পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৭৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| ২৪ অধ্যায়।] করিল, ও তাঁহাদের নগরকে অরণ্যময় করিল ; তাহার গৰ্জ্জনেতে দেশ ও তাহার মধ্যস্থিত সকল ৮ অরণ্যময় হইল । তখন নানাদিগদেশহইতে লোকের আসিয়া তাহার বিরুদ্ধে প্রস্তুত হইয় তাহাকে ধরিতে জাল পাতিলে সে তাহাদের গন্তের মধ্যে * ধরা পড়িল। তাহাতে লোকেরা তাহাকে শৃঙ্খলদ্বারা * পিঞ্জরে বদ্ধ করিয়া বাবিলের রাজার কাছে লইয়। গেল ; এবং ইসায়েলের পর্বতোপরি মেন তাহার হুঙ্কার অার না শুনিতে হয়, এই জন্যে তাহার তাহাকে দুর্গের মধ্যে রাখিল । তোমার মাতা তোমার ন্যায় জলাশয়ের নিকটে রোপিত এক দ্রাক্ষালতাস্বরূপ ; সে অনেক জল প্রযুক্ত ফল ও শাখাতে পূর্ণ হইল। এবং কর্তৃক্সকারিদের দণ্ডের নিমিত্তে তাহার শাখা দৃঢ় হইল, ও সে ক্ষুদ্র বৃক্ষহইতে উৰ্দ্ধে উঠিল, ও উন্নতির ও অনেক ১২ শাখার দ্বারা প্রকাশ পাইল । কিন্তু সে কোপেতে উৎপাটিত হইয়া ভূমিতে নিক্ষিপ্ত হইল। তাহাতে পূৰ্ব্বীয় বায়ুদ্বারা তাহার ফল শুষ্ক হইল, ও তাহার দৃঢ় শাখা স্তষক হইয়া ভগ্ন হইলে অগ্নি তাহাকে ১৩ দগ্ধ করিল। এখন সে অরণ্যের মধ্যে নিৰ্জ্জল ও o a ১৪ শুষক ভূমিতে রোপিত আছে। তাহার শাখাদণ্ড হইতে অগ্নি নির্গত হইয় তাহার ফল বিনষ্ট করিল ; কর্তৃত্বের দণ্ড করিতে তাহার এক দৃঢ় শাখাও থাকিল না। এই বিলাপের বিষয় অাছে ও বিলাপের বিষয় হইবে। ২০ অধ্যায়। ১ ইস্রায়েলের পুচিীন লোকদ্বারা পরযেশরের জিজ্ঞাস্য না হওন ৪ ও ফিসরদেশে তাহণদের অtডালম্বন ১০ ও অরণ্যে আজিলজুন ২৭ এ দেশে আজ্ঞtলঞ্জন ৩৩ ও তাহীদের পুনৰ্বার স্বদেশে একত্র করণ । ১ সপ্তম বৎসরেব পঞ্চম মাসের দশম দিনে ইস্রায়েলের কএক জন প্রাচীন লোক পরমেশ্বরকে জিজ্ঞাসা ২ করণার্থে আসিয়া আমার সাক্ষাতে বসিল। তখন পরমেশ্বরের এই কথা আমার নিকটে উপস্থিত হইল, ৩ হে মনুষ্যের সন্তান, তুমি ইস্রায়েলের প্রাচীন লোকদিগকে বল ও তাহাদিগকে এ কথা কহ, প্রভূ পরমেশ্বর এই কথা কহেন ; তোমরা কি আমার কাছে জিজ্ঞাসা করিতে আসিয়াছ ? প্রভু পরমেশ্বর কহেন, আমি যদি অমর হই, তবে তোমাদের কর্তৃক জিজ্ঞাসিত হইব না । হে মনুষ্যের সন্তান, তুমি কি তাহাদের বিচার নিষ্কপত্তি করিতে সম্মত আছ ? তুমি কি তাহাদের বিচার নিষ্কপত্তি করিতে সম্মত আছ ? তবে তাহাদের [৮] ২ রা ২৪ ; ২ ॥—[১০-১৪] মিহি ১৫ ; s-৮।—[১২, SSB SSS0SSS AAAA LSSS0SSSLS SSSS0SSSSBB SBBB S B BBS SSAAAASAASLL [২০ অব্য : ১-৩]যিহি ১৪ ; মিহিষুেল। পূৰ্ব্বপুরুষদের ঘৃণাহ ক্রিয় তাহাদিগকে জ্ঞাত কর। তাহাদিগকে এই কথা বল, প্রভূ পরমেশ্বর কহেন ; অামি যে দিনে ইসায়েলকে মনোনীত করিলাম, ও যাকুব বংশীয় লোকদের কাছে শপথ করেলাম, এবং মিসরদেশে তাহীদের কাছে আপনাকে জ্ঞাত করিলাম, এবং ‘আমিই তোমাদের প্রভূ পরমেশ্বর, এই কথা কহিয়া তাহাদের কাছে শপথ করিলাম ; এবং যে দিনে আমি তাহাদিগকে মিসরদেশহইতে বাহির করিয়া আমার মনোনীত ও দুগ্ধ মধু প্রবাহি ও সকল দেশের গৌরবস্বরূপ এক দেশ দিতে শপথ করিলাম ; সেই দিনে আমি তাহাদিগকে কহিলাম, তোমরা প্রত্যেক জন আপন ২ সাক্ষাৎকার ঘৃণাহ প্রতিমা পরিত্যাগ কর, এবং মিসরের দেবগণদ্বারা আপনাদিগকে অশুচি করি ও না ; আমিই তোমাদের প্রভূ পরমেশ্বর। কিন্তু তাহার অনাড়াবহ হইয়া আমার কথা শুনিতে অসম্মত হইল, এবং প্রত্যেক জন আপিন ২ সাক্ষাৎকার ঘৃণা প্রতিমা ত্যাগ করিল না, এবং মিসরদেশের দেবগণকেও ছাড়িল না ; তাহাতে আমি মিসরদেশে তাহাদের বিরুদ্ধে ক্রোধ সিদ্ধ করণার্থে তাহাদের প্রতি ক্রোধ প্রকাশ করিতে মনস্থ T করিলাম । কিন্তু তাহারা যে দেশীয়দের মধ্যে বাস করিতেছিল, ও যাহাদের সাক্ষাতে তাহাদিগকে মিসরদেশহইতে লইয়া যাইবার অভিপ্রায়ে আপনাকে জ্ঞাত করিলাম, সেই দেশীয়দের মধ্যে যেন আমার নাম অপবিত্র না হয়, এই জন্যে আমি আপিন নামার্থে কর্ম করিলাম। আমি তাহাদিগকে মিসরদেশহইতে বাহির করি. য় প্রান্তরে অনিলাম, এবং মনুষ্য যাহা পালন করিলেই বঁাচে এমত আপন বিধি সেখানে তাহাদিগকে দিলাম, ব্যবস্থা ও জ্ঞাত করিলাম। এবং আমিই যে তাহাদের পবিত্রকারি পরমেশ্বর, ইহ জানাইবার জন্যে তাহাদের ও আমার মধ্যে চিহ্নস্বরূপ বিশ্রামদিন তাহাদিগকে দিলাম। কিন্তু ইস্রায়েল বংশ সেই প্রান্তরের মধ্যেই আমার আজ্ঞা লঙ্ঘন করিল, ও অামার বিধিমতে চলিল না, এবথ যাহা পালন করিলেই মনুষ্য বঁাচে এমত আমার ব্যবস্থাও তুচ্ছ জ্ঞান করিল,ও আমার বিশ্রামদিনকে অতি অস্তুচি করিল ; তাহাতে আমি প্রান্তরের মধ্যেই তাহাদিগকে বিনষ্ট করিবার জন্যে তাহাদের প্রতি ক্রোধ প্রকাশ করিতে মনস্থ T করিলাম। কিন্তু যে অন্যদেশীয় লোকদের সাক্ষাতে তাহাদিগকে বাহির করিয়া আনিলাম, তাহাদের কাছে আমার ১৩] ১৭ ; ৯, ১• ।—[১৪] বি ১; ১৫,২• ৷ ২ রা ২৪; ২০ ৷৷ S 0 SSSJSSSSJSSSSSS0SSSSBBSSSBBLSSSBL SS SS0LSSa SS S B BBS SBBSS SBBSS SBBSSSBBL

  • (ৰ) নাসিকার অদুল্লীয়দ্বার। I (ইকু) কছিলাম।

747 | 84