পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৭১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৭ অধ্যায়।] ২ . কর্ণগোচরে তাহ পাঠ করিল। ঐ সময়ে রাজা নবম মাসে শীতকালের গৃহে উপবিষ্ট ছিল ; তাহার ২৩ সম্মুখে এক চুলাতে জবলন্ত অঙ্গার ছিল। পরে যিহুদী তিন চারি পৃষ্ঠা পাঠ করিলে রাজা লেখকের ছুরিকাদ্বারা ঐ পত্র খণ্ড ২ করিয়া ঐ চুলাস্থিত অগ্নিতে নিক্ষেপ করিয়া সেই ছলাস্থিত অগ্নিদ্বারা তাবৎ ২ । পুস্তক দগ্ধ করিল। কিন্ড রাজা ও তাহার মন্ত্রিগণ ঐ সকল কথা শুনিয়া কেহ ভীত হইল না ও ২৪ আপন ২ বস্ত্র চিরিল না। যদ্যপি ইলনাথন ও দিলায় ও গিমরিয় ঐ পত্র দগ্ধ না করিতে রাজাকে ২৪ বিনয় করিয়াছিল, তথাপি সে মানিল না। এবং রাজা বান্ধক লেখককে ও যিরিমিয়কে ধরিতে হম্মেলকের * পুত্ৰ যিরহমেলকে ও অস্ত্ৰীয়েলের পুত্র সিরায়কে ও অব্দীয়েলের পুত্র শেলিমিয়কে আজ্ঞা করিল, কিন্তু পরমেশ্বর তাহাদিগকে লুককায়িত করিলেন। ২৭ রাজা যিরিমিয়ের প্রমুখ্যৎ বারুকের লিখিত পত্র দগ্ধ করিলে পর পরমেশ্বর যিরিমিয়কে কহিলেন, ২৮ তুমি পুনৰ্ব্বার অার এক পত্র লইয়া যিহুদার রাজা যিহোয়াকীমকর্তৃক দগ্ধ সেই প্রথম পুস্তকেতে যা২৯ হ1২ লিখিত ছিল, সে সকল তন্মধ্যে লিখ। এবথ যিহদার রাজা যিহোয়াকীমের বিষয়ে বল, পরমে| ਖੋ কথা কহেন, বাবিলের রাজা আসিয়া এই দেশকে অবশ্য বিনষ্ট করিবে, এবং পশু ও নরশুন্য করিবে, এমত কথা এই পত্রে কেন লিখিয়াছ ? 3. ইহা বলিয়া তুমি সেই পত্র দগ্ধ করিয়াছ। অতএব যিহুদার রাজা যিহোয়াকীমের বিষয়ে পরমেশ্বর এই কথা কহেন, দায়ু রাজার সিংহাসনে উপবেশন করিতে তাহার বইশে কেহ থাকিবে না, এবং তাহার শব দিবাতে রৌদ্রে ও রজনীতে s৯ হিমে নিক্ষিপ্ত হইয়া পতিত থাকিবে। এবং আমি তাহাদের অধৰ্ম প্রযুক্ত তাহাকে ও তাহার বৎশকে ও তাহার মন্ত্রিগণকে শাস্তি দিব, এবং তাহাদের প্রতি এবং ষিরুশালম ও যিহুদানিবাসি লোকদের প্রতি যে সকল অমঙ্গল করিতে প্রতিজ্ঞা করিয়াছি, তাহা তাহারা শুনে নাই; কিন্তু তাহাদের প্রতি সেই সকল অমঙ্গল ঘটাইব । তাহাতে ফিরিমিয় আর এক পত্র লইয়া নেরিয়ের পুত্র লেখক বারুককে দিলে যিহদার রাজা যিহোয়াকীম যে পত্র দগ্ধ করিয়াছিল, তাহার সমন্ত কথা পুনৰ্ব্বার যিরিমিয়ের প্রমুখা শুনিয়া লিখিল ; তদ্ধিান আর ঐ প্রকার অনেক ২ কথাও তাহাতে লিখিত হইল ।

  • Ð R.

ফিরিমিয়। ৩৭ অধ্যায়। ১ কমৃদীয় লোক যিরশালস্থ হইতে গেলে পর ঈশ্বরের কাজে পূর্থিনা করিতে মিয়িযিয়ের পুতি সিদিকিয়ের নিৱেদন ৫ ও কন্দ্রীয়দের ফিরন ও যিকুশলয় জয় করণে ফিরিযিয়ের ভবিষ্যদ্বণক্য ১১ ও তৎপুযুক্ত যিরিযিয়ের কারাগারে বদ্ধ হওন ১৬ ও রাজার সহিত ঘিরিযিয়ের কথোপকথন ও নিবেদন । বাবিলের রাজা নিবুখদুনিৎসর কর্তৃক যিহুদা দেশে রাজ্যাভিষিক্ত ঘোশিয়ের পুত্র যে সিদিকিয় যিহোয়াকীমের পুত্ৰ যিহোয়ার্থীনের পদে রাজ্য করিতে লাগিল, সে ও তাহার মন্ত্রিগণ ও দেশীয় লোক যিরিমিয় ভবিষ্যদ্বক্তার উক্ত পরমেশ্বরের কথাতে কেহই মনোযোগ করিল না। পরে ‘তুমি আমাদের নিমিত্তে এখন আমাদের প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থন কর, এই কথা কহিতে সিদিকিয় রাজা শেলিমিয়ের পুত্ৰ যিহুখলকে ও মাসেয় যাজকের পুত্ৰ সিফনিয়কে যিরিমিয় ভবিষ্যদ্বক্তার নিকটে প্রেরণ করিল। ষিরিমিয় তখনও লোকদের কাছে গতায়াত করিক্ত, কারণ সে তৎকালে কারাগারে বদ্ধ ছিল না।

  • ফিরেীণ রাজার সৈন্য মিসরদেশহইতে আসিতেছে, যিরশালম অবরোধকারী কস্দীয়ের এই সমাচার পাইয়া যিরশালমহইতে প্রস্থান করিল। তখন পরমেশ্বর যিরিমিয় ভবিষ্যদ্বক্তাকে কহিলেন, ইসুায়েলের প্রভু সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর এই কথা কহেন, আমার নিকটে জিজ্ঞাসা করিতে তোমাদিগকে পাঠাইয়াছে যে যিহুদীয় রাজা, তাহাকে এই কথা বল, দেখ, তোমাদের উপকারার্থে আগামি ফিরেীণ রাজার সৈন্যগণ আপন মিসরদেশে ফিরিয়া যাইবে ; তাহাতে কমৃদ্ৰীয়েরা পুনৰ্ব্বার আসিবে, ও এই নগরের বিরুদ্ধে যুদ্ধ করিয়া তাহা হস্তগত করণ পূৰ্ব্বক অগ্নিতে দগ্ধ করবে। পরমেশ্বর আরো কহেন, ‘কস্দীয়েরা অামাদের নিকটহইতে অবশ্য প্রস্থান করিবে, এই কথা বলিয়া আপনাদিগকে ভুলাইও না ; তাহার কোন প্রকারে প্রস্থান করিবে ন। কেননা তোমাদের সহিত যুদ্ধকারি কসদীয়দের তাবৎ সৈন্য যদ্যপি তোমাদের দ্বারা বিনষ্ট হয়, কেবল খড়গবিদ্ধ লোক অবশিষ্ট থাকে, তবে তাহারাই আপনাদের তাম্বুতে উঠিয়া এই নগর দগ্ধ করিবে ।

যে সময়ে কসদীয়দের সৈন্য ফিরেীণ রাজার সৈন্যের ভয়ে যিরশালমহইতে প্রস্থান করিল,তৎকা লে যিরিমিয় লোকদের মধ্যে আপন অধিকারের উপস্বত্র গ্রহণ করিতে বিনয়ামীনের প্রদেশে যাইতে যিার ২ ২ ; ১৮, ১১,২৪ -৩ ৷৷ [۰ ه]-1) د د ; ه * 1چ ه [s ه] SAB BBBS S0 S S 0S0 S00S00S SBBBS BBS BBS BBS BBSBBS BB BBS

  • , * 11–ss] * > * :

LLS0 AAAAA 0 AAAA S BBB S BBB S BSBS S B S S S S S

  • (স্বা) রাজার।

705 H OA 3 R.