পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৭৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭২ত করিয়া সুত্রপাত করিলেন, এবং ভগ্ন করণহইতে উাহার হস্ত নিবৃত্ত হইল না; অতএব তিনি দুর্গ ও প্রাচীরকে বিলাপ করাইলে তাহারা দুৰ্ব্বল হইল। ১ ও তাহার দ্বার মৃত্তিকাতে পতিত হইল, ও তিনি তাহার হুড়ক ভগ্ন করিয়া বিনষ্ট করিলেন ; তাহার রাজা ও অধ্যক্ষগণ অন্যদেশীয়দের মধ্যে গমন করিলে আর কোন উপদেশ হয় না; তাহার ভবিষ্যদ্বক্তৃগণ পরমেশ্বরহইতে কিছুই দর্শন পায় না। ১• সিয়োনের কন্যার প্রাচীন লোক সকল মৃত্তিকাতে বসিয়া নীরব হইয়া থাকে ; তাহারা আপন মস্তকের উপরে ধূলা ছড়াইয়া চট পরিধান করে,ও ফিরুশা১০ লমের কন্যাগণ ভূমিতে শিরোনমন করিয়া থাকে। অশ্রুপাতদ্বারা আমার দৃষ্টি ক্ষীণ ও অন্ত্র ব্যাকুল হয়, ও অামার লোকদের কন্যার বিনাশ হওয়াতে আমার যকৃৎ মৃত্তিকাতে ঢালিত আছে,কেননা বালকগণ ও স্তন্যপায়ি শিশুগণ নগরের পথে মূৰ্চ্ছাপন্ন হইল। ১২ এবং শস্য ও দ্রাক্ষারস কোথায় ? তাহারা আপন ২ মাতাকে এই কথা কহিতে ২ ক্ষতবিক্ষত লোকদের ন্যায় নগরের পথে অচৈতন্য হইয়া মাতাদের বক্ষ১৩ স্থলে প্রাণত্যাগ করিল। হে যিরশালমের কন্যে, অামি তোমার পক্ষে কি কহিব ? অামি কাহার সহিত তোমার উপমা দিব ? হে সিয়োনের আবিবাহিতে কন্যে, আমি তোমার সান্তুনা করিতে কাহীর সহিত তোমার দৃষ্টান্ত দিব ? কেননা সমুদ্রের ন্যায় তোমার বৃহৎ ভগ্নতার চিকিৎসা কে করিতে ১s পারে ? তোমার ভবিষ্যদ্বক্তৃগণ তোমার নিমিত্তে অনর্থক ও অজ্ঞানের কথা প্রকাশ করিল ; তাহারা তোমার বন্দিঅব নিবারণ করিতে তোমার অধৰ্ম প্রকাশ করিল তাহা নয়, কিন্তু তোমার নিমিত্তে মিথ্যাভবিষ্যদ্বাক্য ও দেশচু্যতিজনক কথা কহিল। ১ - যাহারা তোমার নিকট দিয়া যায়, তাহার তোমার প্রতি হাততালি দেয় ; ‘সম্পূর্ণ সৌন্দৰ্য্য বিশিষ্ট ও তাবৎ পৃথিবীর আনন্দদায়ি নামে বিখ্যাত নগর কি এই ?” এ কথা কহিয়া তাহারা যিরশালমের কন্যার ১ ও প্রতি মস্তক লাড়িয়া হাততালি ও শীষ দেয়। তোমার তাবৎ শত্ৰুগণ তোমার বিরুদ্ধে অপমানের কথা কহে *, ও শীষ দিয়া দন্ত ঘর্ষণ করিয়া বলে, অামর। তাহাকে গ্রাস করিলাম, ও যে দিনের অপেক্ষ করিলাম, সেই দিন এই দেখিলাম ও পাইলাম।” ১৭ পরমেশ্বর আপন অভিপ্রায় সিদ্ধ করিলেন, ও অাপন পূৰ্ব্বোক্ত বাক্য সফল করিলেন ; তিনি দয়া না করিয়া অধঃপতন করিলেন, ও তোমার শত্রুকে বিলাপ। [৩ অধ্যায় । তোমার উপরে আনন্দ করাইলেন, ও তোমার শত্ৰুদের বলের f বৃদ্ধি করিলেন। ও তাঁহাদের হৃদয় ১৮ প্রভুর কাছে প্রার্থনা করিল ; হে সিয়োনের কন্যার প্রাচীর,দিবারাত্রি তোমার অশ্রু নদীর ন্যায় ভাসিয়া যাউক, আপনাকে কিছু বিশ্রাম দিও না, ও তোমার চক্ষুর তারাকে শান্ত হইতে দিও না। উঠিয়া রাত্রির ১৯ প্রত্যেক প্রহরের প্রথমে আন্তস্বর কর, ও পরমেশ্বরের সম্মুখে আপন হৃদয় জলের ন্যায় ঢাল, ও আপনার যে সকল অগপ বয়স্ক বালকের প্রত্যেক পথের মস্তকে ক্ষুধাতে মুছাপন্ন আছে, তাহীদের রক্ষাথে তাহার প্রতি কৃতাঞ্জলি হও। হে পরমেশ্বরী,তুমি কাহার প্রতি এই কর্ম করিতেছ? • তাহা বিবেচনা কর ; স্ত্রীগণ কি আপনাদের গর্ভুফল, অর্থাৎ প্রতিপালিত | বালকদিগকে ভোজন করিবে? এবং যাজক ও ভবিষ্যদ্বক্তা কি প্রভুর পবিত্র স্থানে হত হইবে ? অাবাল বৃদ্ধ সকলে পথের মধ্যে ভূমিতে = পতিত হইয়া থাকে, এবং আমার যুবতি ও যুবগণ খড়গে হত হইয়া পতিত হয় ; তুমি আপিন ক্রোধের দিনে দয়া না করিয়া তাহাদিগকে প্রহার ও বধ করিল। তুমি উৎসবদিনের ন্যায় আমার চতুৰ্দ্দিগস্থ ২২ ভয় সকলকে আহ্বান করিলা ; তাহাতে পরমেশ্বরের ক্রোধের দিনে কেহ এড়াইল না ও রক্ষা পাইল না; আমি যাহাদিগকে প্রতিপালন করিলাম, শত্ৰু তাহাদিগকে বিনষ্ট করিল। ৩ অধ্যায়। ১ নানা দুঃথের অন্যে বিলাপ ২১ ও দুঃখ সহ্য করণের &পদেশ কয় ৩৭ ও ঈশ্বরের ন্যায় স্বীকার ও ওম্বারের জন্যে পুর্থন ও শত্ৰুদের বিনাশের কয়। অামি আমিই তাহার ক্ৰোধৰূপ দণ্ডের দ্বারা শান্তি s ভোগ করিতেছি । তিনি আমাকে লইয়া আ- ২ লোতে নয় কিন্তু অন্ধকারে আনেন । তিনি আ- ও মার বিপক্ষ হইয়া সমস্ত দিন হস্তদ্বারা অামাকে প্রহার করেন। এবং আমার মাংস ও চর্ম জীর্ণ ৪ করেন ও আমার অস্থি ভগ্ন করেন। তিনি আমাকে স্থা অবরোধ করেন,এবং দুঃখ ২ ও শ্রমদ্বারা আমাকে বেষ্টিত করেন ; ও পূৰ্ব্বকালের মৃত লোকদের ন্যায় ৪ অন্ধকারে আমাকে বাস করান ; এবথ আমি অতি- ৭ ক্রম করিতে পারি না, এমত বেড়াতে আমাকে অবরোধ করেন; আমার শৃঙ্খল অতিভারী করেন। আমি উচ্চৈঃস্বরে বিনতি করিলেও তিনি আমার প্রার্থন অগ্রাহ্য করেন । তিনি খোদিত প্রস্তুরদ্বারা আমার ৯ পথ রোধ করেন ও অামার গতি বক্র করেন। তিনি ১• to SBS S B S S B S S S S BBB S S0S S DDSSS DDSDDSDDSDSDSSS 00S0S SDSS 00 LSLL SggSS BB BS S B S S B BBS BSBBS B DSDSDDS BB CS SS S BB BSBS S BB BS BB BS BB BSBS S D DDS DD D BB AAAAA 00 S 0 BB SS 00 SS [৩ অব্য] 7:20 গী ১০ । SBBS BB BBB BBB SBB BBBSBBB BBSBBSS BBB পরিহিত (ইবু) পিত্ত ।