পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৭৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫• অধ্যায় ] ও তাহারা বাবিলের বিরুদ্ধে সৈন্য রচনা করিবে, তাহাতে সে তাহদের হস্তগত হইবে ; ও তাহাদের বাণ নিপুণ ধনুৰ্করদের * বাণের তুল্য হইবে, কোন বাণ নিষফল হইয় প্রত্যাগমন করিবে না ; কস্১° দীয়ের তাহাদের লুটিত বস্তু হইবে। পরমেশ্বর কহেন, যাহার। তাহদের দেশ লুট করিবে,তাহার। তৃপ্ত হইবে। হে আমার অধিকার বিনাশকগণ, তোমরা তুষ্ট হইয়াছ ও আনন্দ করিয়াছ, তোমরা তৃণভোজি গোরুর ন্যায় হৃষ্টপুষ্ট হইয়াছ,ও তেজস্বি ১২ অশ্বের ন্যায় শব্দ করিয়াছ। একারণ তোমাদের মাত৷ অতি ব্যাকুল হইবে, ও তোমাদের জননী লজ্জিতা হইবে ; দেখ, সমূহ দেশের মধ্যে তাহ অধম হইয়। ১৩ অরণ্য ও শুষকভূমি ও বন হইবে। পরমেশ্বরের ক্রোধ প্রযুক্ত সে আর কখনো বসতিবিশিষ্ট না হইয়। সৰ্ব্বতোভাবে বনময় থাকিবে, ও যে কেহ বাবিলের নিকট দিয়া যাইবে,সে বিস্ময়াপন্ন হইবে, ও তাহার ১ ও দণ্ড দেখিয়া তাহাকে নিন্দ করিবে । তোমরা বাবিলের বিরুদ্ধে চতুৰ্দ্দিগে সৈন্য রচনা কর; হে ধনুকে চাড়াদায়ি লোক সকল, তোমরা তাহার প্রতি বাণ নিক্ষেপ কর, তাহাতে কৃপণতা করিও না, কেননা সে 3. পরমেশ্বরের কাছে অপরাধী হয়। অতএব তাহার চতুদিকে সকলে সিংহনাদ করিও, তাহাতে সে আপনাকে সমপণ করিবে, ও তাহার ভিত্তিমূল পতিত হইবে, ও তাহার প্রাচীর অধঃপতিত হইবে ; সে পরমেশ্বরের ক্রোধের পাত্র, তাহাকে প্রতিফল দি ও ; সে অন্যের প্রতি যেমন করিয়াছে, ১৯ তাহার প্রতি তদ্রুপ করিও । এবং বপনকৰ্ত্তাকে ও শস্যের সময়ে কাস্ত্যার ব্যাপারি লোককে বাবিলহইতে বিনষ্ট করিও ; তাহার উপদ্রবি খড়গের ভয়েতে আপন ২ লোকের কাছে ফিরিয়া যাউক, ও প্রত্যেক জন আপিন ২ দেশে পলায়ন করুক । সিংহগণ মেষের ন্যায় ই সুয়েলকে ছিন্নভিন্ন করিয়াছে ; প্রথমতঃ অশূরের রাজা তাহাকে গুসি করিয়াছে, এবং শেষে বাবিলের রাজা নিবুখদ১৮ নিৎসর তাহার অস্থি সকল ভগ্ন করিয়াছে। অতএব ই সুয়েলের প্রভু সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর এই কথা কছেন, দেখ, আমি অশূরের রাজাকে যেমন শাস্তি দিলাম, তদ্রুপ এই বাবিলের রাজাকে ও তাহার ১ দেশকে শাস্তি দিব। এবং ই সুয়েলকে পুনৰ্ব্বার আপন খেয়াড়ে ফিরাইয়া আনিব ; সে কমিলে ও বাশনের উপরে চরিবে, এবং ইফুয়িম পৰ্ব্বত ও • গিলিয়দের উপরে তাহার প্রাণ তৃপ্ত হইবে। পরমেশ্বর কহেন, সেই কালের সেই দিনে ই সুয়েলের > * ফিরিমিয় । )ఫె অধর্মের অনুসন্ধান হইলে, কিন্তু তাহার উদ্দেশ পাওয়া যাইবে না ; এবং যিহুদার পাপেরও অন্বেষণ হইবে, কিন্তু কিছু মিলিবে না ; কেননা আমি যাহাদিগকে রক্ষা করিব, তাহাদিগকে ক্ষমা করিব। পরমেশ্বর কহেন, তোমরা অত্যাচারি + দেশের বিরুদ্ধে উঠিয় তাহাকে ও তাহার নিবাসি লোকদিগকে খড়গদ্ধার দ্বিগুণরূপে শান্তি দিও, ৫ তাহাদিগকে বিনষ্ট করিয়া নিঃশেষ করি ও ; আমি যাহা ২ করিতে আজ্ঞা করি,তদনুসারে করিও। দেশে সংগ্রামের ও মহাবিনাশের শব্দ শুনা যাইবে। তাবৎ পৃথিবীর প্রহারক হাতুড়িস্বরূপ, এই নগর কেমন ছিন্ন ও ভগ্ন হইবে ! দেশসমূহের মধ্যে বাবিল কেমন উচ্ছিন্ন হইবে ! হে বাবিল, আমি তোমার নিমিত্তে যে ফাদ পাতিব, তাহাতে তুমি ন জানিয়া ধৃত হইবা ; তুমি পরমেশ্বরের সহিত যুদ্ধ করিয়াছ, এই নিমিত্তে ধৃত ও বন্ধ হইব। পরমেশ্বর আপন অস্ত্রাগার খুলিয়া ক্ৰোধরূপ অস্ত্র বাহির করিবেন, কসদীয়দের দেশে সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর এই কর্ম করিবেন। অতি দূর সীমাহইতে তাহার বিরুদ্ধে আইস, ও তাহার ভাণ্ডার মুক্ত কর, ও রাশির ন্যায় সঞ্চয় কর ও তাহাকে সম্পূর্ণরূপে বিনষ্ট কর, তাহার কিছু থাকিতে দিও না। তাহার তাবৎ বলদকে বধ কর, ও তাহার। বধাগারে গমন করুক ; হায় ২ তাহীদের শাস্তির দিন ও দণ্ডের সময় আসিবে । যাহারা পলায়ন করিবে, ও বাবিলদেশ ত্যাগ করিবে, তাহাদের শব্দ অামাদের প্রভূ পরমেশ্বরের দত্ত প্রতিফল অর্থাৎ তাহার মন্দির বিষয়ক প্রতিফল সিয়োনে প্রকাশ করাইবে। বাবিলের বিরুদ্ধে ধনুৰ্দ্ধারিদিগকে আহ্বান কর ; হে ধনুকে চাড়াদায় লোক সকল, তোমরা তাহার বিরুদ্ধে শিবির স্থাপন কর, ও কাহাকেও যাইতে দিও না ; তাহার কর্মানুসারে তাহাকে ফল দেও; সে যেমন কর্ম করিয়াছে,তাহাকে তদ্রুপ প্রতিফল দেও ; সে পরমেশ্বরের অর্থাৎ ইস্রায়েলের ধর্মস্বরূপের বিরুদ্ধে আত্মশ্লাঘা করিয়াছে ; পরমেশ্বর কহেন, তন্নিমিত্তে সে দিনে তাহার যুবগণ রাজপথে পতিত হইবে, ও তাহার যোদ্ধাগণ উচ্ছিন্ন হইবে। হে অহস্কৃততম,সৈন্যাধ্যক্ষ প্রভূ পরমেশ্বর কহেন, দেখ, আমি তোমার বিপক্ষে আছ, তোমার শাস্তির দিন ও দণ্ডের সময় উপস্থিত হইবে । যে অহঙ্কারী, সে বাধা পাইয়া পতিত হইবে, কেহ তাহাকে উঠাইবে না ; আমি তাহার নগরের মধ্যে অগ্নি দিব, তাহাতে তাহার চতুৰ্দ্দিগে সকল দগ্ধ হইবে। সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর এই কথা কহেন, ইস্রায়ে

  • R

R e R g ૨ જુ A te R r R * & > [» , » R] যিশ ৪ ॥-–[১৫] প ২১ । :ft 0 و م دS SSBSSS SSSSS S K 0S0SS BBBB 00S BBS BB BB SBBSBBS BB BB BBS SSS BBB BBS gggS BBB SBBB S [ ] প ১০। গ্ৰী ১৩৭ ; ৮।—[৩০] প e.৭।। * (ৰ) বিনাশকের । (ৰণ) যত্বtuয়িয। 719