পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৭৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१२ ध्र ৪ অধ্যায় । ১ সিয়েশনের জন্যে বিলাপের কথা ১৩ ও আপনাদের পাপ স্বীকার করণ ২১ ও ইদোয়ের লোকদের দণ্ডের ভবিষ্যদ্বাক্য । হায় ২ সুবর্ণ কিবা মলিন হইয়াছে ! ও নির্মল সুবর্ণ কিবা বিকৃত হইয়াছে ! পবিত্র স্থানের যত প্রস্তর ২ সকলি পথের মস্তকে নিক্ষিপ্ত হইয়াছে। হায় ২ নির্মল সুবর্ণ সদৃশ সিয়োনের শ্রেষ্ঠ পুত্ৰগণ * কুম্ভকারের হস্তকৃত মৃৎপাত্রের ন্যায় গণিত হইয়াছে। ও সমুদুচরের স্তন দেয়, তাহারা আপন ২ শিশুদিগকে দুগ্ধপান করায়, কিন্তু আমার লোকদের কন্যা বনচর উন্ট্রপক্ষির ন্যায় নিৰ্দ্দয় হইয়াছে। • স্তন্যপায় শিশুদের জিহ্বা পিপাসাতে তালুতে লাগিয়াছে, এবং বালকের ভক্ষ্য চাহিলে কেহ তাহাদিগকে কিছু দেয় নাই। যাহারা উত্তম ভোজন করিত, তাহারা পথের মধ্যে অনাথ হইয়া আছে ; এবং যাহার রক্তবর্ণ বস্ত্র পরিধান করিত †, তাহারা ৬ এখন সারের ঢিবিতে বৈসে যে সিদোম মনুষ্যের হস্তদ্বারা নয়, কিন্তু (ঈশ্বরেতে) এক নিমিষে বিনষ্ট হইল, তাহার দণ্ডহইতেও আমার লোকের কন্যার ৭ অধিক দণ্ড হইয়াছে। হায় ২ তাহার যে অধ্যক্ষগণ বরফহইতেও নির্মল ও দুগ্ধহইতেও শুক্লবৰ্ণ ছিল, এবং যাহাঁদের শরীর পদমর্যাগমণিহইতেও রক্তবর্ণ ৮ ও নীলকান্তমণির ন্যায় কান্তিবিশিষ্ট ছিল,তাহদের মুখ এখন কালিমাহইতেও কাল হইয়াছে; পথে তাহাদিগকে চেনা যায় না,তাহারা অস্থি চর্ম অবশিষ্ট হইয়াছে, ও চর্ম সকল কাষ্ঠবৎ অথচ সঙ্কুচিত হই৯ য়াছে। যাহারা খড়গে হত হয়, তাহারা এই ক্ষুধাতে হত লোক অপেক্ষ বরণ ভাল,কেননা ইহার ক্ষেত্রজাত শস্যাভাবরূপ খড়গ বিদ্ধ হইয়া প্রাণত্যাগ ১• করে। দয়ালু স্ত্রীগণের হস্ত আপনাদের বালকগণকে রন্ধন করিয়াছে, ও আমার লোকের কন্যার বিনাশকালে ঐ বালকের তাহাদের খাদ্যদ্রব্য হইল। ১১ পরমেশ্বর আপনার প্রচণ্ড কোপ প্রজবলিত করিয়া সিয়োনে ভিত্তিমূল পৰ্য্যন্ত দগ্ধকারি এক অগ্নি ১২ জালাইয়া আপন ক্রোধ সম্পূর্ণ করিলেন । কিন্তু কোন বৈরি কি শত্ৰুগণ যিরশালমের দ্বারে প্রবেশ করিতে পরিবে, ইহা পৃথিবীর রাজগণ ও জগতের তাবৎ লোক কেহ প্রত্যয় করে নাই । এই সকল কেবল ভবিষ্যদ্বক্তৃগণের অধর্মে ও দেশের মধ্যে ধামিকদের রক্তপাতকারি যাজ > --> বিলাপ। অন্ধ লোকের ন্যায় ভূমণ করিয়া রক্তদ্বারা আপনাদিগকে এমত অশুচি করিত, যে কেহ তাহীদের বস্ত্র সপশ করিতে পারিত না। লোকেরা তাহাদিগকে ডাকিয়া কহিল, হে অপবিত্র লোক, চল ২ সপশ করিও না ; তাহারা পলায়ন করিয়া ভ্ৰমণ করিলে অন্যদেশীয় লোক কহিল, তাহারা আমাদের সহিত বাস করিতে পারবে না। পরমেশ্বর ক্রোধের দ্বারা তাহাদিগকে ছিন্নভিন্ন করিলেন,তাহাদের প্রতি অTর দৃষ্টিপাত করিবেন না, কারণ তাহারা যাজকগণকে অাদর ও প্রাচীনগণকে সন্ডম করিল না। উপকার অপেক্ষা করণে আমাদের দৃষ্টি ক্ষীণ হইল ; যে দেশীয় লোক আমাদের রক্ষা করিতে পারিল না, তাহাদের জন্যে আমরা উচ্চগৃহে থাকিয়া নিরর্থক নিরীক্ষণ করিলাম। শত্ৰুগণ আমাদের বিক্ষেপ এমত অনুসন্ধান করিল,যে তন্নিমিত্তে আমরা পথে ভূমণ করিতে পারিলাম না ; আমাদের সময় নিকট ও অন্তিম কাল উপস্থিত ও শেষ দশা আগত। কেননা অীকাশের উৎক্রোশ পক্ষির ন্যায় বেগগামি যে আমাদের নিগ্ৰহকতৃ সকল, তাহারা পৰ্ব্বতের উপরে আমাদের পশ্চাৎ ২ ধাবমান হইল, ও তাহারা আমাদের জন্যে বনে ২ লুককায়িত থাকিল। এবং তাহার আশ্রয়ে আমরা দেশীয়দের মধ্যে বাস করিব, যাহার বিষয়ে এই কথা কহিলাম,তিনি অর্থাৎ আমাদের নাসিকার নিশ্বাসস্বরূপ পরমেশ্বরের অভিষিক্ত ব্যক্তি তাহাদের গৰ্ত্তে ধৃত হইল। হে উষদেশনিবাসিনি ইদোমের কন্যে, তুমি এখন আনন্দিতা ও পুলকিত হও, কিন্তু পানপাত্র তোমরি নিকট পর্যন্ত যাইবে, এবং তুমিও মন্ত হইয়া উলঙ্গিনী হইবা । হে সিয়োনের কন্যে, তোমীর পাপের দণ্ড শেষ হইলে তিনি তোমাকে বন্দিদশাতে আর লইয়া যাইবেন না ; হে ইদোমের কন্যে, তিনি তোমার পাপের শান্তি দিবেন ও তোমার অপরাধ প্রকাশ করবেন। ৫ অধ্যায় । ১ মিরিমিয়ের পুথিন ও পাপস্বীকার ও বিলাপের কথ। হে পরমেশ্বর, অামাদের প্রতি কি রূপ ঘটিল, তাহ মনে কর, ও অবলোকন করিয়া আমাদের অপমান বিবেচনা কর । আমাদের অধিকার অন্যদেশীয়দের ও আমাদের বাটী প'ৱজাতীয়দের হস্ত গত হইয়াছে। এবং আমরা অনাথ ও পিতৃহীন হইয়াছি, আমাদের মাতৃগণ বিধবার ন্যায় আছে। S BBBB BBBB BBBS BBBBB BBBB BBBS BBBB BB BBS BB BBB BBBSB BBBBB LLLSBBS B S0S0LS BD DSAgSKB SBBBSBBB BBBS BB 00S Y S DD LS D DDS SAAAA SASS SSSSSS BBB BBS দ্বি ২৮ ; ই ৯ । মির ৪ ; ১৩ ॥—[২০] fযর S0S LLSSSBSBBS BB BB S BB BS SSS S 00S DS [• অব্য] গী ৭৯ ৷৷ 728 SBS BBBB BBB SBS BBBB BBBB BBB SBBS BBBB BBSBBS BB S [৪,৫ অধ্যায়।

  • -

> -