পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৭৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

월 3 a > →

R o o _o 3. > es >

kr

ষ্যদ্বক্তাদের প্রতিকুলে অাছি ; তাহার। অামার লোকদের সভাতে আর থাকিবে না এবং ইস্রায়েল বংশের লিখনপত্রে আর লিখিত হইবে না, ও ইসু'য়েল দেশে অার প্রবেশ করিবে না; তাহাতে আমি যে পরমেশ্বর, তাহা তোমরা জানিতে পারিব। মঙ্গল না থাকিলেও তাহারা মিথ্যা মঙ্গলের কথা কহিয়া অামার লোকদিগকে ভূমণ করায় ; এবং অামার লোক * কাচা ভিত্তি নির্মাণ করিলে তাহারা কাচাগারাদ্বারা তাহা লেপন করে। কিন্তু যাহারা কাচাগারদ্বিারা তাহ লেপন করে,তাহাদিগকে বল, তাহা পতিত হইবে, কেননা পলাবনকারি বৃষ্টি আসিবে, এবং বৃহৎ শিল পড়িবে, ও প্রচণ্ড ঝড় তাহা বিদীর্ণ করিবে। সেই ভিত্তি পতিত হইলে, “তোমরা যাহা লেপন করিয়াছ,তাহ কোথায়?” এই কথা কি তোমাদিগকে কহ যাইবে না? অতএব প্রভূ পরমেশ্বর এই কথা কহেন, আমি আপন ক্ৰোধরুপ প্রচণ্ড ঝড় প্রেরণ করিব ও আমার ক্রোধহইতে পলাবনকারি বৃষ্টি আসিবে, ও ভিত্তির বিনাশ করণার্থে আমার ক্রোধহইতে বৃহৎ২ শিল পড়িবে। এই প্রকারে তোমরা যে ভিত্তি কাচাগারাতে লেপন করিয়াছ, তাহ ভাঙ্গিয় ভূমিসাৎ করিব,তাহাতে তাহার মল প্রকাশিত হইবে ; তাহা পড়িলে তোমরাও তাহীর মধ্যে বিনষ্ট হইবা ; তাহাতে আমি যে পরমেশ্বর, তাহা তোমরা জানিতে পারিব। এই প্রকারে অামি সেই ভিত্তি ও কাচাগারাতে তাহা লেপন, কারিদের প্রতি আপন ক্রোধ সফল করিব, এবং তোমাদিগকে কহিব, সে ভিত্তি থাকিবে না, এবx তাহার লেপনকারিগণ, অর্থাৎ মঙ্গল ন থাকিলেও ইস্রায়েলের যে ভবিষ্যদ্বক্তৃগণ যিরশালম বিষয়ে মঙ্গলের দর্শন পাইয়া ভবিষ্যদ্বাক্য কহে, তাহারাও আর থাকিবে না, এই কথা প্রভূ পরমেশ্বর কহেন। হে মনুষ্যের সন্তান,তোমার লোকদের যে কন্যাগণ আপন ২ মনের কল্পনানুসারে ভবিষ্যদ্বাক্য কহে, তাহাদের প্রতি বিমুখ হও । এবং তাহাদের বিরুদ্ধে এই ভবিষ্যদ্বাক্য বল, প্রভু পরমেশ্বর এই কথা কহেন,যে স্ত্রীগণ তাবৎ কক্ষের বালিশ প্রস্তুত কবে, ও প্রাণ বিনাশার্থে সৰ্ব্ববয়স্ক লোকদের মস্তকের উপরে বস্ত্র বন্ধন করে, তাহাদিগকে ধিক ; তোমরা কি আমার লোকদের প্রাণ বিনাশ করিয়া আপনাদের প্রাণ রক্ষা করিব ? তোমরা মিথ্যাকথা শ্রবণকারি অামার লোকদিগকে মিথ্যাকথা কহিয়া এক মুষ্টি যব ও রুটিখণ্ডের নিমিত্তে তাহাদের মধ্যে কি আমাকে অপবিত্র করিলা ? ও যে সকল প্রাণী বধের যোগ্য নয়, তাহাদিগকে কি যিহিয়ূেল। বধ করিব1? ও যে সকল প্রাণী জীবনের যোগ্য নয়, তাহাদিগকে কি বাচাইবা? অতএব প্রভূ পরমেশ্বর এই কথা কহেন, তোমরা যে বালিশদ্বারা প্রাণ মৃগয়া করিয়া ফাঁদে ফেল, আমি সেই বালিশের প্রতিকূল অাছি, এবং তোমাদের ভুজহইতে তাহী চিরিয়া ফেলিব ; এবং তোমরা যে প্রাণিগণকে চেষ্টা করিয়া ফাদে ফেলিয়াছ, তাহাদিগকে উদ্ধার করিব; এবং তোমাদের আচ্ছাদনবস্ত্র চিরিয়া ফেলিব, ও তোমাদের হস্তহইতে আপন লোককে রক্ষা করিব ; তাহারা বিনষ্ট হওনার্থে তোমাদের হস্তগত অার হইবে না,তাহাতে আমি যে পরমেশ্বর, তাহা তোমরা জানিতে পারিব । কেননা অামি যে ধার্মিককে বিষন্ন করিলাম না, তাহাকে মিথ্যাকথা কহিয়া তোমরা তাহার অন্তঃকরণ বিষগ্ন করিলা ; এবং দুষ্ট লোককে । এমত বলবান করিল, যে সে পরমায়ুঃ প্রাপ্তির নিমিত্তে আপন কুপথহইতে ফিরে না । অতএব তোমরা অলীক দর্শন আর দেখিব না, ও মিথ্যাভবিষ্যদ্বাক্য আর কহিবা না ; কেননা আমি তোমাদের হস্তুহইতে আপন লোকদিগকে উদ্ধার করিব, তাহাতে আমি যে পরমেশ্বর, তাহা তোমরা জানিতে পারিবা। ১৪ অধ্যায়। ১ পূচীন লোকদের কাপট্য প্রকাশ করণ ৬ এ ই সুয়েন্ত্ৰ বংশের পত্তি ভয় দর্শন ১২ ও ঈশ্বরের শান্তির আলিBBttB BB BBBBDDD BBBt BB lllBBBt ভবিষ্যদ্বাক্য । অপর ই সুয়েলের কতক প্রাচীন লোক আমার নিকটে আসিয়া অামার সম্মুখে বসিল। তখন পরমেশ্বরের এই কথা আমার নিকটে উপস্থিত হইল ; হে মনুষ্যের সন্তান, এই লোকের অন্তঃকরণে আপন২ দেবগণকে স্থাপন করে, ও আপনাদের সম্মুখে অধৰ্মজনক বিঘ্ন রাখে ; অতএব আমি কি তাহাদের প্রার্থন গ্রাহ্য করিব ? এই নিমিত্তে তাহাদিগকে উত্তর দিয়া এই কথা বল, প্রভূ পরমেশ্বর কহেন, ই সুয়েল বংশের যে লোকেরা আপন ২ মনে দেবগণকে স্থাপন করে, ও আপিন ২ সম্মুখে অধৰ্মজনক বিঘ্ন রাখিয়া ভবিষ্যদ্বক্তার কাছে আইসে, সেই অগিত লোকদিগকে তাহাদের দেবগণের বহু সংখ্যানুসারে ; আমি পরমেশ্বর উত্তর দিব। তাহাতে ইস্রায়েল বখশ আপন ২ দেবগণের অনুরোধে আমাহইতে পরাভূখ হওয়াতে আপনাদের অন্তঃকরণের দোষে আমাকর্তৃক ধৃত হইবে। তুমি ইসায়েল বংশকে এই কথা বল,প্রভু পরমেশ্বর এই কথা কহেন, তোমরা মন ফিরাও, ও অাপনা s?-) ঘির ৯ ; ১৪ ৮, ১১ ৷ যিহি ২২ : ه ztl--]ه د • د د[ H ۹ ه ,ه ٤ ; و Il-۹ د]-ـــ [ fi «; • s n-[».»] *T) •; «ti 740 [* a যির ২ e; ১৯ 1-[**] যিহি ১২ : ২ s 11–[ ১৪ অধ্য ঃ 3-이 যিহি • ১-৩ ৷৷

  • (ইবু) কেহ (ইবু) লোস্কের হস্তকে : (ৰ) ৰাহুল্যানুসারে।

[১৪ অধ্যায়।