পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৭৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৮ অধ্যায় ।] তাহাদের স্বর্ণ ও রূপ তাহাদিগকে রক্ষা করিতে পারিবে না, ও তাহাদ্বারা তাহদের প্রাণের তৃপ্তি হইবে না, ও তাঁহাদের উদর পূর্ণ হইবে না, কেননা সে সকল ধন তাহাদের বিয়াজনক পাপস্বরূপ হই২ - য়াছে। তাহারা মনোহর অভরণে অহংকারী হইয় তাহাদ্বারা অশুচি প্রতিমা ও ঘৃণাহ বিগ্রহকে সাজাইয়াছে, এ কারণ আমি তাহ মলস্বরূপ করিব। ২ এবং বিদেশীয়দের হস্তে ও পৃথিবীর দুষ্ট লোকদের হন্তে তাহ লুটদ্রব্যস্বরূপ সমপণ করিব,এবং তাহাঁ২২ রা তাহ অপবিত্র করিবে। আমি তাহাদের প্রতি পরাভূখ হইলে আমার গুপ্ত পবিত্র স্থান অপবিত্র হইবে, ও দসু্যগণ তাহার মধ্যে প্রবেশ করিয়া তাহা ২ ও অপবিত্র করিবে । শৃঙ্খল প্রস্তুত কর, কেননা দেশ বধের বিচারে পূর্ণ অাছে, ও নগর দৌরাত্ম্যে পরি২• পূর্ণ আছে। অতএব আমি অন্যদেশীয় দুষ্টতম লোকদিগকে আনিব, তাহাতে তাহারা তাহাদের গৃহ অধিকার করিবে ; আমি বলবান লোকদের দপ চূৰ্ণ করিলে তাহদের তাবৎ পবিত্র স্থান অপবিত্র ২৫ হইবে। বিনাশ উপস্থিত হইলে তাহার। রক্ষার চেষ্টা ২ • করিবে, কিন্তু পাইবে না। তাহাদের বিপদের উপরে বিপদ ঘটিবে, ও কুসমাচারের উপরে কুসমাচার আসিবে ; তৎকালে তাহারা ভবিষ্যদ্বক্তার দর্শন চেষ্টা করিবে, কিন্তু যাজকগণের শাস্ত্রজ্ঞান ও প্রাচী২৭ নদের পরামর্শ লোপ পাইবে । এবথ রাজা শোকাকুল হইবে ও অধ্যক্ষগণ বিস্ময়ান্বিত হইবে ও প্রজালোকের হস্ত কঁাপিবে ; আমি তাহীদের আচারানুসারে তাহাদের প্রতি আচার করিলে ও তাহাদের বিচারানুসারে তাহাদের প্রতি বিচার করিলে আমি যে পরমেশ্বর, তাহ তাহারা জানিতে পারিবে । ৮ অধ্যায় । ১ বিরুশীলয়ে যিহি কেলের ঈশ্বরীয় দশন ৫ ও বিগ্ৰহ 3 প্রতিয়ার দর্শন ৭ ও বিগ্রহের গৃহ দৰ্শন ১৩ ও তন্ময়পূজাকারিণী স্ত্রীলোকের দর্শন ১৫ ও সূর্য্য পূজাকারি দের দর্শন 월 3 দেবপূজার নিমিত্তে পরমেশ্বরের ক্রোব । ৯ ষষ্ঠ বৎসরের ষষ্ঠ মাসের পঞ্চম দিনে আমি আপন বাটীতে উপবিষ্ট ছিলাম,এবথ যিহুদার প্রাচীন লোকের। আমার কাছে উপবিষ্ট ছিল, এমন সময়ে প্রভু পরমেশ্বর অামাতে আবির্ভূত হইলেন। ২ তাহাতে আমি অবলোকন করিয়া অগ্নিবৎ তেজবিশিষ্ট এক মূৰ্ত্তি দেখিলাম ; তাহার কটিদেশহইতে অধোদিগ প্রজবলিত অগ্নির ন্যায় ও উদ্ধৃদিগ ও জ্যোতি ও তপ্তকাঞ্চনের তেজের ন্যায়। তিনি এক হস্তাকৃতিমূৰ্ত্তি বিস্তার করিয়া অামার মস্তকের কেশ যিহিয়ূেল।

  • No Q

ধরিলে আত্মা পৃথিবী ও আকাশের মধ্যপথে অামাকে উৰ্দ্ধে তুলিলেন, এবং ঈশ্বরীয় দর্শনে যিক্লশালমের যে স্থানে ক্ৰোধোৎপাদক ক্রোধপ্রতিমা থাকে, অর্থাৎ উত্তরদিগের অন্তর দ্বারের নিকটে আমাকে আনিলেন। তাহাতে আমি পূর্বে উপত্যকার মধ্যে a যেমন দেখিয়াছিলাম, সে স্থানেও তদ্রুপ ই সুয়েলের ঈশ্বরের তেজ দেখিলাম । তিনি আমাকে কহিলেন,হে মনুষ্যের সন্তান, তুমি চকু তুলিয়া উত্তরদিগের পথ দেখ ; তাহাতে আমি উত্তরদিগে চকু তুলিয়া হোমবেদির দ্বারের প্রবেশস্থানে ক্রোধজনক ঐ প্রতিমা দেখিলাম। অনন্তর ও তিনি আমাকে কহিলেন, হে মনুষ্যের সন্তান, এই লোক যে কৰ্ম করে, অর্থাৎ আমাকে পবিত্র স্থানহইতে দূর করণার্থে ইস্রায়েল বংশ এখানে যে স্থশাহ কর্ম করে,তাহ! কি তুমি দেখিতেছ? কিন্তু ফির, তাহাতে তুমি আরো অধিক ঘৃণ্যক্রিয় দেখিবা । তখন তিনি আমাকে প্রাঙ্গণের দ্বারের কাছে অা- ৭ নিলেন, তাহাতে আমি অবলোকন করিয়া ভিত্তির to মধ্যে এক ছিদ্র দেখিলাম। তখন তিনি আমাকে কহিলেন, হে মনুষ্যের সন্তান, এই ভিত্তি খুদ ; তাহাতে তামি সেই ভিত্তি খুদিলে এক দ্বার দেখিলাম। তিনি আমাকে কহিলেন, তাহার এখানে যে ১ ঘূণাহ কুক্রিয়া করিতেছে, তুমি ভিতরে গিয়া তাহ দেখ। তাহাতে আমি ভিতরে যাইয়া দেখিলাম, ভি- • ত্তির উপরে চতুৰ্দ্দিগে লিখিত নানা প্রকার উরোগামী ও ঘৃণ্য পশু ও ইস্রায়েল বংশের তাবৎ প্রতিমার মুক্তি আছে, এবং তাঁহাদের সম্মুখে ইসুয়েল ১৯ বংশের প্রাচীন লোকদের সন্তরি জন দণ্ডায়মান আছে, তাহদের মধ্যে শাফনের পুত্ৰ যাসনিয় দণ্ডায়মান আছে, এবং প্রত্যেকের হস্তে এক ২ ধুনাচি আছে ; তাহাতে মেঘের ন্যায় ধূপের ধূম উৰ্দ্ধ উঠিতেছে। তখন তিনি আমাকে কহিলেন, ১২ হে মনুষ্যের সন্তান, ইস্রায়েল বংশের প্রাচীন লোকের প্রত্যেক জন অন্ধকারে আপন ২ প্রতিমার গৃহে কি ২ কর্ম করিতেছে,তাহ কি তুমি দেখিতেছ? তাহার কহে,পরমেশ্বর আমাদিগকে দেখিতে পান না ও পরমেশ্বর পৃথিবীকে + ত্যাগ করিয়াছেন। তিনি আমাকে আরো কহিলেন, তুমি ফির, ও তাহাতে তাহদের কৃত আরও অতিশয় ঘূণার্হ ক্রিয় দেখিব। পরে তিনি পরমেশ্বরের মন্দি- ১ • রের উত্তরদিগের দ্বারের নিকটে অামাকে আনিলেন ; তাহাতে আমি সেখানে তন্মুষের বিষয়ে ক্ৰন্দনকারিণী স্ত্রীদিগকে বসিতে দেখিলাম। S BBBS BS BBS BBS BBSBBS B BBS BB BB S BS BB D S0LSS S S S [৮ জ্ঞধ্য ; ২] যিহি ১; SSBBBB SLS0 S 0 BB SBA ADS DS DS DS A S B S S S S gg AJS BBSBBSBS S BBSSLLSS S S S पूर्ख्या १ १ ; ३०,२१ ।।

  • (ইবু) শাস্ত্ৰ (ব) দেশকে ।

735