পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৬৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ অধ্যায়।] > o > R se না ইসুয়েল বখশ ও যিহুদা বখশ আমাকে ক্রুদ্ধ করণার্থে বালের কাছে ধূপ জালাইয়া আপনাদের বিরুদ্ধে যে পাপ করিয়াছে, তাহার নিমিত্তে তোমার স্থাপনকারি * সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর তোমার বিরুদ্ধে এই সকল অমঙ্গল কহিতেছেন। হে পরমেশ্বর, তুমি আমাকে ডান দিলে আমি বুঝিলাম ; তুমি তাহদের কর্ম আমাকে জানাইলা । কিন্তু আমি বধার্থে আনীত এক অহিংসক মেষশাবকের ন্যায় ছিলাম, এবং " আইস, আমরা সফল বৃক্ষ বিনষ্ট করি, এবং তাহার নাম যেন আর কেহ স্মরণ না করে,এই জন্যে তাহাকে জীবৎ লোকদের দেশহইতে ছেদন করিয়া ফেলি, তাহারা যে আমার বিরুদ্ধে এ পরামর্শ করিয়াছিল, তাহা অামি জানিতে পারলাম না। কিন্তু হে ধর্মবিচারকারি এবং মনের ও অন্তঃকরণের পরীক্ষক সৈন্যাধ্যক্ষ প্রভো পরমেশ্বর, তুমি তাহাদের প্রতি আপন দণ্ড আমাকে দেখাও, আমি তোমার কাছে আপন বিবাদ কথা প্রকাশ করি । ‘তুমি যেন আমাদের হস্তে হত না হও, এই নিমিত্তে পরমেশ্বরের নামে ভবিষ্যদ্বাক্য কহিও না, এই কথা কহিয়া তোমার প্রাণ বিনষ্ট করিতে চেষ্টাকারি যে অনাথোতের লোক,তাহদের প্রতি পরমেশ্বর এই কথা কহেন, দেখ, আমি তাহাদিগকে শাস্তি দিব ; তাহাদের যুবগণ খড়গদ্বারা প্রাণত্যাগ করবে,ও তাহদের কন্যা পুত্ৰগণ দুভিক্ষদ্বারা প্রাণ ত্যাগ করিবে ; তাহাদের অবশিষ্ট কেহ থাকিবে না, আমি অনাথোতের লোকদের বিপদ ও তাঁহাদের দণ্ডপ্রাপ্তির সময় উপস্থিত করিব, সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর এই কথা কহেন। ১২ অধ্যায়। ১ ঈশ্বরের পুতি মিরিযিয়ের কাকূতি ৫ ও তাছার প্রতি তাহর ভূ তাদের কপট ৭ ও মিহদিদের ও পাটনের কয়। ১৫ ও যন পরিবর্তকদের পুতি দয়। হে পরমেশ্বর,তোমার বিষয়ে 1 বিচার করিতে গেলে তুমি যথার্থ ; তথাপি আমি দণ্ডের বিষয়ে কিছু জিজ্ঞাসা করিতে চাহি । দুষ্ট লোক পাপাচরণদ্বারাতেও কেন কৃতকাৰ্য হয়? ও তাবৎ কপটি লোক কেন সুখে থাকে? তুমি তাহাদিগকে রোপণ করিলে তাহারা বদ্ধমূল হয়, ও বৃদ্ধি পাইয়া ফলবান হয় ; তাহার তোমাকে মুখে স্বীকার করে বটে, কিন্তু অন্তঃকরণে অস্বীকার করে । হে পরমেশ্বর, তুমি আমাকে দেখিয়া জ্ঞাত আছি, এবং তোমার প্রতি অামার ফিরিমিয়। ১৭ করিলেন, ও তাহার শাখা সকল বিনষ্ট হইল। কেন মন কেমন,তাহার পরীক্ষা লইয়াছ ; তুমি তাহাদিগকে বধাথক মেষের ন্যায় আনয়ন করিব, ও বধের দিনের জন্যে তাহাদিগকে প্রস্তুত রাখিবা । দেশ আর কত কাল শোক করিবে ? ও তাবৎ ক্ষেত্রের তৃণ কত কাল শুষক থাকিবে ? নিবাসিদের দুষ্টতাদ্বারা পস্ত ও পক্ষি সকল ক্ষয় পায় ; তথাপি লোক বলে, সে অামাদের শেষগতি দেখিবে না। তুমি পদাতিকদের সহিত ধাবমান হইতে গেলে যদি ক্লান্ত হইতেছ,তবে অশ্বগণের সহিত কি প্রকারে ধাৰমান হইবা ? এবং যদ্যপি শান্তির দেশেতে সাহসী হওঁ,তথাপি যন্দন নদী উথলিলে | কি করিব ? তোমার ভাতৃগণ ও পিতৃবংশীয়েরা তোমাকে প্রবঞ্চন করিতেছে, ও তোমার পশ্চাৎ উচ্চৈঃস্বরে ডাকিতেছে ; অতএব তাহারা তোমার প্রতি প্রিয় কথা কহিলেও তাহাদের কথাতে প্রত্যয় করি ও না । অামি আপন বাটী ত্যাগ করিব, ও অাপন অধিকার ছাড়িয়া দিব, ও আপিন প্রাণপ্রিয়তমকে শত্ৰুগণের হন্তে সমপণ করিব। আমার পক্ষে আমার অধিকার অরণ্যস্ত সিংহতুল্য হইয়া আমার বিরুদ্ধে হুঙ্কার করে,এ কারণ আমি তাহ ঘূণা করি। আমার প্রতি আমার অধিকার দুরন্তু বৃকব্যান্ত্রের ন্যায় হয় ; অতএব হে চতুৰ্দ্দিগস্থিত দুরন্ত পক্ষিগণ, তাহাতে অাইস, ও বন পশুগণকে একত্র করিয়া ভোজন করাইতে আন। অনেক রক্ষক আমার দ্রাক্ষাক্ষেত্র বিনষ্ট ১করে, ও আমার উত্তম অধিকার পদতলে দলিত করে, ও আমার রম্য স্থান উচ্ছিন্ন করে। তাহারা তাহ ১১ উচ্ছিন্ন করে, ও তাহা উচ্ছিন্ন হইয়া আমার কাছে বিলাপ করে ; তাবৎ দেশ উচ্ছিন্ন হইলে ও তাহার নিমিন্তে কেহ মনোযোগ করে না। লুটকারিগণ প্রান্ত- ১২ রের তাবৎ উচ্চস্থানে আসিবে,যেহেতুক পরমেশ্বরের খড়গ দেশের আদিসীমাবধি শেষসীম পর্যন্ত সকলি উচ্ছিন্ন করিবে ; তাহাতে কোন প্রাণির মঙ্গল হইবে না। তাহারা গোম বপন করিয়া কণ্টকরূপ শস্য ১৩ ছেদন করিবে, এবং অনেক ক্লেশ পাইয়াও কিছু লাভ করিতে পারিবে না ; পরমেশ্বরের প্রজবলিত ক্রোধরােপ শস্য পাইয়া লজ্জিত হইবে । অামি তা- ১ ৪ পন ইস্রায়েল লোককে যে অধিকার দিয়াছি, তাহ বিনষ্টকারি অামার দুষ্ট প্রতিবাসিগণের বিরুদ্ধে পরমেশ্বর এই কথা কহেন, দেখ, আমি তাহাদের দেশহইতে তাহাদিগকে উৎপাটন করিব, এবx তাহাদের মধ্যহইতে যিহুদার বংশকেও উৎপাটন করিব । SLLS BBB BS BSS SBSBBSBS SLL [ ১২ অধ্য ; ১,২] যুব ২ ১ ; ৭-১২ ৷ शी ७१ । १० ।-[२] যিশ ২১ ; ২৩ –[৩] ধির ১ ১ : ১১, १० ॥-[१] * ० ० ।। SS S BB BSBBS LS BBB SBB BBSS S BBB S BBB S BB S00 [* २] = * 11-[* १,२०] ईघु • • •-• । fद ७० ; ०ll BBBSBBBBBBBBSBBBBBSBBBBB BBBBBB BB BBBB BB BBB BB BBBSBBSBBB BBB BBB BBBS ৩৭৭ So