পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৭২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ আগমন করিল। তাহাতে শাফনের পৌত্র অহীকামের পুত্র গিদলিয় তাহাদের কাছে শপথ করিয়া কহিল, তোমরা কমৃদীয়দের সেবা করিতে ভয় করিও না, দেশে বাস করিয়া বাবিলের রাজার ১° সেবা কর, তাহাতে তোমাদের মঙ্গল হইবে । দেখ, যে২ কমৃদীয় লোক এখানে আসিবে, তাহীদের সেব করণাথে আমি এই মিসপ নগরে বাস করিব, কিন্তু তোমরা দ্রাক্ষারস ও গ্রীষমকালের ফল ও তৈল সঞ্চয় করিয়া পাত্রে রাখ, এবং যে ২ নগর তো১ ১ মাদের হস্তগত অাছে, তাহাতে বাস কর। অপর মোয়াবে ও অন্মোনীয় সন্তানদের মধ্যে ও ইদোমে ও অন্যান্য স্থানে পলায়িত যিহুদি লোকেরা এই সম্বাদ, অর্থাৎ বাবিলের রাজা কতক যিহুদি লোককে অবশিষ্ট রাখিয়া শাফনের পৌত্র অহীকামের পুত্র গিদলিয়কে তাহাদের উপরে কর্তৃক্তত্ব ১২ করিতে নিযুক্ত করিয়াছে, এই সমাচার পাইয়। যিহুদি সকল যে যে স্থানে ছিল, সেই ২ স্থানহইতে ফিরিয়া আইল ; এবং যিহুদা দেশের মিসপা নগরে গিদলিয়ের নিকটে গিয়া প্রচুর দ্রাক্ষারস ও গ্রীমকালের ফল সঞ্চয় করিল। পৌত্র নিথনিয়ের পুত্র ইসমায়েল রাজাধ্যক্ষ দশ জনকে সঙ্গে লইয়া মিস্পা নগরে অহীকামের পুত্ৰ গিদলিয়ের নিকটে আইলে তাহারা ঐ মিসপ। নগরে একত্র ভোজন করিল। তাহাতে নিথনিয়ের পুত্র ইসমায়েল ও তাহার সঙ্গি দশ জন উঠিয়া বাবিল রাজকর্তৃক নিযুক্ত দেশাধ্যক্ষ শাফনের পৌত্র অহীকামের পুত্র গিদলিয়কে খড়গাঘাতে বধ করিল। এবং ঐ মিসপা নগরে গিদলিয়ের সঙ্গে যে সকল যিহুদি লোক ছিল, তাহাদিগকে, এবং সে স্থানে যে ২ কসদীয় যোদ্ধাগণ ছিল, তাহাদিগকেও ইসমায়েল বধ করিল। কিন্তু পরদিনে ঐ গিদলিয়ের বধ প্রকাশিত না হইলে শিথিম ও শীলে। ও শোমিরোণহইতে ক্ষেীরস্মশ্র ও ছিন্ন বস্তু আশী জন আপনাদের শরীর কাটিয়া পরমেশ্বরের মন্দিরে উৎসর্গ করণাথে নৈবেদ্য ও ধূপ হস্তুে লইয়া আইল । তাহাতে নিথনিয়ের পুত্র ইস্মায়েল মিসপা নগরের বাহিরে তাহাদের সহিত মিলিতে পথে ক্ৰন্দন করিতে ২ গেল, এবং তাঁহাদের সহিত মিলিলে পর সে তাহাদিগকে কহিল, তোমরা অহাকামের পুত্ৰ গিদলিয়ের কাছে আ ১৩ অপর কারেহের পুত্ৰ যোহানন ও প্রান্তরস্থিত তাৰং সেনাপতি মিলপ নগরে গিদলিয়ের নিকটে। ১• আসিয়া তাহাকে কহিল, অন্মোনীয়দের রাজা । বালীস্ তোমার প্রাণ বিনষ্ট করিতে নিথনিয়ের পুত্র ইস্মায়েলকে প্রেরণ করিয়াছে, তাহা কি তুমি জান ? কিন্তু অহৗকামের পুত্র গিদলিয় তাহীদের কথাতে বিশ্বাস করিল না। পরে কারেহের পুত্র যোহনিন মিসপা নগরে গিদলিয়কে গোপনে কহিল, আমি বিনয় করি, অামাকে যাইতে দেও ; আমি | নিথনিয়ের পুত্র ইসমায়েলকে বধ করিব, তাহা । কেহ জানিতে পারিবে না ; সে কেন তোমাকে । বধ করিবে? ও তোমার নিকটে সংগৃহীত যিহুদিরা কেন ছিন্নভিন্ন হইবে ? ও যিহুদার অবশিষ্ট ১৬ লোকের কেন বিনষ্ট হইবে ? কিন্তু অহৗকামের পুত্র গিদলিয় কারেহের পুত্র মোহাননকে কহিল, তুমি এমত কর্ম করি ও না ; কেননা ইসমায়েলের বিষয়ে তুমি যে কথা কহিতেছ, সে মিথ্যা । ৪১ অধ্যায়। ১ গিদলিয় পুস্তৃতিকে ইস্যায়েলের বই করণ ও অবশিষ্ণ লোককে লইয়ণ আম্মোনীয়দের কাচে যাইতে পুস্থান করণ ১ ম ও করেহের পুত্র যেtহানন তা হtর হস্ত হইতে অবশিষ্ট লোকদিগকে লইয়া কম্বদীয়দের ভয় পুদুঙ্গ মিসরদেশে যাইতে প স্তত করন । ইস। পরে তাহারা নগরের মধ্যে আইলে নিথানয়ের পুত্র ইসমায়েল ও তাহার সঙ্গে লোকেরা তাহাদিগকে বধ করিয়া এক গ হুঁমধ্যে নিক্ষেপ করিল। কিন্তু তাহাদের মধ্যে দশ জন ইসমায়েলকে কহিল, আমাদিগকে বধ করি ও না, ক্ষেত্রে গোম ও যব ও তৈল ও মধুরূপ গুপ্ত ধন আছে ; অতএব ইস্মায়েল তাহদের ভাতৃগণের মধ্যে কেবল তাহাদিগকে বধ না করিয়া ক্ষমা করিল। ইসমায়েল কর্তৃক হন্ত গিদলিয়ের পক্ষ লোকদের শব যে গর্কে নিক্ষিপ্ত হইল, সেই গৰ্ত্ত ই সুয়েলের বাশা রাজের ভয় প্রযুক্ত আসে। রাজ প্রস্তুত করিয়াছিল ; সেই গৰ্ব নিথানয়ের পুত্র ইস্মায়েল শবেতে পরিপূর্ণ করিল। পরে ইসমায়েল মিসপা নগরস্থ অবশিষ্ট লোকদিগকে বিদেশে লইয়। গেল, অর্থাৎ রাজার কন্যাদিগকে ও নিবৃষরদন রক্ষকসেনাপতি যাহাদিগকে অহীকামের পুত্র গিদলিয়ের কাছে সমপণ করিয়াছিল, এমত মিসপাস্থিত অবশিষ্ট লোকদিগকে নিখনিয়ের পুত্র ইসমায়েল বন্দি করিয়া অন্মোনীয় লোকদের কাছে যাইতে প্রস্থান করিল। নিথনিয়ের পুত্র ইস্মায়েল এই ২ কুকর্ম করিয়াছে, ইহা শুনিতে পাইয়া কারেহের পুত্ৰ যোহানন ও তাহার সঙ্গি সেনাপতিগণ লোকদিগকে লইয়া নিথনিয়ের পুত্র ইস্মায়েলের সহিত যুদ্ধ ১ অপর সপ্তম মাসে রাজকীয় বংশের ইলীশামার [১৪] যির করিতে গমন করিল, এবং গিবিরোন নগরস্থিত 8 : ; 2 ° to SB BBBSSSSSS SS0S S BBS BBS BBS BBS BBS S SS 0S0 SLS0S S LSS0S S BB S S0S00S S0S 0S S0S S B S S S SSS L 709 କର୍କୀ. -_... ।