পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৭৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫১ অধ্যায় ।] ফিরিমিয় l বাবিল নগরকে সুস্থ করিতে চাহিলাম, কিন্তু সে সুস্থ হইল না; অতএব আইস,তাহাকে ত্যাগ করিয়া আমরা প্রত্যেক জন আপিন ২ দেশে যাই, কেননা তাহার দণ্ড গগণসপৰ্শ, ও আকাশ পৰ্য্যন্ত উত্থিত ১• হয় । পরমেশ্বর আমাদের ধর্ম প্রকাশ করিয়াছেন, অতএব আইস, আমরা সিয়োনে গিয়া আপন ১১ প্রভু পরমেশ্বরের ক্রিয় প্রকাশ করি।” বাণে শাণ দেও ও ঢাল ধর*, পরমেশ্বর মাদীয় রাজগণের মনে প্রবৃত্তি দিবেন,কেননা বাবিল নগর উচ্ছিন্ন করণার্থে তাহার অভিপ্রায় আছে, এবং পরমেশ্বরের যে দণ্ড দত্ত হইবে,তাহা তাহার মন্দিরের নিমিত্তক দণ্ড ১২ হইবে। তোমরা বাবিলের প্রাচীরের উপরে পতাকা স্থাপন কর, ও রক্ষকগণকে সাহস দেও, ও প্রহরিগণকে নিযুক্ত কর, ও গোপন স্থানে সৈন্য রাখ,কেননা পরমেশ্বর বাবিল নিবাসিদের বিষয়ে যাহা কহিয়াছেন,তদনুসারে আপন অভিপ্রায় সিদ্ধ করবেন। ১৩ হে জলরাশির নিকটস্থ ঐশ্বৰ্য্যবান নগর, তোমার অন্তিমকাল ও উপদুব করণের ফল উপস্থিত। সৈন্যধ্যক্ষ পরমেশ্বর অাপন নাম লইয়া এই শপথ করেয়াছেন,আমি তোমাকে পঙ্গপালবংশজুতে পরিপূর্ণ করিব, তাহারা তোমার বিরুদ্ধে সিংহনাদ করবে। তিনি আপন পরাক্রমে পৃথিবী সৃষ্টি করিয়াছেন ও আপন জ্ঞানে জগৎ স্থাপন করিয়াছেন, এবং অাপন বুদ্ধিতে আকাশমণ্ডলকে বিস্তারিত করিয়াছেন। ও তিনি মেঘগৰ্জ্জন করিলে আকাশে অনেক জল সঞ্চয় হয়, ও তিনি পৃথিবীর সীমাহইতে মেঘোদয় করেন, ও বৃষ্টির নিমিত্তে বিদ্যুৎ করেন, ও আপন ভাণ্ডারহইতে বায়ু বাহির করেন। যে কেহ প্রতিমাকে মান্য করে, সে পশুবৎ + ; এবং যে কেহ প্রতিমা নির্মাণ করে, সে লজ্জিত হইবে; কারণ তাহার ছাচে ঢালা প্রতিমা সকল মিথ্যা ; তাহদের নিশ্বাস প্রশ্বাস নাই । ৮ তাহারা অতি আসার, ভুমাত্মকমাত্র ; দণ্ডের সময়ে ৯ তাহারা বিনষ্ট হইবে। কিন্তু র্যাহাতে যাকুবের অধিকার, তিনি তদ্রুপ নহেন; তিনি বিশ্বের সৃষ্টিকৰ্ত্তা (ইসুয়েল) র্তাহার অধিকার ; তাহার নাম সৈন্যা • ধ্যক্ষ পরমেশ্বর। হে আমার মুদ্রগর ও যুদ্ধের অস্ত্রস্বরূপ,তোমাদ্বারা অামি অন্যদেশীয়দিগকে সRহার করিব , ও তোমাদ্বারা রাজ্য সকল সRহার করিব ; ১ ও তোমাদ্বারা অশ্ব ও অশ্বারূঢ়গণকে সxহার করিব, ও তোমাদ্বারা রথ ও সারথিগণকে সRহার করিব, ২ ও তোমাদ্বারা পুরুষ ও স্ত্রীগণকে সংহার করিব, ও তোমাদ্ধারা বালক ও বৃদ্ধগণকে সংহার করিব, ও ও তোমাদ্বারা যুব ও যুবতিগণকে সংহার করিব, ও ৭২১ তোমাদ্বারা পাল ও পালরক্ষককে সংহার করিব, ও তোমাদ্বারা যুগমবলদ ও কৃষকগণকে সRহার করিব,ও তোমাদ্বারা প্রধান সেনাপতি ও অধ্যক্ষগণকে সংহার করিব। পরমেশ্বর কহেন, বাবিল নগর ও কস্দীয় ং ঃ দেশ নিবাসি লোক সকল সিয়োনে যে সকল দুষকর্ম করিয়াছে, আমি তোমাদের সাক্ষাতে তাহাদিগকে তাহার প্রতিফল দিব। পরমেশ্বর কহেন, হে তাবৎ ২৫ পৃথিবী নাশকারি বিনাশক পৰ্ব্বত, দেখ, আমি তোমার বিরুদ্ধে হস্ত বিস্তার করব,ও শৈলহইতে তোমাকে গড়াইয়া ফেলিব,ও তোমাকে অগ্নিপৰ্ব্বত করিব। পরমেশ্বর কহেন,কোণের কিম্বা ভিত্তিমূলের নিমিত্তে ২৪ কেহ তোমাহইতে প্রস্তর লইবে না, তুমি সৰ্ব্বতোভাবে শূন্য হইবা । দেশে ধ্বজ তুল ও অন্যদেশীয় ২৭ দের মধ্যে ভূরী বাজাও, ও তাহার প্রতিকুলে অন্যঞ্জাতিদিগকে প্রস্তুত কর, ও বাবিলের বিপক্ষে আরারট ও মিমিও অস্কিনসের রাজ্যে লোকদিগকে একত্র কর, ও তাহার বিরুদ্ধে সেনাপতি নিযুক্ত কর, ও ভয়ানক পঙ্গপালের ন্যায় অশ্বগণকে ঘনরূপে প্রেরণ কর। এবণ তাহার বিরুদ্ধে নানা জাতিদিগকে অর্থাৎ মাদী- ২৮ য়দের রাজা ও সেনাপতি ও অধ্যক্ষগণ ও তাহার কর্তৃতের অধীন তাবৎ দেশীয় লোককে প্রস্তুত কর। তাহাতে দেশ কম্পিত হইয়া শোক করিবে ; কেননা ২১ বাবিল দেশকে উচ্ছিন্ন ও নিবাসিশুন্য করণার্থে লাবিলের বিপরীতে পরমেশ্বরের অভিপ্রায় সফল হইবে। ও বাবিলের বলবান লোকেরা যুদ্ধে বিরত ৩০ হইয় গড়ের মধ্যে লুকায়িত হইবে, ও দুৰ্ব্বল হইয়। স্ত্রীর ন্যায় হইবে, ও তাঁহাদের বাসস্থান দগ্ধ হইবে,ও তাহার হুড়ক ভগ্ন হইবে। এবং ‘নগরের এক দিগ ৩১ শজুহস্তগত হইল, ও পুল রুদ্ধ হইল, ও নলবন অনলে দগ্ধ হইল, ও যোদ্ধা সকল ভীত হইল, এই ৩২ সকল সম্বাদ বাবিলের রাজাকে দিতে এক ধাবক অন্য ধাবকের ও এক দূত অন্য দূতের সঙ্গ ধরিতে দৌড়িবে। কেননা ইসায়েলের প্রভু সৈন্যাধ্যক্ষ ৩৩ পরমেশ্বর এই কথা কহেন, বাবিলের কন্য। শস্য মৰ্দ্দন সময়ের মৰ্দ্দনস্থানস্বরুপ হইবে, অলপ ক্ষণের মধ্যে তাহার শস্য কাটনের সময় আসিবে। সিয়োন ও ৪ নিবাসিনী এই কথা কহিবে, বাবিলের রাজা নিবুখদনিৎসর আমাকে গ্রাস ও বিনাশ করিল, ও অামাকে শূন্য পাত্রস্বরূপ করিল, ও আমাকে সপবৎ গ্রাস করিল, ও অামার সুভক্ষ্যদ্বারা আপন উদর পরিপূর্ণ করিয়া আমাকে বহির্গত করিল। আমার প্রতি যেরূপ দৌরাত্ম্য ও উপদ্রব | হই- ০• য়াছে, বাবিলের প্রতি তদ্রুপ ঘটুক ; এবং ষিরশালম SLS0 S 0 BSBSSS SSS S0S S DDSSLLLLS BB BBSBSS00SS0SS0KS0S00LSS00S যির ১• ; ১২-১৯ –[২০-২৩] যিশ ৪১ : ১৫,১৬। মী a SBS S BBB S SS0SS S LS CS 0S S0S0SSK BBB SSSSSS SS0SS SSS SSSSSS BBB SLL * (ইত পূর্ণ কর। (বা) BBB BBBB BBB B BBBB BBB BBBB BBBBSBS BBBBSBBS BB 0000