পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬ অধ্যায়।] যাত্রাপুস্তক l

  • পরে মূসা ও হারোণ প্রবেশ করিয়া ফিরেীণুকে কহিল, ইস্রায়েলের প্রভূ পরমেশ্বর কহেন, প্রান্তরে আমার উদ্দেশে উৎসব করিতে আমার লোকদিগকে যাইতে ২ দেও। তাহাতে ফিরেীণ কহিল, পরমেশ্বর কে, যে তাহার কথা মানিয়া ইসুয়েল বংশকে যাইতে দিব ? অামি পরমেশ্বরকে চিনি না, ও ইসায়েল ও বংশকে যাইতে দিব না। তাহারা কহিল, ইত্রিদের ঈশ্বর আমাদিগকে দশন দিলেন ; অতএব আমরা বিনয় করি, প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোম করিতে তিন দিনের পথ আমাদিগকে প্রান্তরে যাইতে দেও; নতুবা তিনি আমাদিগকে মহামারীতে ও খড়গেতে নিপাত * করিবেন। তাহাতে মিসুীয় রাজা তাহাদিগকে কহিল, হে মূসা ও হারোণ, তোমরা কাৰ্য্যহইতে লোকদিগকে কেন নিবৃত্ত কর? তোমরা আপন ২ ভার বহন কমে যাও। ফিরেীণ আরো কহিল, দেখ, এ দেশে এই মনুষ্য এখন অনেক, এবং তোমরা তাহাদিগকে ভার বহন হইতে নিবৃত্ত করিতে চাহ।

অপর ফিরেীণ সেই দিনে লোকদের কর্মশাসক ও অধ্যক্ষগণকে আজ্ঞা দিল, তোমরা ইষ্টকাদি নির্মাণার্থে পূৰ্ব্বের মত এই লোকদিগকে পলাল দিও না ; তাহারী যাইয়া আপনাদের জন্যে পলাল সৎগুহ করুক। এবং পূৰ্ব্বে তাহীদের যত ইষ্টক নির্মাণের ভার ছিল, এখন সেই ভার দেও ; তাহার কিছু নু্যন করিও না ; কেননা তাহারা অলস, এই জন্যে চেচাইয়া কহে, ঈশ্বরের উদ্দেশে হোম করিতে আমাদিগকে ই ঘাইতে দেও। অতএব ইহাদের উপরে আরো অধিক কর্মের ভার দেও *; তাহাতে তাহারা যেন পরিশ্রম করিয়া অনর্থক বাক্যে মনোযোগ না করে। অনন্তর কার্য্যশাসকের ও অধ্যক্ষের বাহিরে যাইয়া তাহাদিগকে কহিল, ফিরেীণ এই কথা কহে, আমি ১১ তোমাদিগকে আর পলাল দিব না। তোমরা যে স্থানে পাও, সেই স্থানে গিয়া পলাল সংগ্ৰহ কর, ১২ কিন্তু তোমাদের কার্য কিছু নূ্যন হইবে না। তাহাতে লোকেরা পলালের পরিবৰ্ত্তে নাড়া সংগ্ৰহ করিতে ১৩ তাবৎ মিসরদেশে ভুমণ করিল। তাহাতে কাৰ্য্যশাসকেরা আর করাইয়া কহিল, পলাল প্রাপ্তির সময়ে যেমন তোমরা কর্ম করিতা, এখন দিবসিক নিরূপিত ১৪ কৰ্ম । তদ্রুপ সম্পূর্ণ কর। ইসুয়েল বংশের উপরে যে কৰ্মশাসকদিগকে ফিরেীণের অধ্যক্ষের রাখিয়াছিল, তাহারাও প্ৰহারিত হইল, ও এই কথা জিজ্ঞাসিক্ত হইল, তোমরা পূৰ্ব্বের ন্যায় ইষ্টক গঠন বিষয়ে নিরূপিত কর্ম কেন নিত্য ২ সম্পূর্ণ করাও না ? তাহাতে ইস্রায়েল বংশের অধ্যক্ষেরা আসিয়া o o o > * [৬ অব্য ; ৩] যা ৩ ; ১৫ –[৪-৮] অ’ ১৫ ; ৭-২১ ৷৷ > () এই মনুষ্যদের ওপরে আর ভারি কৰ্ম্ম হওক । T ফিরেীণের নিকটে চেচাইয়া কহিল, তুমি কেন আপন দাসদের সহিত এমত ব্যবহার করিতেছ? কেহ তোমার দাসদিগকে পলাল দেয় না, তথাপি তাহার কহে, ইষ্টক নির্মাণ কর ; এবং তোমার দাসের প্ৰহারিত হয়, কিন্তু তোমার লোকদের দোষ। তাহাতে সে কহিল, তোমরা অলস, তোমরা অলস, এই জন্যে বল, পরমেশ্বরের উদ্দেশে হোম করিতে আমাদিগকে যাইতে দেও। এখন যাও, কর্ম কর, তোমাদিগকে পলাল দত্ত হইবে না ; তথাপি তোমাদের ইষ্টকের সম্পূর্ণ সংখ্যা দিতে হইবে। তাহাতে তোমাদের দিবসিক নিরূপিত ইষ্টকের কিছু নূ্যন হইবে না, ইহা কহিলে ইসুয়েল বংশের অধ্যক্ষেরা দেখিল, আপনারা অতি দুৰ্দ্দশাতে পড়িলাম। পরে তাহারা ফিরেীণের নিকটহইতে নিগত হইয়। পথে আপনাদের সম্মুখে মূসার ও হারোণের সাক্ষা পাইল। তখন তাহারা তাহাদিগকে কহিল, পরমেশ্বর তোমাদের প্রতি দৃষ্টি করিয়া বিচার করুণ,কেননা তোমর ফিরেীণের ও তাহার দাসগণের সাক্ষাতে আমাদিগকে দুগন্ধ স্বরূপ করিয়া মারিতে তাহাদের হস্তে খড়গ দিলা । পরে মূসা পরমেশ্বরের কাছে ফিরিয়া গিয়া তাহাকে কহিল, হে প্রভো, তুমি এই লোকদিগের অমঙ্গল কেন করিলা ? ও অামাকে কেন পাঠাইলা ? যদবধি আমি তোমার নামে ফিরেীণের কাছে কহিতে আইলাম, তাবৎ সে এই লোকদিগের অমঙ্গল করিতেছে, এবং তুমি আপন লোকদের কিছু $ উদ্ধার করিলা না। ২৩ অধ্যায় । ১ মূসার নিকটে ঈশ্বরের পুনশ প্রতিজ্ঞ করণ, ১ ০ ও ক্রিরেীণের নিকটে মূসাকে পুেরণ, ১৪ ও রুবেন ও শিযিয়েশনের বংশাবলি, ১৬ ও লেবির বংশাবলি, ২৮ ও মূসার পুতি পরযেশরের আজি । পরে পরমেশ্বর মূসাকে কহিলেন, আমি ফিরেীণের প্রতি যাহা করিব, তাহা তুমি এখনই দেখিবা ; সে বাহুবল প্রকাশ করিয়া লোকদিগকে যাইতে দিবে, ও বাহুবল প্রকাশ করিয়া আপন দেশ হইতে তাহাদিগকে দূর করবে। আর ঈশ্বর মূসার সহিত আলাপ করিয়া আরো কহিলেন, আমি যিহোবাঃ, আমি ইব্রাহীমের ও ইসহাকের ও যাকুবের কাছে যিহোবাঃ | নামে বিখ্যাত না হইয়া সৰ্ব্বশক্তিমান ঈশ্বর নামে বিখ্যাত হইলাম। এবং কিনানদেশ অর্থাৎ তাহাদের প্রবাসের দেশ আমি তাহাদিগকে দিব, তাহাদের সহিত এই নিয়ম স্থির করিয়াছিলাম। এইক্ষণে মিসুিদের কাছে দাসতেল নিযুক্ত ইস্রায়েল বংশের কতিরোক্তি শুনিয়া আপনার সেই নিয়ম স্মরণ করিলাম । S BBBS BS BS BS BB BB S000 LLSS BS BS BS LS LS KS LSgS BS ee S gg (ইদ্র) দিনেতে দিনের কৰ্ম্ম (ইবু) আযাদের গন্ধ দুৰ্গন্ধ t § () শুদ্ধার করিয়া | (ব) পরমেশ্বর। ○○