পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৭৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ অধ্যায়।] তাহারা তাহার দৃষ্টিগোচরস্থ সেই পবিত্র স্থানে ১১ প্রবেশ করিয়াছে। এখন তাহার তাবৎ লোক দীঘ নিশ্বাস ত্যাগ করিতেছে, ও অন্ন চেষ্টা করিতেছে,ও আপন প্রাণ ধারণার্থে অন্নের পরিবৰ্ত্তে আপন সুখদায়ি দ্রব্য সকল দিতেছে। “ হে পরমেশ্বর, আমার প্রতি দৃষ্টিপাত করিয়া মনোযোগ কর, কেননা আমি অতি অবজ্ঞাত ইহতেছি।” হে পথিকগণ,ইহাতে কি তোমাদের কিছু ভাবনা হয় না? পরমেশ্বর আপন প্রচণ্ড ক্রোধের দিনে অামাকে যে শোক দিয়াছেন ও যাহা অামি ভোগ করিতেছি, তাহার সমান কি শোক অাছে ? তাহ ১৩ দেখিয়া বিবেচনা কর । তিনি উর্দ্ধস্থানহইতে অগ্নি প্রেরণ করিলে তাহ আমার অস্থিতে প্রজবলিত হইয়াছে ; তিনি আমার চরণ বদ্ধ করিতে জাল পাতিয়াছেন, ও আমাকে পরাবৃত্ত করিয়াছেন, ও অামাকে অনাথ ও সমস্ত দিন মৃচ্ছাপন্না করিয়াছেন। ১৪ আমার আজ্ঞালঙ্ঘনরূপ যোয়ালি তাহার হস্তুদ্বারা বন্ধ আছে,ও আমার স্কন্ধে বন্ধ হইয়া ভারেতে আমাকে দুৰ্ব্বল করে ; এবং যাহার বিরুদ্ধে আমি উঠিতে পারি না, এমত শজুহন্তে প্রভু আমাকে সমর্পণ ১ৰ করিয়াছেন। প্রভু আমার মধ্যস্থিত হইয়া তাবৎ বলবান লোককে দলিত করিয়াছেন , তিনি আমার যুবগণকে মদন করিতে লোকসমারোহ করিয়াছেন, ও দ্রাক্ষাকুণ্ডে যেমন মদন করে, তদ্রুপ যিহু১৯ দার অবিবাহিত কন্যাকে মদন করিয়াছেন । এই নিমিত্তে আমি ক্ৰন্দন করি ও আমার চক্ষুদ্ধয় অশ্রুতে ভাসিয়া যায় ; আমার সাত্মনাকৰ্ত্তা ও প্রাণের সন্তোষকারী দূরবর্তী হয় ; শত্মলোক জয় করাতে ১৭ আমার বালকেরা অনাথ হইয়াছে।” সিয়োন আপন হস্ত বিস্তার করিলে তাহার সাম্ভুনাকৰ্ত্তা কেহ নাই ; ও পরমেশ্বর যাকুবের শত্ৰুগণকে তাহার চতুদিগে থাকিতে অজ্ঞা দিয়াছেন, ও ফিরুশালম তাহাদের মধ্যে ঋতুমতী স্ত্রীর ন্যায় হইয়াছে।

  • পরমেশ্বর ন্যায়কারী বটেন, আমি তাহার অাডা লঙ্ঘন করিয়াছি ; হে লোক সকল, অামার বিনয় স্তন, ও আমার দুঃখ দেখ; আমার কন্যা১৯ গণ ও যুবগণ বন্দি হইয়া গিয়াছে। অামি আপন মিত্ৰদিগকে আহ্বান করিলে তাহারা অামাকে বঞ্চনা করিল, এবং আমার যাজকগণ ও প্রাচীন লোক সকল আপন ২ প্রাণকে তৃপ্ত করণার্থে অন্ন চেষ্টা ২ - করণ সময়ে নগরে প্রাণত্যাগ করিল। হে পরমেশ্বর, দেখ, আমি কেমন বিপদগ্ৰস্ত হইতেছি! আমার হৃদয় ব্যাকুল হইতেছে, ও অামার অন্তর ব্যথিত হইতেছে ; আমি বিস্তুর অভিালঙ্ঘন করিয়াছি,
  • 3,

> o [* १] म1 • • •९ ॥-[**] चि १४ ; ... u-so fยส 8 ; বিলাপ। এই জন্যে বাহিরে খড়গ ও ভিতরে মহামারী অামাকে দীনহীন করিতেছে। আমি দীর্ঘ নিশ্বাস ত্যাগ করি, ও আমার সান্তুনাকৰ্ত্ত কেহ নাই,ইহা তাহারাস্তনিয়াছে; আমার শত্ৰুগণ এই সকল দুঃখের কথা শুনিয়াছে ; তোমার এইরূপ করণেতে তাহারা অানন্দিত হইতেছে; কিন্তু তুমি যে দিন নিরূপণ করিয়াছ, তাহা উপস্থিত করিলে তাহারা অামার মত হইবে। তাহাদের সকল দুষ্টত তোমার গোচর হউক ; তুমি অামার অধর্মের জন্যে আমার প্রতি যাহা করিয়াছ, তাহাদের প্রতিও তদ্রুপ কর, কেননা আমার দীর্ঘ নিশ্বাস অনেক ও অামার হৃদয় দুৰ্ব্বল হইতেছে।” ২ অধ্যায় । ১ যিকুশীলয়ের দুঃখ পুমুক্ত যিয়িযিয় ভবিষ্যদ্বক্তার বিলাপ ক1t ২ • ও ঈশ্বরের কাজে তাহার দুঃখ প্রকাশ । হায় ২ প্রভু আপিন ক্ৰোধদ্বারা সিয়োনের কন্যাকে কেমন মেঘাচ্ছন্ন করিলেন ; এবং আকাশহইতে ইস্রায়েলের সৌন্দৰ্য্য পৃথিবীতে নিক্ষেপ করিলেন ; তিনি আপন ক্রোধের দিনে আপন পাদপীঠ স্মরণ করিলেন না। প্রভু যাকুবের প্রতি দয়া না করিয়া তাহার তাবৎ বাসস্থান গ্রাস করিলেন, তিনি ক্রোধ করিয়া যিহুদার কন্যার দৃঢ় দুর্গ ভগ্ন করিয়া সমভূমি করিলেন, এবং রাজ্য ও তাহার অধ্যক্ষগণকে অশুচি করিলেন। তিনি প্রচণ্ড ক্রোধে ইস্রায়েলের তাবৎ বল বিনষ্ট করিলেন, ও শঙ্কুর সম্মুখহইতে আপন দক্ষিণ হস্ত ফিরাইলেন, ও চতুদিগ দগ্ধকারি অগ্নিশিখার ন্যায় যাকুবকে দগ্ধ করিলেন। তিনি শঙ্কুর ন্যায় ধনুকে চাড়া দিয়া দক্ষিণ হস্ত বৈরিবৎ শঙ্কুচিত করিয়া দাড়াইলেন, এবখ চক্ষুর সুখজনক সকলকে বিনষ্ট করিলেন, ও সিয়োনের কন্যার তাম্বুমধ্যে আপন ক্ৰোধরুপ অগ্নি নিক্ষেপ † করিলেন। প্রভু শজুতুল্য হইয়া ইস্রায়েলকে গ্রাস করিলেন, ও তাহার তাবৎ অট্টালিক ভগ্ন করিলেন, এবং তাহার দৃঢ় দুর্গ বিনষ্ট করিয়া যিহুদার কন্যার মধ্যে শোক ও বিলাপের বৃদ্ধি করিলেন। তিনি বাগানের বেড়ার ন্যায় আপিন বেড়া দূর করিয়া অাপন সভাস্থান বিনষ্ট করিলেন ; পরমেশ্বর সিয়োনের মধ্যে মহোৎসব ও বিশ্রামবার বিস্মৃত করাইলেন,ও প্রচণ্ড ক্রোধ করিয়া রাজাকে ও যাজকগণকে অবহেলা করিলেন। পরমেশ্বর আপন ষজ্ঞবেদী ত্যাগ করিলেন,ও আপন পবিত্র স্থান ঘৃণা করিলেন; তিনি তাহার অট্টালিকার ভিত্তি শজুহন্তে সমপণ করিলেন; তাহাতে তাহারা পরমেশ্বরের মন্দিরে মহোৎসবের দিনের ন্যায় কোলাহল করিল। পরমেশ্বর সিয়োনের কন্যার প্রাচীর ভগ্ন করিতে নিরূপণ 11 Gas.Jot x—.11 » د - ه ; l R1s هم -چم ; د v] fH د ]-1I د ه. [২ অধ্য ] গী ৭৪ ; ১- ১ ১ ॥—[১] ১ ব* ২৮ ; ২ ৷৷

  • (ইব্রু শৃদ্ধ দেন। I (ইকু চালিলেন।

725 ৭২৫