছে ঘোষণা কর, ও যিরশালমের প্রতি এই কথা প্রচার কর, অবরোধকারী দূরদেশহইতে আসিতেছে, ও তাহার যিহুদ নগরের বিরুদ্ধে হুঙ্কার শব্দ করিবে। পরমেশ্বর কহেন, অামার আজ্ঞা লঙ্ঘনের নিমিত্তে তাহারা তাহার বিপরীতে চতুদিগে ক্ষেত্রের প্রহরিগণের ন্যায় থাকিবে। তুমি আপন পথ ও আচারদ্বারা এই দশাগুপ্ত হইবা,তোমার এই বিপদ অতিতিক্র ও মর্মভেদক হইবে।

  • হায় ২ আমার মন |, হায় ২ অামার মন || ; আমি মনের মধ্যে বড় দুঃখিত হইতেছি ; আমার মন ব্যাকুল হইতেছে, তাহাতে স্থির থাকিতে পারি না ; কেননা হে আমার মন, তুমি তুরীবাদ্য ও যুদ্ধের সমাচার শুনিতেছ। বিনাশের পরে ও বিনাশ ঘটিবে, এবং সমুদয় দেশ উচ্ছন্ন হইবে, ও আমার তাঙ্গু ও জবনিকাৰী সকল নিমিষের মধ্যে বিনষ্ট হইবে। আমি কত দিনে পতাকা দেখিব ও তুরীর বাদ্য শুনিব ? অামার লোকের অড্যান, তাহারা অামাকে জানে না ; তাহার। অবোধ বালক, বিবেচনারহিত, তাহার কুকর্ম করিতে অতি নিপুণ বটে, কিন্তু সৎকর্ম করিতে অতি অপটু।

আমি পৃথিবীকে দেখিলাম, সে নির্জন ও শূন্য আছে ; এবং আকাশকে দেখিলাম, তাহাতে কি ছুমাত্র দীপ্তি নাই। এলখ পৰ্ব্বতগণকে দেখিলাম, দেখ, সে সকল কাপিতেছে, ও উপপৰ্ব্বতগণ টলটলায়মান হইতেছে । আমি নিরীক্ষণ করিয়া দেখিলাম, কোন মনুষ্য উপস্থিত নাই, এবং আকাশের পক্ষগণও পলায়ন করিতেছে। অপর আমি নিরীক্ষণ করিয়া দেখিলাম, পরমেশ্বরের গোচরে ও তাহার প্রজবলিত ক্রোধে উৰ্ব্বর ভূমি সকল মরুভূমিবৎ আছে, ও তাবৎ নগর ভয় হইতেছে।” পরমেশ্বর এই কথা কহেন, সৰ্ব্বদেশ উচ্ছিন্ন হইবে, কিন্তু আমি সৰ্ব্বতোভাবে বিনাশ করিব না। পৃথিবী বিলাপ করবে, ও উপরিস্থ আকাশ কৃষ্ণবর্ণ হইবে ; কারণ অামি যাহা কহিতেছি, তদ্বিষয়ে অনুতাপ করিব না ; ও যাহা মনস্থ কারয়ছি, তাহ1হইতে ফিরিব না । তৎকালে আশ্বারাঢ়দের ও ধনুৰ্দ্ধারদের হুঙ্কারে সমুদয় নগর নিবাসলোক পলায়ন করিয়া নিবিড় বনে প্রৱেশ করিবে ও [૬]દ્ધિ : ૦ ; , ૭ા ૦૧ ; ર રા-[૧]:િ , ; > * 11–se] . ; SAAAS00SamBB DDS DSDS S 0 BB BBSS S S S { ১• ] যিশ • ; ১,১০ যির ৫ ; ১২ । ১৪ ; SgS S S B S S B S S S SAAAAAS DD DDS D BBS SSS LL [১১] যিশ ১ , ১৯ – ১৭ ] কিয় ৮ ; ১২ SBS S BBS B S0S0LS BBA AAAA SAAAAA SS S B S S B S S S S DSDS ttB AAAA SAAAAAS TttS t SBS S S S S S S S S S B S S B S S S S S S S 0 CS c০৪ * (ইকু বলার। I (ইকু পাপ রাত্তিবাস করবে। : (ক) পাপ । (ই অস্ত্ৰ। S (ইং) ওপরে (ব) পর্দা। - [৪ অধ্যায়।

  • *
  • *

o o R R 3