পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৭৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫২ অধ্যায়।] মধ্যে নিক্ষেপ করিয়া এই কথা কহিবা,পরমেশ্বর * • • বাবিলের প্রতি যে অতিশয় অমঙ্গল ঘটাইবেন, তাহাতে বাবিল নগর এইরূপ মগ্ন হইয়া দুৰ্ব্বলতা প্রযুক্ত আর কখনো উঠিতে পারিবে না। ইতি। ফিরিমিয়ের কথা সমাপ্ত। ৫২ অধ্যায়। S BBBBB BBBDDD BBB BBBBBB BBB L BBBBBB BBBBBB BBBBBB L BBB BBB S0 লোকদিগকে বাবিলে লইয়া যাওন ২৮ ও বন্দিলো कtप्रह म०.our ७४ ७ घिरझ iशूiशीtना ऽब्रठि । সিদিকিয় একুশ বৎসর বয়সে রাজতন্ত্ৰ করিতে আরম্ভ করিয়া একাদশ বৎসর পর্যন্ত যির শালমে রাজতন্ত্র করিল ; লিবনার যিরিমিয়ের কন্যা হয়ূটল তাহার মাতা ছিল। সে যিহোয়াকীমের সকল কর্মানুসারে পরমেশ্বরের সাক্ষাতে পাপ করিল। পরে সিদিকিয় বাবিলের অধীনতা ত্যাগ করিল ; এবং যিরশালম ও যিহুদার প্রতি পরমেশ্বরের ক্রোধ প্রযুক্ত তাহারা যেন তাহার সন্মুখহইতে দূর হয়, এই জন্যে এমন ~ দশা ঘটিল। পরে তাহার অধিকারের নবম বৎসরের দশম মাসে মাসের দশম দিনে বাবিলের নিবুখদৃনিৎসর রাজা ও তাহার সকল সৈন্য ষিরুশালমের বিরুদ্ধে আসিয়া শিবির স্থাপন করিল, ও তাহার বিরুদ্ধে চতুৰ্দ্দিগে দুর্গ গাথাইল। সিদিকিয়ের অধিকারের একাদশ বৎসর পর্যন্ত নগর অবরুদ্ধ থাকিল। তাহাতে চতুর্থ মাসের নবম দিনে নগরে অতিশয় দুর্ভিক্ষ হইল, দেশের লোকদের জন্যে খাদ্য দ্রব্য কিছুই ছিল না। পরে নগর ভগ্ন হইলে যোদ্ধারণ রাত্রিতে নগরহইতে রাজার উদ্যানের নিকটস্থ দুই প্রাচীরের দ্বারের পথে পলায়ন করিয়া প্রান্তরের পথের দিগে গেল, কিন্তু কম্বদীয়েরা নগরের বিরুদ্ধে চতুৰ্দ্দিগে থাকিল। পরে কসদীয়দের সেনাগণ রাজার পশ্চাদ ধাবমান হইয়া ঘিরীহোর প্রান্তরে সিদিকিয়ের নিকটে উপস্থিত হইল, তাহাতে তাহার সকল সৈন্য তাহার নিকট হইতে ছিন্ন ভিন্ন হইল । অতএব তাহারা রাজাকে ধরিয়া হমাৎ দেশস্থ রিবলাতে বাবিলের রাজার নিকটে আনিল, তাহাতে সে তাহার প্রতি দণ্ডাজ্ঞা করিল। পরে বাবিলের রাজা রিবলাতে সিদিকিয়ের সাক্ষাতে তাহার পুত্ৰগণকে বধ করিল, এবং যিহুদার অধ্যক্ষগণকেও বধ করিল। পরে বাবিলের রাজা সিদিকিয়ের চক্ষু উৎপাটন করিয়া তাহাকে পিত্তলের শৃঙ্খলেতে বদ্ধ করিয়া বাবিলে লইয়া গেল, এবং তাহার মৃত্যু পৰ্য্যন্ত তাহাকে কারাগারে বদ্ধ রাখিল। > R --> - o ... 2. ফিরিমিয়। 이 অপর পঞ্চম মাসে মাসের দশম দিনে বাবিলের ১২ নিবুখদৃনিৎসর রাজার অধিকারের উনিশ বৎসরে নিবৃষরদন রক্ষকসেনাপতি নামক বাবিলের রাজার এক মন্ত্রী + ষিরুশালমে আসিয়া পরমেশ্বরের মন্দির ১৩ ও রাজবাটী ও ফিকশালমের সকল গৃহ ও বৃহৎ অট্টালিকা সকল অগ্নিতে দগ্ধ করিল। এবং রক্ষক ১ s সেনাপতির অনুগামি কসদীয়দের সেনাগণ ফিরুশালমের চতুদিগের প্রাচীর ভগ্ন করিল। এবং নিবু- ১৪ ষরদন রক্ষকসেনাপতি (অনেক) দরিদ্র ও নগরের অবশিষ্ট লোককে ও যাহার। পলায়ন করিয়া বাবিলের রাজার পক্ষ হইল তাহাদিগকে এবং অন্য অবশিষ্ট লোকদিগকে দূরে লইয়া গেল। কেবল ১৪ দ্রাক্ষাক্ষেত্র পালন ও ভূমিকৰ্ষণাথে নিৰুষরদন রক্ষকসেনাপতি কতক দরিদ্র লোককে দেশে রাখিল। আর পরমেশ্বরের মন্দিরের পিত্তলময় দুই স্তম্ভ · · ও পীঠ সকল ও পরমেশ্বরের মন্দিরের পিত্তলময় সমুদুরূপ পাত্র কসর্দীয়েরা খণ্ড ২ করিয়া তাহার পিত্তল বাবিলে লইয়া গেল। এবং থাল ও হাত ১৮ ও গুলত্রাস্ ও চমস ও কুণ্ড ও সেবার্থক পিত্তলময় পাত্র, এই সকল তাহার লইয়া গেল। এবং অগ্নির • ১ পাত্র ও কটাহ ও চমস ও থাল ও দীপবৃক্ষ ও কুণ্ড ও পানপাত্র প্রভৃতি স্বর্ণময় পাত্রের স্বর্ণ ও রূপ্যময় পাত্রের রূপ্য রক্ষকসেনাপতি লইয়া গেল। এবং • সুলেমান রাজা পরমেশ্বরের মন্দিরের জন্যে যে দুই স্তম্ভ ও এক সমুদুরূপ পাত্র ও তাহার চরণতলে দ্বাদশ পিত্তলের বৃষরূপ পীঠ করিয়াছিল,তাহার পিত্তলের পরিমাণ অসংখ্য ছিল । কিন্তু ঐ স্তম্ভ প্রত্যেকে ২১ অষ্টাদশ হস্ত উচ্চ ও দ্বাদশ হস্ত স্থল ছিল, এবং সে ফাপা বটে, কিন্তু চারি অঙ্গুলি পুরু ছিল। এবং তা- । হার উপরে পাঁচ হস্ত পরিমাণ উচ্চ পিত্তলের মাথলী ছিল, ও মাথলার উপরিভাগের চতুৰ্দ্দিগে পিত্ত লময় অনেক জালরূপ কর্ম ও দাড়িম্বাকার ছিল ; এর ২ তাহার দ্বিতীয় স্তম্ভেরও ঐমত আকার ও দাড়িম্ব ছিল। পাশ্বে ছেয়ানব্বই দাড়িম্ব হওয়াতে ও চতুদিগের জালরূপ কর্মের উপরে শ্রেণীতে একশত দাড়িম্ব ছিল। পরে রক্ষকসেনাপতি প্রধান যাজক • সিরায়কে ও সিফনিয় দ্বিতীয় যাজককে ও তিন জন দ্বারপালকে ধরিল। এবং নগরের যোদ্ধাদের অধ্য- • ক্ষ্য এক সেনাপতিকে এবং নগরে প্রাপ্ত সপ্ত জন রাজ সভাসদকে ও দেশীয় লোকদের সৈন্যের গণনাকাৰি প্রধান এক লেখককে ও নগরে প্রাপ্ত দেশীয় ষটি জনকে ধরিয়া নিবুষরদন রক্ষকসেনাপতি রিল্লাতে = বাবিলের রাজার কাছে লইয়া গেল। পরে বাৰি- । লের রাজহমাৎদেশস্থ রিবলাতে তাহাদিগকে প্রহার LLL BBSS S B S S S SAAAAASA SSASAS SS S B S S B S S S S S ggK BBB S SS00 S 0S0 S 0 BB BBSSBBBB S BSBS S BB BS BBBBS

  • (ইবু) আবি (ব।) পুতিনিধি।

723