পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৭০৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৯ অধ্যায়।] প্রতারণা করিতে দিও না, এবং তোমরা যে স্বপ্ন৯ দশন কর,তাহার কথা মানিও না । কেননা ভবিষ্যদ্বক্তৃগণ আমার নামে মিথ্যাকথা কহে, পরমেশ্বর কহেন, আমি তাহাদিগকে প্রেরণ করি নাই। পরমেশ্বর এই কথা কহেন, বাবিল নগরে সত্তর বৎসর সম্পূর্ণ হইলে আমি তোমাদের সহিত সাক্ষাৎ করিব, এবং তোমাদিগকে পুনৰ্ব্বার এই স্থানে অনিয়নদ্বারা তোমাদের প্রতি আপন মঙ্গলদায়ক প্রতিজ্ঞা সফল করিব । পরমেশ্বর কহেন, তোমাদের বিষয়ে যাহা নিরূপণ করিয়াছি, তাহ আমি জানি ; সেই নিরূপণ তোমাদের অমঙ্গলের বিষয়ে নয়, কিন্তু তোমাদের শেষকালের ১২ প্রত্যাশাজনক ও মঙ্গলদায়ক হয়। তৎকালে তোমরা অামাকে আহ্বান করিব, এবং আমার কাছে উপস্থিত হইয় প্রার্থনা করিব, তাহাতে আমি তো১ ও মাদের কথা গ্রাহ্য করিব। এবথ তোমরা অামার চেষ্টা করিবা, ও সৰ্ব্বান্তঃকরণের সহিত আমাকে ১৪ অন্বেষণ করিলে * অামার অনুসন্ধান পাইব। পরমেশ্বর কহেন, আমি তোমাদের দ্বারা প্রাপ্ত হইব ; এবং পরমেশ্বর কহেন,অামি তোমাদিগকে বন্দিতত্ৰহইতে মুক্ত করিব, এবং যে দেশীয় লোকদের যে স্থানে তোমাদিগকে ছিন্নভিন্ন করিয়াছিলাম, সেই সকল স্থানহইতে তোমাদিগকে সংগ্ৰহ করিব ; এবং ষে স্থানহইতে তোমাদিগকে দূর করিয়াছিলাম, সেই স্থানে তোমাদিগকে পুনৰ্ব্বার আনিব । পরমেশ্বর আমাদের নিমিত্তে বাৰিলেও ভবিষ্যদ্বক্তৃগণের উৎপত্তি করিতেছেন, এ কথা তো১৪ মরা কহিতেছ। এই নিমিত্তে দায়ুদের সিংহাসনোপবিষ্ট রাজার বিষয়ে, ও এই নগরবাসি তাবৎ লোকদের বিষয়ে, এবথ তোমাদের সহিত অবন্দি তোমাদের ভাতৃগণের বিষয়ে পরমেশ্বর কথা ১৭ কহেন । সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর এই কথা কহেন, দেখ, আমি তাহীদের প্রতি খড়গ ও দুভিক্ষ ও মহামারী প্রেরণ করিব; এবং যে মন্দ ডুম্বুর ফল অতি কুরস প্রযুক্ত খাওয়া যায় না, তাহার ন্যায় তাহা১৮ দিগকে করিব। পরমেশ্বর কহেন,আমি যতনপূৰ্ব্বক † আপন দাস ভবিষ্যদ্বক্তৃগণদ্বারা তাহাদের নিকটে যে বাক্য পাঠাইয়াছি, তাহারা তাহ শুনিল না ; পরমেশ্বর কহেন, অামার বাক্যে তাহার1 মনো১৯ যোগ ও করিল না ; এই নিমিত্তে আমি খড়গ ও দুর্ভিক্ষ ও মহামারীদ্বারা তাহাদিগকে নিগ্ৰহ করিব } এবং পৃথিবীর তাবৎ রাজ্যে তাহাদিগকে দুঃখে সমপণ করিব ; তাহাতে আমি ষে ২ দেশে তাহাদি > * > * যিরিমিয়। ని షా & গকে দূর করিব, সেই ২ স্থানে তাহার অভিশাপ ও বিস্ময় ও ধিক্কার ও নিন্দ গুস্ত হইবে। অতএব ং ঃ হে যিরশালমহইতে মৎপ্রেরিত বন্দি লোক সকল, তোমরা পরমেশ্বরের কথায় মনোযোগ কর। ‘কোলায়ের পুত্র যে আহাব ও মাসেয়ের পুত্র যে ২১ সিদিকিয় তোমাদের কাছে আমার নামে মিথ্য। ভবিষ্যদ্বাক্য কহে, তাহীদের বিষয়ে ইস্রায়েলের প্রভু সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর এই কথা কহেন, দেখ, আমি বাবিল নগরের নিবুখদনিৎসর রাজার হস্তে তাহাদিগকে সমপণ করিব ; তাহাতে সে তোমাদের সাক্ষাতে তাহাদিগকে বধ করিবে। এবং বাবিলে স্থিত যিহুদিয় তাবৎ বন্দিলোকের মধ্যে এই অভিশাপের এই দৃষ্টান্ত কথা হইবে, “ বাবিলের রাজা যে সিদিকিয়কে ও অাহাবকে অগ্নিতে দগ্ধ করিল, তাহাদের ন্যায় পরমেশ্বর তোমাকে করুন।” কেননা তাহারা ইসুয়েল বংশের মধ্যে কুক্রিয় করিয়াছে, ও আপনাদের প্রতিবাসিনীর সহিত পরদার করিয়াছে, এবং আমি আজ্ঞা না করিলে ও অামার নামে মিথ্যা ভবিষ্যদ্বাক্য কহিয়াছে ; পরমেশ্বর কহেন,তাহা আমি জানি ও তাহার সাক্ষীও আছি ? তদ্ভিন্ন নিহিলামীয় শিময়িয়কে এই কথা বল, ইসুয়েলের প্রভূ সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর এই কথা কহেন, তুমি বিরুশালমস্থিত লোক সকল ও মাসেয় যাজকের পুত্র সিফনিয় ও অন্যান্য যাজকদের প্রতি আপন নামে এই পত্র প্রেরণ করিয়াছ। ‘যদি কেহ উন্মত্ত হইয়া আপনাকে ভবিষ্যদ্বক্তা করিয়া মানে, তবে তাহাকে কারাগারে ও সঙ্কীর্ণ স্থানে বদ্ধ করণার্থে পরমেশ্বরের মন্দিরে রক্ষক হইবার জন্যে যিহোয়াদ যাজকের পরিবত্ত্বে পরমেশ্বর তোমাকে যাজকপদে নিযুক্ত করিয়াছেন। অতএব তোমার কাছে ভবিষ্যদ্বক্তৃত্ব অভিমান করে যে অনাথোতীয় যিরিমিয়, তাহাকে তুমি কেন অনুয়োগ কর নাই ? “এই দেশে অনেক কাল তোমাদের বাস করিতে হইবে, আতএব বাটী নির্মাণ করিয়া তাহাতে বাস কর, এবং উপবন রোপণ করিয়া তাহার ফলভোগ কর,” এই বিবরণ লিখিত পত্র সে বাবিলে আমাদের নিকটে প্রেরণ করিয়াছে।” সিফনিয় যাজক যিরিমিয় ভবিষ্যদ্বক্তার কর্ণগোচরে এই পত্র পাঠ করিল। পরে পরমেশ্বর যিরিমিয়কে কহিলেন, তুমি বন্দি লোকদের কাছে এই কথা প্রেরণ কর, পরমেশ্বর নিহিলামীয় শিময়িয়ের বিষয়ে এই কথা কহেন, আমি শিময়িয়কে প্রেরণ না করিলেও সে তোমাদের কাছে ভবিষ্যদ্বাক্য কহিয়া মিথ্যাকথাতে [১০- ১৪] যির ২৪ ; ৪-৭ । লে ২৬ ; ৩৯-৪৫ দ্বি ও০; ১-১ • ।—[১০] যির ২৭ , ১ ২ । দী ১ ; ২ । ২ ব* • ২০-২৩। ইষ্ণু ; AAAAAA SAAAAAS BB DAAA SASS SSSSSS BBS LS BBB BBS SS যির ২৪ ; ১,২ н-[«»)“ е и ۹il د - » د و بهه ۰ - ۰ ه] SBS BBBBB SBBeeBB BBB SBBS BBB BBBBBB BBB BBBBB BBBS 695