পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৭৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩ অধ্যায়।] অামি তোমাদের সাক্ষাতে চিহ্নস্বরূপ ; আমি যেমন করিলাম, তদ্রুপ তাহাদের প্রতিও করা যাইবে ; তা১২ হারা বন্দি হইয়া দেশান্তরে যাইবে । এবং তাহাদের মধ্যস্থিত রাজা সন্ধ্যাকালে আপন স্কন্ধে ভার লইয়া বহিগমন করিবে, এবং লোকেরা তাহাকে বাহির করণার্থে প্রাচীর খুদিবে,এবং সে আপন মুখ আচ্ছা১৪ দন করিয়া চক্ষুদ্বারা ভূমি দেখিবে না। কিন্তু আমি তাহার উপরে আপন জাল বিস্তার করিব,তাহাতে সে আমার ফঁাদে স্থত হইলে আমি কমৃদীয়দের দেশে বাবিলে তাহাকে আনিব, তাহাতে সে সেই স্থানে ১• মরিবে,কিন্তু তাহ দৰ্শন করিবে না। আমি তাহার চতুদিকস্থিত উপকারি লোক ও সৈন্যগণকে চতুদিগে * ছিন্নভিন্ন করিব ও তাহাদের পশ্চাৎ খড়গ প্রেরণ ১• করিব। আমি তাহাদিগকে নানাজাতিদের মধ্যে ও নানা দেশে ছিন্নভিন্ন করিলে আমি যে পরমেশ্বর, ১ • তাহা তাহারা জানিতে পরিবে । তাহারা যে লোকদের কাছে যাইবে,তাহাদের নিকটে যেন আপনাদের ঘৃণাহ ক্রিয় প্রকাশ করে, এই জন্যে আমি তাহাদের কতক অবশিষ্ট লোককে খড়গ ও দুর্ভিক্ষ ও মহামারীহইতে রক্ষা করিব ; তাহাতে আমিষ্ট যে পরমেশ্বর,তাহ তাহারা জানিতে পারিবে । অপর পরমেশ্বরের এই কথা আমার নিকটে ১৮ উপস্থিত হইল ; হে মনুষ্যের সন্তান, তুমি কাপিতে ২ আপন ভক্ষ্য ভোজন কর, এবং কম্পান্বিত হইয়। ১১ উদ্বেগেতে আপন জল পান কর। এবথ সামান্য লোকদিগকে এই কথা বল, ইস্রায়েল দেশস্থ ফিরুশালম নিবাসিদের বিষয়ে পরমেশ্বর এই কথা কহেন, তাহার উদ্বিগ্ন হইয়। ভোজ্য ভোজন করি বে, ও বিস্ময়াপন্ন হইয়া আপন ২ জল পান কবিবে। কেনন নিবাসিদের দৌরাত্ম্য প্রমূক্ত স্থাহীদের ২ - দেশের ও তন্মধ্যস্থ সৰ্ব্বস্বের বিনাশ হইবে। এবং বসতিবিশিষ্ট নগর বিনষ্ট হইবে, ও দেশ উচ্ছিন্ন হইবে। তখন আমিই যে পরমেশ্বর, তাহ তোমরা জানিতে পারিব1 । ২ ১ অপর পরমেশ্বরের এই কথা আমার নিকটে ২ উপস্থিত হইল ; হে মনুষ্যের সন্তান, ‘কালের বিলম্ব আছে, প্রত্যেক দর্শন বিফল হয়, ই সুয়েল দেশে তোমাদের মধ্যে এই যে উপকথা চালত অাছে, ২• তাহা কি ? তাহাদিগকে বল,প্ৰভু পরমেশ্বর এই কথা কহেন, আমি এই প্রসিদ্ধ কথা লোপ করিব ; সেই কথা ইসুয়েল লোকদের মধ্যে আর চলিত থাকিবে না ; কিন্তু তাহাদিগকে বল,কাল ও প্রত্যেক > * যিহিয়ূেল। రి పె দর্শনের সফলত সন্নিকট । তাহাতে নিরর্থক দর্শন ২ • কিম্বা তুষ্টিকারি তন্ত্রমন্ত্র ইসায়েল বংশের মধ্যে আর থাকিবে না। কেননা আমিই পরমেশ্বর,অামি এই কথা কহি ; আমি যে কথা কহি, তাহ অবশ্য সফল হইবে,আর বিলম্ব হইবে না ; হে অনাড়াবহ বংশ, প্রভূ পরমেশ্বর কহেন, আমি যাহা ২ কহি, তাহাই তোমাদের বর্তমান সময়ে সফল করিব । আরবার পরমেশ্বরের এই কথা আমার নিকটে উপস্থিত হইল ; হে মনুষ্যের সন্তান, দেখ, ইস্রায়েল । বংশ এই কথা কহে, ইহার দশন সফল হওনের অনেক বিলম্ব আছে ; সে অতি ভাবি বিষয়ের ভবিষ্যদ্বাক্য কহিতেছে। অতএব তুমি তাহাদিগকে বল, প্রভূ পরমেশ্বর এই কথা কহেন, আমার কোন কথা ফলনের আর বিলম্ব হইবে না; কিন্তু প্রভূ পরমেশ্বর কহেন,আমি যাহা কহি,তাছাই অবশ্য সফল হইবে। ১৩ অধ্যায়। ১ মিথ্যা ভবিষ্যদ্বক্তাদের পুতি অনুযোগ ১০ ও কাচাtরার দৃষ্টান্ত ১৭ও ভৱিষ্যদ্বক্তগণের বালিশের দৃষ্টান্ত । পরে পরমেশ্বরের এই কথ1আমার নিকটে উপস্থিত ১ হইল, হে মনুষ্যের সন্তান, তুমি ই সায়েলের মধ্যে ২ ভবিষ্যদ্বাক্য প্রচার কারিদের বিরুদ্ধে ভবিষ্যদ্বাক্য বল, এবং যাহারা তাপন ২ মনঃসAকল্পিত ভবিষ্যদ্বাক্য কহে, তাহাদিগকে এই কথা কহ, তোমরা পরমেশ্বরের কথা শুন। প্ৰভু পরমেশ্বর এই কথা ও কহেন, যে অজ্ঞান ভবিষ্যদ্বক্তৃগণ কিছু দর্শন না পাইয়া আপনাদের ইচ্ছানুসারে চলে, তাহাদিগকে ধিক। হে ইস্রায়েল, তোমার ভবিষ্যদ্বক্তৃগণ উচ্ছিন্ন • স্থানের শৃগালের ন্যায় হয় । তাহার + ভগ্ন বেড়ার = দ্বারে গমন করে নাই, এবং পরমেশ্বরের দিনে ইস্রায়েল বখশ ; যেন সংগ্রামে স্থির থাকে,তন্নিাম ন্তে বেড়াও পুননির্মাণ করে নই। পরমেশ্বর তাঁহা- ৪ দিগকে প্রেরণ না করিলেও তাহারা আসার ও মিথ্যা ভবিষ্যদ্বাক্য কহিয়া আপনাদের কথা সফল হইবে, এই প্রত্যাশা জন্মাইয়া কহে, পরমেশ্বর এই কথা কহেন।’ তাহাদের | দশন কি মিথ্যা নয়? ও ৭ তাহারা কি মিথ্যাভবিষ্যদ্বাক্য কহে নাই ? কেননা আমি ন কহিলেও, ইহা পরমেশ্বর কহিয়াছেন, *এমত কথা তাহার' +বলে । অতএব প্রভু পরমেশ্বর ৮ এই কথা কহেন, তাহার। F আসার কথা কহিয়াছে ও মিথ্যা কম্পন করিয়াছে, এই নিমিত্তে পুভূ পরমেশ্বর কহেন, দেখ, আমি ২ তাহীদের | পুতেকুলে = আছি। অামি.মিথ্যাদর্শক ও আসার মন্ত্রণকারি ভবি

SS S BB BSBS S BB SS LS S ঘির - ২, ১১।—[১৪] যির ওs ; ৭— ১ - ৯]যির হু : SST TTSS SSS JSSS SSSSSS BBB BBS BBB S S B S S S S যিছি ১ ও ১ ২ ৩ ৷৷ LS BBS BBS SSAS SSASA S0 BS BS BS BB BSBS S S S S S S S S SSSS DD * > * ২৮ । যিশ ৪ ; ৩ ।

  • (ইবু) চতুর্ণযুতে। { (ইকু সেযরা। (ই গৃহ (ই তোমাদের। } (ইবু) আমীর হস্ত।

739