পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫২৩ ৬ অতএব ইস্রায়েল বংশকে কহ, আমি পরমেশ্বর, মিসুিদের ভার বহন হইতে তোমাদিগকে উদ্ধার করিব, ও দাসতৰহইতে তোমাদিগকে মুক্ত করিব, এব^ বিস্তীণ বাহু ও মহাদণ্ডদ্বারা তোমাদিগকে উদ্ধার ৭ করিব। আমি তোমাদিগকে আপন লোক করিয়া তোমাদের ঈশ্বর হইব ; তাঁহাতে আমি যে মিসুিদের ভার বহনহইতে তোমাদের বহিষ্ণকারী প্রভূ ৮ পরমেশ্বর, তাহা জ্ঞাত হইব। আমি ইব্রাহীমকে ও ইসহাককে ও যাকুবকে যে দেশ দিতে দিব্য করিয়াছি *, সেই দেশে তোমাদিগকে লইয়া যাইয়া তোমাদের ১ অধিকার দিব ; যেহেতুক আমিই পরমেশ্বর। পরে মুসা ইস্রায়েল বংশকে তদনুসারে কহিল বটে, কিন্তু তাহারা মনের দুঃখ + ও কঠিন দাসত্ৰ হেতুক মূসার কথাতে মনোযোগ করিল না। পরে পরমেশ্বর মূসাকে কহিলেন, তুমি যাইয়া মিসরের রাজা ফিরেীণকে কহ, তুমি ইস্রায়েল বংশকে ১১ আপন দেশ হইতে বিদায় কর । তাহাতে মুস পরমেশ্বরকে কহিল, দেখ, ইসুয়েল বংশ আমার ১২ কথায় মনোযোগ করিল না; তবে অসফুটবাক যে আমি, আমার কথা ফিরেীণ কি প্রকারে শুনিবে ? ১৩ তখন পরমেশ্বর মূসাকে ও হারোণকে কহিলেন, এবং ইসুয়েল বংশকে মিসরদেশহইতে বাহির করণার্থে মিসরের রাজা ফিরেীণের ও ইস্রায়েল বংশের নিকটে কহিবার জন্যে তাহাদিগকে আজ্ঞা করিলেন। এই সকল লোক আপন ২ পিতৃবংশের প্রধান। ইস্রায়েলের জ্যেষ্ঠ পুত্র রূবেনের সন্তান হনোক ও পল্প ও হিন্ত্রোণ ও কর্মি; ইহার রূবেনের বংশ। এবং শিমিয়োনের পুত্ৰ যিমুয়েল ও যামীন ও ওহদ ও যাখীন ও সোহর ও কিনানীয় স্ত্রীর পুত্র শৌল; ইহারা শিমিয়োনের বখশ । বংশানুসারে লেবির বংশের নাম । গেশোন ও কিহাৎ ও মিরারি; লেবির বয়ঃক্রম একশত সাঁইত্রিশ ১৭ বৎসর ছিল । ও বংশানুসারে গেশোনের সন্তানদের ১৮ নাম লিবনি ও শিমিয়ি। এবং কিহাতের সন্তান অমুম ও বিষহর ও হিন্ত্রোণ ও উষীয়েল ; ঐ কিহাতের ১৯ একশত তেত্রিশ বৎসর বয়স হইয়াছিল। ও মিরারির সন্তান মহলি ও মুশি ; ইহার পুরুষানুসারে লেবির ২• বংশ । এবং অমুম আপন পিষী যেকেবদকে বিবাহ করিলে সে স্ত্রী তাহার ঔরসে হারোণকে ও মূসাকে প্রসব করিল; ঐ অমুমের আয়ু এক শত সাঁইত্রিশ ২১ বৎসর ছিল। ও যিষহরের সন্তান কোরহ ও নেফগ ২২ ও সিথ্রি; এবং উর্ষীয়েলের সন্তান মশায়েল ও У о > 8 o 6: > & Le] অ’ ১৫ ; ১৩, ১৪ it—[৮] অ’ ১৭ ; ১৯, ২১ । ২৬ ; যাত্রাপুস্তক l [৭ অধ্যায় । ইলৗষফিন ও সিফ্রি । এবং হারোণ অষ্মীনাদবের ও কন্যা নহশোনের ভগিনী ইলীশেবাকে বিবাহ করিল ; তাহাতে সে স্ত্রী তাহার নিমিত্তে নাদবকে ও অবহুকে ও ইলিয়াসরকে ও ঈথামরকে প্রসব করিল। এবথ ২ ৪ কোরহের সন্তান অসীর ও ইলকানা ও অবয়াসফ; ইহার কেরহের বংশ। এবং হারোণের পুত্ৰ ইলি ২৫ য়াসর পূটীয়েলের এক কন্যাকে বিবাহ করিলে সে তাহার কারণ পানিহসকে প্রসব করিল; ইহাৱা লেৰীয়দের পূর্বপুরুষদের মধ্যে বংশানুসারে প্রধান ছিল। মিসরদেশহইতে সৈন্যের সহিত ইসুয়েল বংশকে ২৬ অনিয়ন কর, পরমেশ্বর যাহাদিগকে এই আজ্ঞা দিলেন, তাহারা এই হারোণ ও মূসা। এবং যাহারা মিসর ২৭ হইতে ইস্রায়েল বংশকে প্রেরণ করিতে ফিরেীণ রাজাকে আজ্ঞা দিল, তাহারা এই মূসা ও হারোণ। অপর যে দিনে পরমেশ্বর মিসরদেশে মূসাকে কহি ৮ লেন, সেই দিনে এই কথা কহিলেন, আমি পরমেশ্বর, ২৯ তোমাকে যাহা কহি, তাহ মিস্ত্রীয় রাজা ফিরেীণুকে কহ। তাহাতে মূসা পরমেশ্বরের সাক্ষাতে কহিল, - অসপষ্টবাক যে আমি, আমার কথা ফিরেীণ কি প্রকারে শুনিবে ? ৭ অধ্যায় । ১ ফিরেীণের নিকটে যাইতে মূসাকে পরয়েশ্বরের আজ্ঞা দেওন, ৮ ও মষিঃ সপ হওনের বিষয়, ১৪ ও ফিরেীনের নিকটে মূসাকে পুনঃপুেরণ, ১৯ ও অল রক্ত হওনের বিবরণ । عدم অপর পরমেশ্বর মূসাকে কহিলেন, দেখ, আমি ফিরেী - ণের কাছে তোমাকে ঈশ্বর স্বরূপ করিয়া নিযুক্ত করিলাম, ও তোমার ভাত হারোণ তোমার প্রচারক হইবে । অামি তোমাকে যাহা আজ্ঞা করি, সে ই সকল কথা তুমি কহিবা ; এ তোমার ভুতি হারোণ ইসুয়েল বংশকে দেশহইতে পাঠাইয়া দিতে ফিরেীকে কহিবে । কিন্তু আমি ফিরেীণের হৃদয় ৩ কঠিন করিব, এবং মিসরদেশে বাহুল্য রূপে আমার চিহ্ন ও আশ্চৰ্য্য ক্রিয়া করিব ; তথাপি ফিরেীণ তোমাদের কথায় মনোযোগ করবে না। অতএব আমি ৪ মিসরদেশের প্রতি হস্ত বিস্তার করিয়া মহাদণ্ড দিয়া মিসর হইতে আপন সৈন্যদিগকে, অর্থাৎ আপন লোক ইসুয়েল বংশকে বাহির করিব। আমি মিসুিদের ৫ প্রতি আপিন হস্ত বিস্তার করিয়া তাহাদের মধ্যহইতে ইসুয়েল বংশকে বাহির করিয়া আনিলে আমিই যে পরমেশ্বর, তাহ তাহারা জানিবে। পরে মুসা ও ও হারোণ পরমেশ্বরের আজ্ঞানুসারে কর্ম করিল। ৩ । ২৮; ১৩ 11–[৯] আী ৪৫ : ২৬ it—[১২] যা ৪ ; ১০ ৷৷ LLSAAAAAAS B BBS SBBBS BBSBS S BB BSBS S B S S S S SS 0S00 L [**] * >e it—[**** * >e-s: m [৭ অব্য : ১,২] যা ৪ ; ১৫ , ૨ જll-[૭] 8 ; ૨ • 11–[8] ૭ ; ৬ । ।

  • (ইব্র) হস্ত তুলিয়াজি (ব) কষ্ট ।