পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৭০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৪ অধ্যায়।] ২১ অামি এই ভবিষ্যদ্বক্তৃগণকে প্রেরণ না করিলেও তাহার বেগে গমন করিল ; আমি তাহাদিগকে আজ্ঞা ২২ না দিলেও তাহারা ভবিষ্যদ্বাক্য কহিল। তাহার যদি আমার সভাস্থ হইত, তবে আমার লোকদিগকে আমার কথা জ্ঞাত করিত, এবং কুপথ ও তাঁহাদের ক্রিয়ার দুষ্টতাহইতে তাহাদিগকে অবশ্য ফিরাইত। পরমেশ্বর কহেন, আমি কি কেবল নিকটবৰ্ত্তী ২ ৪ ঈশ্বর, দূরবর্তী ঈশ্বর নহিঃ পরমেশ্বর কহেন, আমি দেখিতে পাইব না, এমত গুপ্ত স্থানে কি কেহ লুকাইতে পারে ; পরমেশ্বর কহেন, আমি কি স্বগ ও ২৪ মর্ত্য ব্যাপিয়া থাকি না? * অামি স্বপ্ন দেখিয়াছি, আমি স্বপ্ন দেখিয়াছি, যে ২ ভবিষ্যদ্বক্তা আমার নামে এই মিথ্যা কথা কহে, তাহাদের এই কথা ২৬ আমি শুনি । যাহারা মিথ্যা ভবিষ্যদ্বাক্য কহিয়৷ আপনাদের মনের কাপট্য প্রচার করে ; তাহাদের ২৭ অন্তঃকরণে এই সকল কতকাল থাকিবে ? তাহাদের পূৰ্ব্বপুরুষেরা বালের সেবাদ্বারা যেমন আমাকে বিস্কৃত হইয়াছে, তদ্রুপ প্রত্যেক জন আপন ২ প্রতিবাসির কাছে জ্ঞাপিত অাপন ২ স্বপ্নদ্বারা অামার লোকদিগকে কি আমার নাম বিস্মৃত করিতে ২৮ সচেষ্ট হয় ? যে ভবিষ্যদ্বক্তা স্বপ্ন দেখে, সে অাপন স্বপ্ন প্রকাশ করুক ; ও যে আমার বাক্য পায়, সে যথার্থরূপে আমার বাক্য প্রচার করুক। পরমেশ্বর কহেন, গোমের নিকটে ভূষির মূল্য কি ? পরমেশ্বর কহেন, আমার বাক্য কি অগ্নিস্বরূপ নয়? ও ৩• পাষাণ ভগ্নকারি হাতুড়ির তুল্য নয় ; অতএব পরমেশ্বর কহেন, দেখ, যে ভবিষ্যদ্বক্তা আপন ২ প্রতিবাসিহইতে আমার বাক্য চুরি করে,দেখ,আমি তা১ হাদের বিপক্ষ হই। পরমেশ্বর কহেন,দেখ,যে ভবিষ্যদ্বক্তৃগণ আপন ২ জিহ্বা কোমল * করিয়া কহে, তিনি কহেন, আমি তাহাদের প্রতিকূলে আছি । পরমেশ্বর কহেন, মিথ্যাস্বপ্ন প্রকাশক ও তাঁহা প্রচারকারি, এবং আপনাদের মিথ্যা ও দপকথাতে আমার লোকদিগকে ভান্ত করে যে ভবিষ্যদ্বক্তৃগণ, তাহাদের বিপরীতে অাছি ; পরমেশ্বর কহেন, আমি তাহাদিগকে প্রেরণ করি নাই ও কোন আজ্ঞাই দি নাই ; অতএব তাহার। এই লোকদের কিছু ফলদায়ী হইবে না। যে সময়ে এই লোকের বা কোন ভবিষ্যদ্বক্তা বা কোন যাজক তোমাকে জিজ্ঞাসা করিবে, পরমেস্বরের ভার কি? তখন তুমি তাহাদিগকে বলিব, তাহার ভার এই, পরমেশ্বর কহেন, আমি তোমাদিa গকে ত্যাগ করিব। এবং পরমেশ্বরের ভার, এই

  • *

যিরিমিয়। ఆ - సె কথা যে ভবিষ্যদ্বক্তা ও যাজক ও লোক কহিবে, তাহাকে ও তাহার বxশকে আমি দণ্ড দিব। তোমরা ও* প্রত্যেকজন আপন২ প্রতিবাসিকে ও আপন২ ভাতাকে এই কথা কহিও,পরমেশ্বর কি উত্তর দিলেন ? বা পরমেশ্বর কি কথা কহিলেন ? “পরমেশ্বরের ভার, ও ৬ এই কথা তোমরা আর কহিও না ; কেননা প্রত্যেক জনের এই কথা তাহার ভারস্বরূপ হইবে ; তোমরা অমরেশ্বরের ও আমাদের প্রভু সৈন্যাধ্যক্ষ পরমেশ্বরের অভিপ্রায় ব্যর্থ করিতেছ। তোমরা + ভবিষ্য- ও ৭ দ্বক্তাকে কহিও, পরমেশ্বর তোমাকে কি উত্তর দিলেন ? বা পরমেশ্বর কি কহিলেন ? কিন্তু * পরমেশ্ব- ৩৮ রের ভার, এই কথা তোমাদের কহাতে পরমেশ্বর কহেন, তোমরা পরমেশ্বরের ভার’ এই কথ1 কহিও না, এই আজ্ঞা তোমাদের কাছে প্রেরণ করিলেও তোমরা পরমেশ্বরের ভার কহিতেছ। অতএব পরমেশ্বর কহেন, আমিই তোমাদিগকে ও ৩৯ যে নগর তোমাদের পূর্বপুরুষদিগকে দিয়াছি, এই উভয়কে আপন নিকটহইতে ভারস্বরূপ লইয়া • দূরে নিক্ষেপ করিব, এবং চিরস্থায়ি অপমান ও অবিস্মরণীয় লজ্জা তোমাদিগকে ভোগ করিতে দিব। ২৪ অধ্যায়। ১ ওত্তম ও অবয় ডুমুরালের দৃষ্ণস্ত ও যে লোক বৰ্ণবিল হইতে যিহদতে ফিরিয়া আসিবে সে ওত্তয় জুলুরালেস্বকাপ, এব, যে সিদিকিয় ও অবশিষ্ণ লোক দেশান্তরে জিন্নভিন্ন হইবে তাহারা অবয ভূম্বর ফলস্বরূপ। বাবিল দেশীয় নিবুখদ্বনিৎসর রাজা যিহুদীয় যিহোস্নাকীম রাজের পুত্ৰ যিহোয়াখীনকে ॥ ও যিহুদার অধ্যক্ষগণকে ও সূত্রধর ও কর্মকারদিগকে বিরুশালমহইতে বাবিলে লইয়া গেলে পর পরমেশ্বরের মন্দিরের সম্মুখে নিবেদিত দুই পাত্র ডুম্বুরফল পরমেশ্বর অামাকে দেখাইলেন । তাহার এক পাত্রে ২ প্রথম কালের সুপক্ক অতি উত্তম ফল ছিল, ও অন্য পাত্রে এমত মন্দ ফল ছিল, যে তাহার কুরস প্রযুক্ত ভোজন করা যায় না। তখন পরমেশ্বর আমাকে ৩ জিজ্ঞাসা করিলেন, হে যিরিমিয়,তুমি কি দেখিতেছ? তাহাতে আমি কহিলাম, ডুমুরফল; তাহার উত্তম ফল অতি উত্তম, এবথ তাহার মন্দ ফল এমত মন্দ যে তাহার কুরসপ্রযুক্ত খাওয়া যায় না। পরে পর- ৪ মেশ্বরের এই কথা আমার নিকটে উপস্থিত হইল । ইসুয়েলের প্রভূ পরমেশ্বর এই কথা কহেন, আমি ৫ ষে যিহুদীয় বন্দি লোকদিগকে এই স্থানহইতে কস্দীয় দেশে মঙ্গলার্থে পাঠাইয়াছি, তাহাদিগকে এই উত্তম ভুলুর ফলের ন্যায় গ্রাহ্য করিব ; ও তাহা ও > LLS SBBBSS SBBSSBLSSSBSSS B T T SAS SSAS S BBB S S B S SSASAS SS SS S 0S SS LL SS S LLSSSSAAAASAAAgS BBB SSSSSS SSAAASAAA D S ২ •-২২u–[০১,৪০] হে ৪ যির ২০ ; ১১। S BBBS S D S DDS DDS 00 DBB S BBB S S BB BBSS S S D S SAAAAAS

  • (ক) বিস্তার। I (ইকু তুমি : (ৰ) না মালিয়। (ই মিথনিয়কে।

689