পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৭৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩ অধ্যায়।] ৩ অধ্যায় । ১ তাহীকে পুস্তক ভোজন করাওল ৪ ও অস্থার পুতি পরযেস্থরের ওপদেশ ১২ ও অগত্ম দ্বারা অপহীর উৰ্বারোহণ ১৫ ও বন্দিলোকদের মধ্যে গেলে ঈশ্বরের ওপদেশ পাওন ২২ ও ঈশ্বরঙ্গ ষ্টতে তাঁহার যুথ বদ্ধ হওন ও যুক্ত হওন । ১ পরে তিনি আমাকে কহিলেন, হে মনুষ্যের সন্তান, তোমার কাছে যাহা উপস্থিত তাহা ভোজন কর, অর্থাৎ এই পুস্তক ভোজন করিয়া ইস্রায়েল বংশের ২ নিকটে গিয়া তাহার কথা বল। তাহাতে আমি মুখ গুলিলে তিনি আমাকে সেই পুস্তক ভোজন করাইও লেন। পরে তিনি আমাকে কহিলেন, হে মনুষ্যের সন্তান, আমি তোমাকে যে পুস্তক দিলাম, তাহ উদরে * গ্রহণ করিয়া উদর পরিপূর্ণ কর। তাহাতে আমি তাহা ভোজন করিলে আমার মুখে মধুর ন্যায় মিষ্ট বোধ হইল। অপর তিনি আমাকে কহিলেন, হে মনুষ্যের সন্তান, তুমি এখন ইস্রায়েল বংশের নিকটে যাইয়া তাহাদিগকে আমার কথা বল। তুমি গভীর ও কঠিন ভাষাবাদি । কোন লোকদের কাছে প্রেরিত নহ,কিন্তু ইসায়েল বংশের নিকটে প্রেরিত হইতেছ। এবং তোমার বোধগম্য গভীর ও কঠিন ভাষাবাদী সমূহলোকদের কাছে তুমি প্রেরিত নহ; আমি তাহাদের নিকটে তোমাকে পাঠাইলে তাহারা তোমার কথা অবশ্য শুনিত। কিন্তু ইস্রায়েল বংশ তোমার কথায় মনোযোগ করিবে না, কেননা ইস্রায়েল বখশ সকলেই নির্লজ্জমুখ ও কঠিনান্তঃকরণ, এবং আমার ৮ কথাতেও মনোযোগ করিতে অসন্মত। দেখ, আমি তাহাদের মুখের প্রতিকূলে তোমার মুখ, ও তাঁহাদের কপালের বিরুদ্ধে তোমার কপাল দৃঢ় করিই লাম। অগ্নিবৎ প্রস্তর হইতেও দৃঢ় যে হীরক তাহার ন্যায় তোমার কপাল দৃঢ় করিলাম; তাহারা যদ্যপি অনাড়াবহ বখশ হয়, তথাপি তাহাদিগকে ভয় করিও না ও তাঁহাদের ক্ৰোধদৃষ্টিতে ভীত হইও না। ১• পুনশ্চ আমাকে কহিলেন,হে মনুষ্যের সন্তান,আমি তোমাকে যে ২ কথা কহি, তাহ কর্ণে শুনিয়া অন্তঃ= ১ করণে গ্রহণ কর। এবং চল, বন্দিদশাগ্রস্ত আপন লোকের সন্তানদের কাছে যাইয়া তাহাদিগকে বল ; তাহারা শুনুক বা না শুনুক, তথাপি প্রভু পরমেশ্বর এই কথা কহেন, ইহা তাহাদিগকে জ্ঞাত কর। পরে আত্মা অামাকে আরোহণ করাইলে “মহামহিম পরমেশ্বর ধন্য, এই বাক্য অতিশয় কম্পনের শব্দের ন্যায় আপন পশ্চাতে র্তাহার স্থান হইতে ১ ও শুনিলাম। এবং ঐ প্রাণিদের পরস্পর পক্ষাঘাতের > R বিহির্মুেল। 9 లి} শব্দ ও তাঁহাদের পাশ্বে চক্রের শব্দ এবং অতিশয় কম্পনের শব্দ শুনিলাম। এবং আত্মা আমাকে ১ ও আরোহণ করাইয়া লইয়া গেলেন ; তাহাতে আমি দুঃখিত ও তাপিত মনেতে গেলাম ; কিন্তু পরমেশ্বর ৪ অামাতে দৃঢ়রপে আবির্ভূত হইলেন । অনন্তর আমি তেলাবাবে হাবোর নদীতীরস্থ বন্দি ১৪ লোকদের কাছে গিয় তাহাদের উপবেশনের স্থানে বসিলাম, এবং সেই স্থানে আশ্চৰ্য্য জ্ঞান করিয়া সপ্তাহ বাস করিলাম। সপ্ত দিন গত হইলে পর ১৬ পরমেশ্বরের এই কথা অামার নিকটে উপস্থিত হইল; হে মনুষ্যের সন্তান,আমি তোমাকে ইস্রায়েল ১৭ বংশের মধ্যে প্রহরী করিয়া নিযুক্ত করিলাম ; তুমি আমার প্রমুখাৎ যে কথা শুনিব, তাহাদ্বারা তাহাদিগকে আমার নামে চেতনা দেও। অবশ্য তোমার ১৮ মৃত্যু হইবে, এই কথা আমি দুষ্ট লোকের প্রতি কহিলে তুমি যদি তাহাকে চেতন না দেও, এবং তাহার প্রাণ রক্ষার্থে চেতন দিতে তাহার কুপথ বিষয়ে ঐ দুষ্ট লোককে উপদেশ না কর, তবে সেই পাপী আপন অধৰ্মে মরিবে, কিন্তু তোমাহইতে | তাহার রক্তপাতের দণ্ড লইব । তুমি পাপিকে ১১ চেতনা দিলে সে যদি আপন পাপ ও কুপথ হইতে না ফিরে, তবে সে অাপন অধৰ্মে আপনি মরিবে, কিন্তু তুমি আপন প্রাণ রক্ষা করিব। আর কোন ২• ধাৰ্মিক লোক অাপন ধর্ম ত্যাগ করিয়া যদি পাপাচরণ করে, তবে তাহার সম্মুখে আমি বাধা রাখিলে সে মরিবে ; সে তোমাহইতে চেতন না পাইয়া যদি মরে, তবে আপন পাপে মরিবে, ও তাহার পূর্বকৃত ধর্ম আর স্মরণে আসিবে না; কিন্তু আমি তোমাহইতে | তাহার রক্তপাতের দণ্ড লইব । তুমি ধাৰ্মিক লোককে পাপ না করিতে ১২ চেতন দিলে সে যদি পাপ না করে, তবে সে সেই চেতনাদ্বারা অবশ্য বাচিবে, এবং তুমিও আপন প্রাণ রক্ষা করিব1। অপর পরমেশ্বর আমাতে আবিভূত হইয়া কহি- ২২ লেন, তুমি উঠিয়া উপত্যকাতে যাও, আমি সেখানে তোমার সহিত আলাপ করিব। তাহাতে আমি উঠি- ২৭ য়। উপত্যকাতে গমন করিলে হাবোর নদীতীরে যেরূপ তেজ দেখিয়াছিলাম, তদ্রুপ পরমেশ্বরের তেজ সেস্থানেও উপস্থিত হওয়াতে আমি উবুড় হইয়া পড়িলাম। তাহাতে আত্মা অামাতে আবির্ভূত হইয়া ২ • অামাকে দণ্ডায়মান করিয়া অামার সঙ্গে আলাপ করিয়া এই কথা কহিলেন ; তুমি আপন গৃহে প্রবেশ করিয়া দ্বার রুদ্ধ করিয়া থাক। দেখ, হে মনুষ্যের ২৫ [৩ অব্য : ১-৩] যিহি ২ ; ৮.১। পু ৯, ১০ । যির ১৫ ॥–Ls) য • • ; . •, «ο ιι-[*] (τι : « , " ο ιι [v,>] যির ১ , ১৮, ১৯ । ১৫ : BB S SSLS S 0 BB JSSS S0S S DS it –[२ a] = > २ ।। L00S D DD AAAA AAAASAAASSS S BBB S S 0 S S 0 S S SLS 0S il-[**] 8 ; v ii -k (ইকু) অস্তুে। I (ইক্ৰ) গভীর ওষ্ঠের ও ভারি জিহ্বার। } (ইনু) পরমেশ্বরের হন্ত (ইর) তোযার হন্তে। 731