পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৭৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ অধ্যায় ।] • কাষ্ঠ আমাদের কাছে বিক্রীত হয়। আমরা স্কন্ধে র্যোয়ালি বহিয়া তাড়িত হই ; এমন্ত শ্রম করি যে * কিছু বিশ্রাম পাই না। আমরা ভোজন করিয়া তৃপ্ত হইবার নিমিত্তে মিস্ট্রীয়দের ও অশূরীয়দের বশীভূত হই। আমাদের পূৰ্ব্বপুরুষেরা পাপ করিয়াছে, এখন তাহারা নাই, কিন্তু তামরা সেই ৮ পাপের ভোগ করিতেছি। এখন দাসগণ অামাদের উপরে কর্তৃক্তত্ব করে, তাহাদের হস্তহইতে ৯ আমাদিগকে উদ্ধার করে এমত কেহ নাই। প্রাস্তরে খড়গ থাকাতে আমরা প্রাণপণ না করি১• লে খাদ্য পাই না। ভয়ঙ্কর দুৰ্ভিক্ষ হওয়াতে আ১১ মাদের চর্ম চুলার ন্যায় শুষ্কক হইল। শত্ৰুগণ সিয়োনের স্ত্রীগণকে ও যিহুদার কন্যাদিগকে বলাৎকার ১২ করে। অধ্যক্ষগণ বদ্ধহস্ত হইয়া ঝুলান যায়, ও ও প্রাচীন লোক আদৃত হয় না। শত্ৰুগণ * পেষণার্থেf যুবদিগকে লয়, ও বালকেরা কাষ্ঠভারে অধঃ বিহিয়ূেল। ৭২৯ পতিত হয়। প্রাচীনের দ্বারে আগমনে ও যুবগণ • বাদ্য করণে নিবৃত্ত হয়। আমাদের মনের আনন্দ ১২ লুপ্ত হয় ও নৃত্য শোকের বিষয় হয়। আমাদের মন্ত- ১৬ কহইতে মুকুট খসিয়া পড়ে ; হায় আমির কেন পাপ কৰিলাম ? তন্নিমিত্তে আমাদের অন্তঃকরণ ১ : দুৰ্ব্বল হয়, ও তাহার জন্যে আমাদের চক্ষুর দৃষ্টি ক্ষীণ হয়। আর সিয়ে ন পৰ্ব্বত অরণ্য হওয়াতে ১৮ শৃগালগণ তাহাতে গমনাগমন করে। হে পরমেশ্বর, ১৯ তুমি চিরস্থায়ী ; তোমার সি হাসন পুরুষানুক্রমে স্থায়ী। তুমি কেন অামাদিগকে সৰ্ব্বদা বিস্তুত হও ও ২অমাদিগকে কেন চিরকাল ত্যাগ কর : হে পর- ২ ১ মেশ্বর, তুমি আমাদিগকে আপন পক্ষে ফিরাও, তবে আমরা ফিরিব; পূৰ্ব্বসময়ের ন্যায় আমাদের সময় উপস্থিত কর । তুমি আমাদের প্রতি আতিশয় ২২ ক্রোধ করিয়া অামাদিগকে কি সৰ্ব্বতোভাবে ত্যাগ করিব1 ? ইতি । S g S DDSD LLS0 BB BBSS 0S0S0 T TtS C

  • (ইবু) তাহার। I (ব) র্যাত বহনর্যে।

যিহিস্কেলের ভবিষ্যদ্বাক্য। ১ অধ্যায়। ৯ মিলিঙ্কুেলের ভবিষ্যদ্বাক্যের সযয়ের নির্ণয ৪ ও চারি পাণিদের দর্শন ১৫ ও চার চক্রের দশন ২৬ ও পর যে ত্রিপাশত বৎসরের চতুর্থ মাসের পঞ্চম দিনে আমি বন্দিদের মধ্যে হাবোর * নদীতীরে উপস্থিত হইলে স্বৰ্গঙ্গার মুক্ত হইল, তাহাতে আমি ঈশ্বরীয় দশন ২ পাইলাম। এবং রাজা য়িহোয়ার্থীনের বন্দী হও ও নের পঞ্চম বৎসরের ঐ মাসের পঞ্চম দিনে কস্দীয়দের দেশে হাবোর * নদীতীরে পরমেশ্বর বৃষি যাজকের পুত্র যিহিষেকলে আবির্ভূত হইযা তাহার কাছে আপনি বাক্য উপস্থিত করিলেন। আমি দৃষ্টি করিয়া এই দেখিলাম, উত্তরদিগহইতে ঘুর্ণবায়ুর সহিত এক বৃহৎ মেঘ ও স্তম্ভাকৃতি + অগ্নি ও তাহার চতুদিগে এক মহাতেজ ও তাহার মধ্যহইতে অর্থাৎ অগ্নির মধ্য হইতে তপ্ত কাঞ্চনের ন্যায় বর্ণ ; এবং তাহার মধ্যহইতে প্রাণিদের চারি মূৰ্ত্তি প্রকাশিত হইল ; তাহদের আকৃতি মনুষ্য সদৃশ। কিন্তু প্রত্যেকের চতুর্মুখ ও চারি ঘোড়া পক্ষ। তাহদের ৭ চরণ সরল,ও চরণের তালু গোবংসের ন্যায়, এবx তাহারা পরিষ্ণকৃত পিত্তলের ন্যায় চাকচক্যবিশিষ্ট। এবং তাহাদের চকুপাশ্বে পকের নীচে মনুষ্যবৎ ৮ হস্ত ছিল ; ঐ চারি প্রাণির মুখ ও পক্ষ (সমান) ছিল। তাহাদের পক্ষ পরসপর সমান,এবথ তাহারা ৯ গমন করিলে ফিরিত না, প্রত্যেকে সরল ও সন্মুখ পথে গমন করিত। তাঁহাদের মুখের আকৃতি • • এই ; দক্ষিণদিগে মনুষ্যবৎ ও সিংহবৎ দুই মুখ, এবং বামদিগে গোরুর ন্যায় ও উৎক্রোশ পক্ষিত্র ন্যায় দুই মুখ ছিল এই প্রকারে তাঁহাদের প্রত্যেকের মুখ ছিল। এবং তাহাদের সকলের সমানরূপ , , দুই পক্ষ উপরদিগে বিস্তীর্ণ ও দুই পক্ষদ্বারা শরীর আচ্ছাদিত হয়। এবং তাহারা প্রত্যেকে সন্মুখ পথে ১২ চলে, ও তাহদের যে দিগে ইচ্ছা ! সেই দিগে গমন করে ; গমন করিবার সময়ে ফিরিতে হয় না। এমত মূৰ্ত্তিবিশিষ্ট প্রাণিদের তেজ প্রজবলিত অঙ্গার ১৪ ও প্রদীপ সদৃশ; তাহাদের মধ্যে এক অগ্নি গমনাগমন 0 AA 00 S DD 00SLS D D S D S SS D DSDS D 0S0S 00SBBS BB S S D S K S 0 K S 0 AAAASSAAAASSSS S S

  • (ব) কিবার। I (ইকু অভূনিয়া। ; .ே) আত্মি ।