পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শু২ ও পশ্বাদির তাবৎ প্রথমজাতকে প্রহার করিব ; এবং মিস্ট্রীয় তাবৎ দেবের * দণ্ড করিব ; আমিই পরমে১৩ শ্বর। অতএব তোমরা যে ২ গৃহে থাক, সে ২ গৃহে ঐ রক্তের চিহ্ন রাখিলে যে সময়ে আমি মিসর দেশের দণ্ড করিব, তৎকালে সেই রক্ত দেখিয়া তোমাদিগকে ত্যাগ করিয়া যাইব,এবং সেই দণ্ডতোমাদিগকে নষ্ট করিতে+ ১৪ তোমাদের প্রতি ঘটিবে না। সেই দিবস যেন তোমাদের স্মরণে থাকে, এই জন্যে তোমরা পুরুষানুক্রমে সেই দিনকে পরমেশ্বরের পর্বরূপে পালন করিও ; এই ১৫ পৰ্ব্ব নিত্য বিধিমতে পালন করিও। আর তোমরা সাত দিন পর্যন্ত তাড়ীশূন্য রুটী খাইও, কিন্তু প্রথম দিনে আপনাদের গৃহহইতে তাড়ীযুক্ত রুটী দূর করিও, কেননা যে জন প্রথম দিনবিধি সপ্তম দিন পৰ্য্যন্ত তাড়ীযুক্ত রুটী খাইবে, সে ইসুয়েল বংশ১৬ হইতে উচ্ছিন্ন হইবে। আর প্রথম দিনে তোমাদের পবিত্র সমারোহ হইবে, এবং সপ্তম দিনেও তোমাদের পবিত্র সমারোহ হইবে, আর ঐ দুই দিনে প্রত্যেক প্রাণির খাদ্য আয়োজন ব্যতিরেকে অন্য কোন কর্ম করিও না, কেবল তাহ তোমাকর্তৃক সিদ্ধ হউক । ১৭ এইরূপে তোমরা তাড়ীশূন্য রুটী পৰ্ব্ব পালন করিও, কেননা সেই দিনেই আমি মিসরদেশহইতে তোমাদের সকলকে উদ্ধার করিব ; অতএব তোমরা পুরুষানুক্রমে ১ বিধিমতে এই পৰ্ব্ব পালন করিও । তোমরা প্রথম মাসের চতুর্দশ দিনের সায়থকালাবধি ও এক বিংশতি দিনের সায়-কাল পৰ্য্যন্ত তাড়ী১৯ শূন্য রুটী ভোজন করিও। সপ্তাহ তোমাদের গৃহে তাড়ীর অভাব হউক, কেননা বিদেশী কি স্বদেশী যে জন ইহাতে তাড়ীমিশ্রিত রুটী খাইবে, সে ইস্রায়েল বংশের ২০ মণ্ডলীহইতে উচ্ছিন্ন হইবে। তোমরা তাড়ীযুক্ত কোন দুব্য থাইও না, তোমরা আপন ২ তাবৎ গৃহে তাড়ীশূন্য রুটী খাইও। তখন মূসা ইসুয়েল বংশের সমস্ত প্রাচীন লোককে ডাকাইয়া কহিল, তোমরা আপনাদের জন্যে আপন ২ পরিজনানুসারে এক ২ মেষশাবক লইয়া নিস্তার পর্বে ২২ বলিদান কর। এবং এক অটি এসোব লইয়া পাত্রস্থিতঞ্চ রক্তে ডুবাইয়া দ্বারের উপরিস্থ কাষ্ঠে ও দুই পাশ্বস্থ কাষ্ঠে পাত্রস্থিত ** রক্ত ছিটাইয় দেও, এবং প্রভাত ২৩ পর্য্যন্ত কেহ গৃহ দ্বারের বাহিরে যাইও না। কেননা পরমেশ্বর মিসুিদিগকে বধ করিতে তাহাদের মধ্য দিয়া গমন করিবেন, তাহাতে তোমাদের দ্বারের নিকট দিয়া যাওন কালে দ্বারের উপরিস্থ কাষ্ঠে ও দুই পাশ্বস্থ কাষ্ঠে রক্তের চিহ্ন দেখিলে তোমাদের গৃহে হন্তাকে > ゲ R O যাত্রাপুস্তক l [১২ অধ্যায় । প্রবেশ করিতে দিবেন না। এবথ তোমরা ও তোমা- ২ ই দের সন্তানের বিধিমতে সৰ্ব্বদা এই পৰ্ব্ব পালন করিব। এবং পরমেশ্বর আপন প্রতিজ্ঞানুসারে তোমা- * দিগকে যে দেশ দিবেন, সে স্থানে প্রবেশ করণ কালেও এই পৰ্ব্ব পালন করিব। এবং তোমাদের সন্তানগণ ২৬ তোমাদের এ পর্বের অভিপ্রায় কি ? ইহা জিজ্ঞাসা করিলে তোমরা কহিবা, পরমেশ্বর মিসুিদিগকে আঘাত ২৭ করিবার সময়ে ও আমাদের গৃহ রক্ষা করিবারসময়ে মিসরে প্রবাসি ইস্রায়েল বংশের গৃহ ত্যাগ করিয়া গেলেন, তাহারি এই নিস্তার পর্ব। তখন লোকের ২৮ দণ্ডবৎ হইয়া প্রণাম করিল ; পরে ইস্রায়েলের সন্তানেরা যাইয়া মূসার ও হারোণের প্রতি পরমেশ্বরের উক্ত বাক্যানুসারে কর্ম করিল। অনন্তর পরমেশ্বর অন্ধরাত্রি সময়ে সিংহাসনস্থিত ২৯ ফিরেীণের প্রথমজাত সন্তান অবধি ও কারাগার i স্থিত লোকদের প্রথমজাত সন্তান পৰ্য্যন্ত মিসরদেশস্থিত তাবৎ প্রথমজাত সন্তানকে ও পশুদের প্রথমজাত শাবকগণকে আঘাত করিলেন। তাহাতে ফিরেীণ ৩৪ রাত্রিতে উঠিল, এবং তাহার দাসগণ ও মিস্ট্রীয় লোকের মিসরেতে মহারোদন করিল, কেননা যে গৃহে এক জন মরে নাই, এমত গৃহ ছিল না। তখন রাত্রিকালেই ফিরেণু মূসাকে ও হারোণকে ৩১ ডাকাইয়া কহিল, তোমরা ও ইস্রায়েলের তাবৎ বংশ উঠিয়া আমার লোকদের মধ্য হইতে বাহির হও, ও বাহির হইয়া তোমাদের বাক্যানুসারে তোমরা পরমে স্বরের সেবা কর। এবং তোমাদের বাক্যানুসারে ওই মেষপাল ও গবাদি পাল সকলকে লইয়া যাও, এবং আমাকেও আশীৰ্ব্বাদ কর। তখন ইস্রায়েল বংশ ৩৬ যাহাতে শীঘু দেশহইতে ঘায়, মিস্ত্রিরা এমত উদযোগ করিল, কেননা তাহারা কহিল, আমরাও সকলে মৃতকপ। তাহাতে লোকের তাড়ীযুক্ত করণের পূৰ্ব্বে ৩৪ আপন ২ ছানা ময়দা বস্ত্রে বন্ধন করিয়া স্কন্ধে লইল । এবং ইস্রায়েল বংশ মূসার বাক্যানুসারে মিসুিদের ৩৭ কাছে স্বর্ণপাত্র ও রূপ্যপাত্র ও বস্ত্ৰ চাহিয়া লইল। পরমেশ্বর মিসুিদের দৃষ্টিতে তাহাদিগকে অনুগ্রন্থের ৩s পাত্র করিলে তাহারা তাহাদের প্রার্থনানুসারে তাহা দিগকে তাহ দিল। এই রূপে তাহারা মিসিদের ধনাদি হরণ করিল। *t, তখন ইস্রায়েলের সন্তানের বালক ব্যতিরেকে ছয় ৩৭ লক্ষ পুরুষ পদব্রজে রামিষেষহইতে সুকেকাতে যাত্র করিল। তাহাতে বিদেশীয় অনেক লোক ও মেষগবাদি ৩৮ অনেক পশু তাহাদের সহিত প্রস্থান করিল। পরে ৩৯ I» el si s; » o ti-I» olo »s o se a ; o , y u—Iss) o s a n-sel झेद्ध २२ ; २१ , २४ l-[২৫-২৭] গৗ ৭৮ ; >-viા-[૨૨ , ૭૦] n s ; ૨૨ ઃ ૦૩; ઇ-૭ tા-[૭] ૨૦ ; રત્ન Iા-[૭૨] ૨૦ ; ૨૨ Iા-[૭] -> ; , , , ll—[es] o ; २ > • २२ l > > ; e ll

  • (ব) অব্যক্ষগণের ৷ + (ব।) বিনাশার্থে। } (ইবু) সৈন্য। & (ইব্রু) চিরকালে ॥ (ব) জাগ। ** (বা) গোবরাটস্থিত। 11 (ইকু থাতরূপগৃহ (ব) যিশুিত।