পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৭৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१२ 8 করিয়া বধ করাইল ; এই রূপে যিহুদার লোকের আপন দেশহইতে নীত হইল । নিবুখদৃনিৎসর রাজা আপন অধিকারের সপ্তম বৎসরে তিন সহসু তেইশ জন যিহুদি লোককে বন্দি ২১ করিয়া লইয়া গেল। নিবুখদৃনিৎসরের অধিকারের আঠার বৎসরে সে য়িকুশালমহইতে আটশত ৩• বত্ৰিশ জনকে লইয়া গেল। তাহার তেইশ বৎসরে নিবৃষরদন সেনাপতি সাতশত পরতাল্লিশ জনকে বন্দি করিয়া লইয়া গেল ; সৰ্ব্বশুদ্ধ চারি সহসু ছয়শত লোককে লইয়া গেল। অপর যিহুদার যিহোয়াখীন রাজার দাসতের সপ্তক্রিথশৎ বৎসরের দ্বাদশ মাসে মাসের পঞ্চবিথ a ty తి 3 বিলাপ। [১ অধ্যায়। শতি দিবসে অর্থাৎ বাবিলের ইবিল-মিরোদক রাজা যে বৎসরে রাজতন্ত্র করিতে আরম্ভ করিল, সেই সময়ে যিহুদীয় যিহোয়াখীন রাজাকে সম্ভম করিয়াঙ্গ কারাগারহইতে মুক্ত করিল। এবং তাহাকে প্রীতি ৩২ বাক্য কহিয় তাহার সহিত বাবিলে যত রাজা ছিল, সকলের আসনহইতে তাহার অাসন উচ্চে স্থাপন করিল, এবথ তাহার কারাগারের বস্ত্র পরিবত্তন ৩৩ করাইল ; এবং সে যাবজ্জীবন তাহার সহিত ভোজন পান করিতে লাগিল। এবং বাবিলের ও ৪ রাজাম্বারা নিত্য এক বৃত্তি হইল, অর্থাৎ তাহার যাবজ্জীবন প্রতিদিন + তাহার পরিমিত খাদ্য নিরূপিত হইল। SBSSBSSS SSS0S0SSS K BBS00LLSS S B S S S S DDS SL * (ইন্দ্র) যন্তক ওঠাইয়। " (ইকু স্বদিনে দিনের অংশ । বিরিমিয়ের বিলাপ। ১ অধ্যায় । ১ পাপের নিমিত্তে যিকশালয়ের দুৰ্দ্দশ। ১২ ও তাহার বিলাপের কথা ১৮ ও ঈশ্বরের ন্যtয়তা স্বীকার । হায় ২ যে নগরী লোকেতে পরিপূর্ণ ছিল, সে এখন একাকিনী বসিতেছে ; ও যে তাবৎ দেশের প্রধান। ছিল, সে বিধবার ন্যায় হইয়াছে ; ও যে তাবৎ রাজ্যের মধ্যে রাড়ী ছিল, সে এখন দাসী হইয়াছে। ২ সে রাত্রিতে অতিশয় ক্ৰন্দন করে ; তাহার অশ্রুতে গণ্ডদেশ ভাষিয়া যায় ; তাহাকে অনেকে প্রেম করিত, কিন্তু এখন তাহাকে সান্থনা করে এমত কেহই নাই ; তাহার বন্ধুগণ শজুবৎ হইয় তাহার প্রতি ও বিশ্বাসঘাতকতা করে। যিহুদী দুঃখে ও ভারি দাসভে বন্দিদশাগ্ৰস্ত হইয়া গমন করিয়াছে; সে পরদেশে বাস করিয়া কিছুমাত্র বিশ্রাম পায় না; তাহার ৪ বিপক্ষগণ সঙ্কীর্ণ পথে তাহার সঙ্গ ধরিল। এখন মহোৎসবে কোন যাত্রির আগমন না হওয়াতে সিয়োনের পথ খেদ করে, ও তাহার দ্বার সকল শূন্য আছে ; তাহাতে তাহার যাজকগণ দীঘ নিশ্বাস ত্যাগ করে, ও তাহার কন্যাগণ দুঃখিত আছে, ও সে • অতিশয় তাপিত আছে *। এখন তাহার বৈরিগণ প্রধান হইতেছে, ও তাহার শত্ৰু বগ উন্নত হইতেছে ; তাহার সমূহ অভিালঙ্ঘন প্রযুক্ত পরমেশ্বর তা S BBB S S B S S S S S S S S S SS0S S BBB S S B S S S S S S 0SSSLS0 S 00S0000SS BB SS00S DD BB SS LS SBBB S 0 S 0 S L * (ই3) ভিক্ত তাতে অণুৱে । 724 হাকে দুঃখেতে মগ্ন করিয়াছেন, এই জন্যে তাহার বালকগণ বন্দিদশাগস্ত হইয়া শত্রুর সম্মুখে গিয়াছে। সিয়োনের কন্যার তাবৎ সৌন্দৰ্য্য গিয়াছে, এবথ তাহার অধ্যক্ষগণ চরণস্থান অপ্রাপ্ত ও পশ্চাদ্ধাবকের অগ্ৰে পলায়নকারি দুৰ্ব্বল হরিণের ন্যায় হইয়াছে । যে সময়ে তাহার লো- ৭ কেরা শজুহস্তগত হইলে কেহ তাহাদের উপকার করে না, ও তাহার বৈরিগণ তাহ দেখিয় তাহার বিনাশে উপহাস করে, সেই দুঃখ ও বিনাশকালে ফিরুশালম্ আপনার পূৰ্ব্বের মনোহর সামগ্ৰী সকল স্মরণ করে । যির শালম অতিশয় পাপ করাতে ৮ এমত দূরীকৃত হইল ; হায় ২ যাহারা তাহাকে >

অত্যন্ত সড়ম করিত, এখন তাহার। তাহার উলঙ্গত দেখিয় তাহাকে তুচ্ছ করিতেছে ; তাহাতে সে দীর্ঘ নিশ্বাস ত্যাগ করিয়া আপন মুখ ফিরাইতেছে। তাহার মল বস্ত্রের অঞ্চলে ছিল, সে অাপন শেষাবস্থা মনে করিল না, এই জন্যে এমত আশ্চর্য রূপে নত হইতেছে ; তাহার সান্তুনাকৰ্ত্তী কেহ নাই ; ‘হে পরমেশ্বর, অামার দুঃখ দেখ, কারণ শত্ত্বগণ দপ করিতেছে । বৈরি তাহার তাবৎ মনোহর ১• ঐশ্বৰ্য হস্তগত করিয়াছে; তুমি যে ভিন্নজাতিদিগকে আপন সভাতে প্রবেশ করিতে নিষেধ করিয়াছ,