পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৭৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭২২ কহিবে, কসদীয় লোকদের প্রতি আমার বধাপরা৩৯ ধের প্রতিফল হউক। অতএব পরমেশ্বর এই কথা কহেন, দেখ, আমি তোমার বিচার নিম্পন্ন করিব,ও তোমার জন্যে দণ্ড দিব, এবং আমি তাহার সমুদুকে ৩৭ জলশূন্য, ও তাহার উনুইকে শুষক করিব। এবং বা বিল নগর প্রস্তরের ঢিবিস্বরূপ ও সপের বাসস্থান ও ৩৮ বিস্ময়াসপদ ও নিন্দাসপদ ও নরশুন্য হইবে। তাহার লোকেরা এক কালে সিAহবৎ গজ্জন করিবে, ও ৩১ সিংহ শাবকদের ন্যায় ঘোয়নাদ করিবে বটে ; কিন্তু পরমেশ্বর কহেন, আমি তাহাদের সুখের * সময়ে তাহাদের ভোজ প্রস্তুত করিব, ও তাহাদিগকে এমত উন্মত্ত করিব, যে তাহার। আনন্দিত হইবামাত্র মহা • নিদ্রাগ্রস্ত হইবে, আর জাগৃত হইবে না। এবং বধার্থে অানীত মেষশাবক ও মেষের সহিত আনীত ছা* ১ গের ন্যায় তাহাদিগকে আনিব। শেশক + কেমন পরহস্তগত, ও তাবৎ পৃথিবীর গৌরবস্বরূপ কেমন হঠাৎ পরহস্তগত হইবে । অন্যদেশীয়দের মধ্যে * বাবিল নগর কেমন বিস্ময়াসপদ হইবে । বাবিল সমুদ্রেতে আবৃত হইবে, ও তাহার ঘন ২ তরঙ্গে অাও ছন্ন হইবে। এবথ তাহার তাবৎ নগর উচ্ছিন্ন ও শুষকভূমি ও অরণ্য ও মনুষ্যদের বসতিহীন ও লোকদের † * ৪ গমনাগমনরহিত হইবে। আমি বাবিল নগরে বেল দেবতাকে শান্তি দিব, তাহার মুখহইতে তাবৎ ভূক্ত নৈবেদ্য উদগীরণ করাইব ; তাহাতে অন্যদেশীয়েরা তাহার নিকটে আর আসিবে না, এবং বাবিলের ৪• প্রাচীরও পতিত হইবে। হে আমার লোক সকল, তোমরা তাহার মধ্য হইতে পলায়ন কর, ও প্রত্যেক জন পরমেশ্বরের প্রজবলিত ক্রোধহইতে আপন ২ ৪ - প্রাণ রক্ষা কর। দেশের মধ্যে কোন সম্বাদ পাইলে তোমাদের হৃদয় মূৰ্চ্ছাপন্ন ও উদ্বিগ্ন না হউক, কেননা বৎসরে ২ নানা জনরব হইবে, এবং দেশে দৌরাত্ম্য ও এক শাসনকৰ্ত্তার বিরুদ্ধে অন্যে শাসনকৰ্ত্ত হই৭ বে। দেখ, যে সময়ে আমি বাবিলের খোদিত প্রতিমাগণের দণ্ড করিব, ও তাহার তাবৎ দেশ লজ্জাসপদ হইবে, ও তাহার মধ্যে লোক সকল হত হইয়া পতিত ৮ হইবে, এমত সময় অসিতেছে। তখন আকাশ ও পৃথিবী ও তন্মধ্যস্থিত সকলে বাবিলের বিষয়ে গান করিবে, কেননা পরমেশ্বর কহেন, বিনাশকগণ উত্তর ৪ ১ দেশহইতে তাহার কাছে আসিবে । তাহাতে বাবিলস্থ লোকেরা যেমন ইসুয়েল লোকদিগকে নিপাত করিয়াছে, তদ্রুপ দেশের তাবৎ লোক বাবিলে • • হত হইয়া পতিত হইবে । অতএব খড়গহইতে রক্ষা প্রাপ্ত তোমরা এখন প্রস্থান কর,এখানে আর থাকিও SAS BBB SSSSSS00SSS00SS0SSSSBB StSB SSS0SSSMSSS0SS LLSSSS BB BSBBSBBBBSB SSS0SSS BSS TSTTS SS S BBB S BBB SLLLS BB tt LSS T S T [s o 1 - o * -- el fus o»; o - u-Cs o lo es ll— y lo o eu- so, -o J. v. ; s» u

  • (ইর) ঘৰ্ম্মের। I (অর্থাৎ) বাৰিল ; (ইবু) যনুষ্যদের সন্তানদের ।

722 যিরিমিয়। [৫১ অধ্যায়। ন ; এই দূরদেশে পরমেশ্বরকে স্মরণ করিয়া ফিরুশালমকে মনে কর। আমরা লজ্জিত হইলাম, নিন্দ ৰ । শ্রবণে আমাদের মুখ লজ্জাতে আচ্ছন্ন হইল, কেননা বিদেশি লোকের পরমেশ্বরের মন্দিরের পবিত্র স্থানে প্রবেশ করিয়াছে।” অতএব পরমেশ্বর কহেন, ৰং ষে সময়ে আমি তাহার ছাচে ঢালা প্রতিমার প্রতি দণ্ড দিব, ও যে সময়ে তাহার ক্ষতবিক্ষত লোকের তাবৎ দেশে কোকাইবে, দেখ, এমত সময় আসিতেছে। পরমেশ্বর কহেন, বাবিল যদি আকাশ পর্যন্ত - ৩ উঠে ও দৃঢ় প্রাচীরেতে বেষ্টিত হয়,তথাপি নাশকের অামার নিকটহইতে তাহার প্রতি আগমন করিবে । তাহাতে বাবিলের মধ্যহইতে ক্ৰন্দনের ও কসদীয়- এ • দের দেশহইতে অতিশয় বিলাপের শব্দ উঠিবে। পরমেশ্বর বাবিল নগর উচ্ছিন্ন করিবেন; সে যদ্যপি • • সমুদের তরঙ্গের ন্যায় গৰ্জ্জন করে ও অতি গভীর শব্দ করে, তথাপি তাহার মধ্য হইতে সেই মহা কোলাহল দূর করবেন। বিনাশকের তাহার উপরে • • অর্থাৎ বাবিলের উপরে আসিবে, ও তাহার বলবান লোকেরা ধৃত হইবে, ও তাহার প্রত্যেক লোকের ধনুক ভগ্ন হইবে ; কেননা প্রতিফলদাতা যে পরমেশ্বর, তিনি অবশ্য প্রতিফল দিবেন। সৈন্যা- । ধ্যক্ষ পরমেশ্বর নামক রাজা কহেন, আমি তাহার অধ্যক্ষগণকে ও ডানবানদিগকে ও সেনাপতিগণকে ও শাসনকৰ্ত্তাদিগকে ও পরাক্রমিগণকে মন্ত্র করিব ; তাহাতে তাহারা মহানিদ্রাগ্রস্ত হইবে, আর জাগৃত হইবে না। সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর এই কথা ৰচ কহেন, বাবিল নগরের প্রশস্ত প্রাচীর নির্মূলে ভগ্ন হইবে, ও তাহার উচ্চদ্বার অগ্নিতে দগ্ধ হইবে ; তাহাতে লোকদের পরিশ্রম বৃথা হইবে, ও দেশীয় দের শ্রান্তি অগ্নির নিমিত্তে হইবে। যিহুদার রাজা সিদিকিয়ের চতুর্থ বৎসর অধিকার । সময়ে মহসেয়ের পৌত্র নেরিয়ের পুত্র সিরায় নামক অন্তঃপুরের অধ্যক্ষ, রাজার সহিত যাইয়া যে । সময়ে বাবিলে গমন করে, তৎকালে ফিরিমিয় ভৰি- ** ষ্যদ্বক্তা বাবিলের ভাবি অমঙ্গল, অর্থাৎ বাবিলের বিরুদ্ধে পূৰ্ব্বোক্ত যে সকল কথা লিখিত আছে,তাহ এক পুস্তকে লিখিয়া সিরায়কে এই আজ্ঞা দিল, ১১ তুমি বাবিলে উপস্থিত হইলে ইহা দেখিয়া সকল । কথা পাঠ করিয়া কহিবা ; হে পরমেশ্বর, ভূমি ২২ এই স্থানকে উচ্ছিন্ন ও মনুষ্য পশ্বাদি শূন্য ও নিত্য অরণ্য করণের কথা ইহার বিপরীতে কহিয়াছ। পরে এই পুস্তক পাঠ সাঙ্গ হইলে তাহার ২৩ সহিত এক প্রস্তর বন্ধন করিয়া তাহ ফরাং নদীর