পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৭২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৮ অধ্যায়।] দেশকে ও তন্মধ্যস্থিত বস্তুকে ও নগর ও তন্নিবাসি লোককে আপলাবিত করবে ; তৎকালে লোক সকল বিলাপ করিবে, ও দেশনিবাসি লোকের ৩ হাহাকার করবে। এবং শীঘ্ৰগামি বলবান অশ্বদের খুরের শব্দে ও রথের বেগ গমনের শব্দে ও চক্রের শব্দে পিতার দুবলহস্ত হইয়া আপন বালকদের প্রতিও পশ্চাৎ অবলোকন করিবে না। কেননা পিলেক্টীয়দের তাবৎ লোককে বিনষ্ট করিতে এবং মোৰ ও সাদোন নগরের প্রত্যেক অবশিষ্ট উপকারিকে সংহার করিতে এক দিন আসিতেছে, তাহাতে পরমেশ্বর পিলেফ্টীয়দিগকে ও কপ্তোর উপদ্বীপের * অবশিষ্টদিগকে বিনাশ করিবেন। আসার উপরে টাক উপস্থিত হইবে ; ও অস্কিলোন নীরব হইবে হে উপত্যকার অবশিষ্ট ভাগ,তুমি কত কাল ৯ আপনাকে ছেদন করিব ? হে পরমেশ্বরের খড়গ, তুমি কত কাল বিশ্রাম করিব না? তুমি আপন কোষে প্রবেশ কর, এবং শান্ত ও ক্ষান্ত হও। পরমেশ্বর তাহাকে আজ্ঞা দিলে সে কি প্রকারে শান্ত ও ক্ষান্ত হইতে পারে? তিনি অস্কিলোন ও সমুদ্রতীরস্থ দেশের বিরুদ্ধে তাহাকে নিযুক্ত করিয়াছেন। ৪৮ অধ্যায়। ১ অহঙ্কার ও নির্ভয়ত ও মাত্মশ্লাঘ ও ঈশ্বরের লোকদের নিন্দ প্রযুক্ত যোয়াবের দণ্ডের ভবিষ্যদ্বাক্য ও শেষকালে তাহার যুক্তির ভবিষ্যদ্বাক্য । - ইস্রায়েলের প্রভু সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর মোয়াবের বিষয়ে এই কথা কহেন, হায় ২ নিবো উচ্ছিন্ন হইবে, এবং কিরিয়াথায়ম লজ্জিত হইয়া ধৃত হইবে, ও মিস্গৰ লজ্জিত হইয়া উদ্বিগ্ন হইবে। ২ মোয়াব আর প্রশংসাপাত্র হইবে না, কেননা হিষ্ণুবোনের লোকের তাহার অমঙ্গল করিতে মন্ত্রণ। করিয়া কহিবে, " আইস, আমরা এই লোককে উচ্ছিন্ন করি ; হে মদমেনা, তুমিও উচ্ছন্ন হইবা, • ও খড়গ তোমার পশ্চাদগামী হইবে। এবং হোরোণfয়মহইতে ক্ৰন্দন ও উপদ্রব ও বড় উৎপাতের শব্দ স্তনী যাইবে। এবং মোয়াব বিনষ্ট হইলে তাহার ক্ষুদ্র বালকদের ক্ৰন্দন শুনা যাইবে । এবং লুহাতের উৰ্দ্ধগমনের পথে নিত্য ক্ৰন্দনের শব্দ ডঠিবে ; • কেননা তোমরা পলায়ন করিয়া প্রাণ রক্ষা কর, বনের মুড়া বৃক্ষের ন্যায় হও ’ হোরোণfয়মের অধোগমনের পথে এই রূপ বিনাশের শব্দ শুনা যাইবে । তুমি আপন কায্য ও অাপন ধনেতে বিশ্বাস করিয়াছ,এই জন্যে তুমিও স্থত হইবা, এবং কিমোশ আপন যাজকগণের ও অধ্যক্ষগণের সহিত যিরিমিয়।

  • > *

বন্দি হইয়া যাইবে। এবং পরমেশ্বরের কথানুসারে ৮ বিনাশকারী প্রত্যেক নগরের উপরে আসিবে, তাহাতে কোন নগর রক্ষা পাইবে না; উপত্যকাভূমি বিনষ্ট হইবে, ও প্রান্তর সকল উচ্ছিন্ন হইবে। মোয়াব ১ যেন উড়িয়া পলাইতে পারে, এই জন্যে তাহাকে পক্ষ দেও,কারণ তাহার নগর নরশুন্য ও নিবাসহীন হইবে। যে কেহ কাপট ভাবে পরমেশ্বরের কার্য্য ১ • করে, সে শাপগ্ৰস্ত ; এবং যে জন আপন খড়গকে রক্তপাত করিতে নিবারণ করে, সেও শাপগুস্ত। মোয়াব বালককালাবধি সুখে আছে, সে অাপন ১১ গাদের উপরে বসিয়াছে, ও এক পাত্ৰ হইতে অন্য পাত্রে নিক্ষিপ্ত হয় নাই, ও বন্দি হইয়া যায় নাই ; তাহার রস তাহার মধ্যেই আছে, ও তাহার স্বাদ বিকৃত হয় নাই। অতএব পরমেশ্বর কহেন, যে ১২ দিনে তাহ ঢালিয়া লইতে ও তাহার পাত্র শূন্য করিতে ও তাহার কৃপা ভগ্ন করিতে লোকদিগকে পাঠাইব, এমত দিন আসিতেছে। ইস্রায়েল ব শ ১৩ আপন বিশ্বাসপাত্র বৈথেল বিষয়ে যে রূপ লজ্জিত হইল, মোয়াৰ কিমোশের বিষয়ে তদ্রুপ লজ্জিত হইবে। “আমরা বলবান ও যুদ্ধের উপযুক্ত লোক, ১৪ এমত কথা কি প্রকারে কহিব1? সৈন্যাধ্যক্ষ পরমে- ১৪ শ্বর নামক রাজা এই কথা কহেন,মোয়াব বিনষ্ট হইবে, ও তাহার সকল নগরের ধূম উঠিবে, ও তাহার মনোনীত যুবলোকের সৎ হারস্থানে পতিত হইবে। মোয়াবের বিপদ শীঘ্ন ঘটিবে ও তাহার দুঃখ আরায় ১• উপস্থিত হইবে। তাহার চতুৰ্দ্দিকস্থিত ও তাহার নাম ১৭ জ্ঞাত যে তোমরা,তোমরা তাহার জন্যে বিলাপ করিবা “এই দৃঢ় যষ্টি ও সুন্দর দণ্ড কেমন ভগ্ন হইয়াছে।’ এই কথা বলিবা। হে দাবোন নিবাসিনি কন্যে, তুমি ১৮ আপন ঐশ্বৰ্য্যস্থানহইতে নামিয়া তৃষিত ভূমিতে বৈস, কেননা মোয়াবের বিনাশক তোমাতে আরোহণ করিয়া তোমার দৃঢ় দুর্গ ভঙ্গ করবে। হে আরো- ১৯ য়েরের নিবাসি, তুমি পথের পাশ্বে দাড়াইয়া অবলোকন কর, এবথ পলায়নকারি লোককে ও রক্ষিত স্ত্রীকে - কি হইল ?’ ইহা জিজ্ঞাসা কর । মোয়াব ২ • লজ্জিত কুইবে, ও সে ভগ্ন হইবে ; তোমরা আন্তস্বর ও ক্ৰন্দন করিয়া, “মোয়াব লুটিত অাছে, এই কথা অর্ণেনের তীরে প্রকাশ করিবা। কেননা । ১ সমভূমির অর্থাৎ হোলোন ও যহস ও মেফাং, ও ২২ দীবোন ও নিবো ও বৈৎদিবাথয়িম ও কিরিয়াথ- • fয়ম ও বৈৎগামূল ও বৈৎমিয়োন ও কিরিয়োৎ ও বসু। ২৭ প্রভৃতি দূরস্থ কি নিকটস্থ মোয়াবের সকল নগরের উপরে দণ্ড আসিবে। পরমেশ্বর কহেন, মোয়াবের = [৪] আয় ৯ ; ৭ ৷৷ S BBBS BBB S S BB BS BD DDS S S S S S S S fস্যা ১ ; * * 'l-[- -] * t 亨1>a,ab,x>11

  • (ব) দেশের।

715