পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৭১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| _ے ہے - - ফিরিমিয় । ৩৫ অধ্যায় ] সমপণ করিব ; তাহাতে তাহাদের শব অাকাশের পক্ষিগণের ও পৃথিবীর পশুদের খাদ্য হইবে। ২১ এবং যিহুদার সিদিকিয় রাজাকে ও তাহার অধ্যক্ষগণকে তাহাদের শজুগণের ও তাহাদের প্রাণহরণেছুক লোকদের ও তোমাদের নিকটহইতে গত বাবিলের রাজসৈন্যদের হস্তে সমপণ করিব । ২২ পরমেশ্বর কহেন, দেখ, আমি আজ্ঞাদ্বারা তাহাদিগকে পুনৰ্ব্বার এই নগরে আনাইলে তাহার এই নগরের বিরুদ্ধে যুদ্ধ করিয়া তাহা হস্তগত করিবে, ও অগ্নিদ্বারা দগ্ধ করিবে ; তদভিন্ন আমি যিহুদার নগর সকল উচ্ছিন্ন ও নরশূন্য করিব। ৩৫ অধ্যায় । ১ রেথীয়দের আপিন পূৰ্বপুরুষের অজ্ঞা পালন ১২ ও যিস্থদার ঈশ্বরের আজ্ঞালদুন ১৮ ও পূৰ্বপুরুষের আজ্ঞা পালন প্রযুক্ত রেথীয়দের পুতি ঈশ্বরের আশীৰ্বাদ । যিহুদা দেশীয় রাজযোশিয়ের পুত্ৰ যিহোয়ার্কমের অধিকার সময়ে পরমেশ্বরের এই কথা ফিরিমিয়ের ২ নিকটে উপস্থিত হইল, তুমি রেখধীয়দের বংশের নিকটে গিয় তাহাদের সহিত আলাপ কর, এবং পরমেশ্বরের মন্দিরের এক কুঠরীতে তাহাদিগকে ও অনিয়া দ্রাক্ষারস পান করিতে দেও। তখন আমি হবৎসিনিরের পৌত্র ফিরিমিয়ের পুত্র যাসিনিয় ও তাহার ভাতৃগণ ও তাহার পুত্র প্রভৃতি রেখবীয়দের সমস্ত বংশকে সঙ্গে লইয়া পরমেশ্বরের মন্দিরে স্থিত শঙ্কুমের পুত্র মাসেয় দ্বারপালের কুঠরীর উপরিস্থ ও অধ্যক্ষগণের কুঠরীর পাশ্বস্থ ঈশ্বরের সেবক যিগদলিয়ের পুত্ৰ হাননের পুত্রদের কুঠরীতে গমন করিলাম। পরে ঘট ও পাত্র দ্রাক্ষারসেতে পূর্ণ করিয়া রেখবীয় বংশদের সম্মুখে রাখিয়া তাহাদিগকে কহিলাম, তোমরা দ্রাক্ষারস • পান কর । কিন্তু তাহারা কহিল, আমরা দ্রাক্ষারস পান করিব না, কেননা আমাদের পূৰ্ব্বপুরুষ রেখবের পুত্ৰ যিহোনাদব আমাদিগকে এই আজ্ঞা দিয়াছেন,তোমরা ও তোমাদের বংশ কেহ কখনো দ্রাক্ষারস পান করিও না । এবং যে কোন বিদেশভূমিতে থাক, সেই স্থানে তোমাদের বাস বহুকাল স্থায়ী হইবার জন্যে বাটী নির্মাণ ও বীজ বপন ও দ্রাক্ষাক্ষেত্র রোপণ এবং তাহার অধিকার না করিয়া ৮ যাবজ্জীবন তাম্বুতে বাস কর । অতএব আমাদের পূৰ্ব্বপুরুষ রেখবের পুত্র যে যিহোনাদব আমাদিগকে ও আমাদের স্ত্রী ও পুত্র ও কন্যাগণকে যাবজ্জীবন দ্রাক্ষারস পান ও বাস করণার্থে বাটী নির্মাণ ও দ্রাক্ষাক্ষেত্র ও শস্যক্ষেত্র ও বীজ ইত্যাদির ৭০৩ অধিকার না করিতে অডিা দিয়াছেন, আমরা তাহার আজ্ঞা পালন করিয়া থাকি। এবং অামাদের পূৰ্ব্বপুরুষ যিহোনাদব যেমত আজ্ঞা করিল, আমরা তাম্বুতে বাস করিয়া তদনুসারে কর্ম করিয়া তাহা পালন করিয়া থাকি। কিন্তু যে সময়ে বাবিলের রাজা নিবুখদৃনিৎসর এই দেশে আইল, তৎকালে আমরা কহিলাম, আইস, আমরা কসদীয় ও অরামীয়দের সৈন্যের ভয়েতে যিরশালমে প্রবেশ করি ; এই প্রযুক্ত আমরা যিরশালমে বাস করিতেছি । পরে পরমেশ্বরের কথা যিরিমিয়ের নিকটে উপস্থিত হইল, ইসুয়েলের প্রভু সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর এই কথা কহেন,তুমি গিয়া যিহুদার লোকদিগকে ও ঘিরুশালম নিবাসিদিগকে এই কথা বল, পরমেশ্বর কহেন,তোমরা কি আমার কথাতে মনোযোগ করিয়া আমার এই উপদেশ গ্রহণ করিব না? রেখবের পুত্ৰ যিহোনাদব আপন সন্তানদিগকে দ্রাক্ষারস পান করিতে নিষেধ করিলে তাহার। তাহার বাক্য পালন করিল ; তাহারা অদ্য পর্যন্ত তাহার কিছু পান না করিয়া আপন পূৰ্ব্বপুরুষের অজ্ঞা পালন করিতেছে ; কিন্তু আমি যতনপূৰ্ব্বক* তোমাদিগকে নান উপদেশ করিয়াছি, তথাপি তোমরা অামার কথাতে মনোযোগ কর নাই। “তোমরা আপন ২ কুপথহইতে ফিরিয়া আপন ২ আচার ব্যবহার শুদ্ধ কর, এব^ পরকীয় দেবগণের সেবা করিয়া তাহাদের পশ্চাদৃগামী হইও না, তাহা হইলে আমি তোমাদিগকে ও তোমাদের পূৰ্ব্বপুরুষদিগকে যে দেশ দিয়াছি, তাহাতে তোমরা বাস করিব,” এই কথা প্রচার করাইতে যতনপূৰ্ব্বক * আপন সেবক ভবিষ্যদ্বক্তৃগণকে তোমাদের নিকটে প্রেরণ করিয়াছি ; কিন্তু তোমরা তাহা শুনিতে কৰ্ণ দেও নাই, ও তাহাতে মনোযোগও কর নাই। দেখ, রেখবের পুত্ৰ যিহোনাদব যেমত আজ্ঞা করিল, তাহার সন্তানেরা তাহাই পালন করিতেছে, কিন্তু এই লোকের অামার কথায় মনোযোগ করে নাই। এই নিমিত্তে ইস্রায়েলের প্রভু সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর এই কথা কহেন, দেখ, আমি যিহুদী ও যিরশালম নিবাসিদিগকে কহিলেও তাহারা শুনে নাই, এবখ তাহাদিগকে আহ্বান করিলেও তাহার উত্তর দেয় নাই, অতএব আমি তাহাদের বিপরীতে যে অমঙ্গল করিতে মনস্থ করিয়াছি, তাহাদের প্রতি তাহার ঘটনা করিব । পরে বিরিমিয় রেখবীয় বংশকে এই কথা কহিল, ইস্রায়েলের প্রভু সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর এই কথা কহেন,তোমরা আপনাদের পূৰ্ব্বপুরুষ যিহো o > o اهد - » و ۹ ه lfEsه ه و ده f-- اام و s = [ ده] S BBSBBS BB DS 0 S LS0SS0S S B S S S SS SSSJ S0S SDSS 00S0 SS BBB LS SSDDSS ** 3 8 । যির ৭ ; ১৩-১৫ । 本 (ইতু পুসুমে গুটিয়া । 703