পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৭২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

θΣ ο ফিরিমিয়। ১৩ বৃহৎ জলাশয়ের নিকটে তাহার সঙ্গ ধরিল । তাহাতে ইসমায়েলের বন্দি লোকের কারেহের পুত্ৰ যোহাননকে ও তাহার সঙ্গি সেনাপতিদিগকে ১ ম দেখিয়া অনিন্দিত হইল। পরে ইসমায়েল যে সকল লোকদিগকে মিসপা নগর হইতে লইয়া গিয়াছিল, তাহারা ফিরিয়া কারে হের পুত্ৰ যোহান১• নের নিকটে আইল । কিন্তু নিথনিয়ের পুত্র ইস্মায়েল প্রভৃতি আট জন যোহাননের নিকটহইতে পলায়ন করিয়া আন্মোনীয় লোকদের নিকটে গেল। ১• নিথনিয়ের পুত্র ইস্মায়েল অহঁীকামের পুত্র গিদলিয়কে বধ করিলে পর কারেহের পুত্ৰ যোহানন্‌ ও তাহার সঙ্গি সেনাপতিগণ মিসপ নগরের যে সকল লোককে তাহাহইতে মুক্ত করিয়া আনিয়াছিল, অর্থাৎ যে যোদ্ধা লোক ও স্ত্রী ও বালক ও নপুংসক প্রভৃতি অবশিষ্ট লোকদিগকে গিৰিয়োন নগরে ইসমায়েলহইতে পাইয়াছিল, তাহাদিগকে সঙ্গে লইয়া কসুদীয়দের ভয় প্রযুক্ত মিসরে যাইবার ১৭ জন্যে বৈৎলেহম নগরের নিকটস্থ গেরুৎ-কিমহম্ ১৮ নামক স্থানে বাস করিল। কেননা বাবিলের রাজাকর্তৃক নিরূপিত দেশাধ্যক্ষ অহাকামের পুত্র গিদলিয়কে নিথনিয়ের পুত্র ইস্মায়েল বধ করিয়াছিল, এই জন্যে তাহারা কস্দীয়দের বিষয়ে ভীত হইল । ৪২ অধ্যায়। ১ ঈশ্বরের কাজে পুণর্থনা করিতে ফিরিযিয়ের পুতি যোহtননের নিবেদন ও ঈশ্বরের অডিানুসারে আটঃৰ করিতে স্বীকার করন ৭ ও धिङ्गूंष्ट्रिं থাকিলে মল্ল ল হইবে তাহার কা। ১৩ ও মিসরদেশে যাওনে বিনাশ হইবে ঈশ্বরের এই গুত্তর ১৯ ও কাপট্যের নিমিত্তে তাহণদের প্রতি যিয়িযিয়ের অনুযোগ । ১ অনন্তর সেনাপতিগণ ও কারেহের পুত্র মোহানন ও হোশয়িয়ের পুত্ৰ যাসনিয় ও আবাল বৃদ্ধ সকলে ২ নিকটে আসিয়া যি রিমিয় ভবিষ্যদ্বক্তাকে কহিল, আমরা বিনয় করিয়া কহি,তুমি আমাদের এক প্রাথনা গ্রাহ্য কর ; তুমি আপনার চক্ষুতে আমাদিগকে দেখিতেছ, আমরা অনেকে থাকিলেও এই ক্ষণে ও অতি অলপ অবশিষ্ট আছি। অতএব কোন পথ আমাদের গন্তব্য, ও কি কর্ম আমাদের কৰ্ত্তব্য, তাহা তোমার প্রভু পরমেশ্বর আমাদিগকে যেন জ্ঞাত করেন, এই নিমিত্তে তুমি আমাদের বিষয়ে, অর্থাৎ এই অবশিষ্ট তাবৎ লোকদের বিষয়ে আপন প্ৰভু ৪ পরমেশ্বরের কাছে প্রার্থনা কর। যিরিমিয় ভবিষ্যদ্বক্তা তাহাদিগকে কহিল, আমি তোমাদের প্রাথন শুনিলাম ; দেখ,আমি তোমাদের প্রভূ পরমেশ্বরের কাছে তোমাদের বাক্যানুসারে প্রার্থনা করিব, এবং পরমেশ্বর তোমাদিগকে যাহ1 উত্তর দেন, তা হাও তোমাদিগকে জ্ঞাত করিব,তাহার কিছু তোমাদের কাছে গোপন করিব না। তাহাতে তাহার যি রিমিয়কে কহিল, তোমার প্রভু পরমেশ্বর যে কোন বিষয়ে অামাদের কাছে তোমাকে প্রেরণ করেন, আমরা যদি তদনুসারে না করি,তবে পরমেশ্বর অামাদের মধ্যে সত্য ও বিশ্বাস্য সাক্ষী হউন। আমরা যাহার কাছে তোমাকে প্রেরণ করি,আমাদের সেই প্রভু পরমেশ্বরের কথা মঙ্গলজনক হউক বা অমঙ্গলজনক হউক, আমরা তাহ পালন করিব, আমাদের প্রভূ পরমেশ্বরের কথা পালন করিলেই আমাদের মঙ্গল হইবে। অনন্তর দশ দিনের পর পরমেশ্বরের কথা ফিরিমিয়ের নিকটে উপস্থিত হইল । তাহাতে ফিরিমিয় কারেহের পুত্ৰ যোহানন ও তাহার সঙ্গি সেনাপতিগণ ও আবাল বৃদ্ধ সমস্ত লোককে আহ্বান করিয়া এই কথা কহিল, তোমরা আপনাদের নিবেদন জ্ঞাত করিতে আমাকে যাহার কাছে প্রেরণ করিয়ছি, সেই ইসায়েলের প্রভু পরমেশ্বর এই কথা কহেন, তোমরা যদি এই দেশে বাস কর, তবে আমি তোমাদিগকে উন্নত করিব, তার উচ্ছিন্ন করিব না ; এবং তোমাদিগকে রোপণ করিব, অার উৎপাটন করিব না ; তোমাদের যে প্রকার অমঙ্গল করিয়াছি, তদ্বিষয়ে ক্ষান্ত হইব । তোমর যে বাবিলের রাজাকে ভয় করিতেছ, তাহাকে ভয় করিও না ; পরমেশ্বর কহেন, তাহাকে ভয় কি ? কেনন। তাহার হস্তহইতে তোমাদিগকে উদ্ধার ও মুক্ত করিতে অামি তোমাদের সঙ্গে ২ থাকিব। আমি তোমাদের প্রতি এমত দয়া করিব, যে সেই রাজা দয়া করিয়া তোমাদের দেশে তোমাদিগকে প্রত্যাগমন করাইবে। অার তোমরা যদি বল, আমরা এ দেশে বাস করিব না,কিন্তু যদি প্ৰভু পরমেশ্বরের কথা মানিতে অসম্মত হইয়া বল, যে দেশে যুদ্ধের দর্শন ও তুরীবাদ্য শ্রবণ ও খাদ্যাভাবে ক্ষুধাভোগ করিতে হয় না, এমত মিসরদেশে গিয়া বাস করিব ; তবে হে যিহুদার অবশিষ্ট লোক সকল, তোমরা পরমেশ্বরের কথা শুন ; ই সুয়েলের প্রভু সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর এই কথা কহেন, তোমরা যদি মিসর দেশে প্রবেশ করিতে উন্মুখ হও, ও প্রবেশ করিয়া সেখানে প্রবাস কর, তবে তোমরা যে খড়গকে ভয় করিল, তাহ মিসরে তোমাদের কাছে উপস্থিত হইবে ; ও যে দুর্ভিক্ষেতে ব্যাকুল হইলা, তাহ সেই মিসরদেশে তোমাদের পশ্চাৎ ২ যাইবে, তাহাতে তোমরা সেখানে প্রাণ ত্যাগ করিব । যাহারা মিসরে গিয়া প্রবাস করিতে উন্মুখ হয়, তাহার। সকলে খড়গ ও দুর্ভিক্ষ ও SB BkS BBB SSSSSS BBB BB BBSBSS BSBBSBS SLLSLS २४] - २२ । गिद्ध ९६ ; ४-०= । 7 10 8 9 ; : ) - 3 a ,\ అ- \v || [৪২ অধ্যায়।

R

  • @

> g > o