পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৭৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ? о অামার পুত্রের রাজদণ্ড তাবৎ দগুকে তুচ্ছ করে । ১১ তাহ যেন হস্তে ধৃত হয়, এই জন্যে তীক্ষ্ণ করা গিয়াছে ; হান্তরি হস্তে দিবার জন্যে খড়গ শাণিত ও ১২ তীক্ষু করা গিয়াছে। হে মনুষ্যের সন্তান, ক্ৰন্দন কর ও হায় ২ কর, কেনন তাহ আমার লোকদের উপরে ও ইস্রায়েলের অধ্যক্ষগণের উপরে চালিত হইবে, এব^ তাহারা অামার লোকদের সহিত খড়গে হত হইবে ; অতএব তুমি আপন উরুতে অা১ ও ঘাত কর । সেই খড়গ পরীক্ষিত ; রাজদণ্ড যদি তাহ অবজ্ঞা করে, তবে থাকিবে না, ইহা প্ৰভু পরমে১• স্বর কহেন ? অতএব হে মনুষ্যের সন্তান, তুমি ভবিষ্যদ্বাক্য বল, ও করে করাঘাত কর, ও তিন বার খড়গাঘাত কর ; আঃ! ইহা হননকারি ও মহামারণকারি ও অন্তঃপুরে প্রবেশকারি খড়গ; তাহাতে তাহাদের অন্তঃকরণ গলিবে, ও তাহাদের বিনা১ - শের বৃদ্ধি হইবে । আমি তাহাদের তাবৎ দ্বারে ভয়ানক খড়গ রাখিয়াছি । হে মারণের নিমিত্তে ১৬ শাণিত ও তীক্ষীকৃত খড়গ, এখন কোন এক দিগে যাও ; দক্ষিণে কিম্বা বামে *, যে দিগে তোমার ১৭ ধার, সেই দিগে যাও । আমিও হাততালি দিয়া আপন ক্ৰোধ সফল করিব; আমি পরমেশ্বর ইহা কহিলাম। আর বার পরমেশ্বরের এই কথা আমার নিকটে ১৯ উপস্থিত হইল, হে মনুষ্যের সন্তান, তুমি বাবিলের রাজার খড়গ অনিয়নাথে দুই পথ প্রস্তুত কর, সে দুই পথ এক দেশহইতে আসিবে, এবং তুমি অাপনার নিমিত্তে স্থান মনোনীত কর, অর্থাৎ দুই নগরগামি দুই পথের মস্তকে স্থান মনোনীত কর । ২০ অম্মোনীয়দের রব্ব নগরের বিরুদ্ধে এক পথ, ও যিহুদার প্রাচীরবেটিত ষিরুশালমের বিরুদ্ধে গম২ ১ নাথে অন্য পথ নিরূপণ কর। কেননা বাবিলের রাজা দুই পথের সঙ্গমস্থানে অর্থাৎ দুই পথের মস্তকে দাড়াইবে, এবং মন্ত্রপূত করিয়া বাণ মিশ্রিত করিবে,ও প্রতিমাদের কাছে পরামর্শ জিজ্ঞাসা করি২২ বে,ও যকৃৎদ্বারা বিচার করিবে। তাহাতে টেকিকল পাতিতে এবং বধ করণে আজ্ঞা দিতে এবথ সিংহনাদ ও উচ্চৈঃস্বর করিতে ও দ্বারের বিরুদ্ধে টেকিকল পাতিতে ও জাঙ্গাল বান্ধিতে ও দুর্গ প্রস্তুত করিতে ষিরুশালমের বিরুদ্ধে মন্ত্র তাহার দক্ষিণ হস্তে ২ ও পড়িবে। কিন্তু তাহাদের অর্থাৎ যাহার শপথ করিয়াছিল, তাহাদের প্রতি এই মন্ত্র মিথ্যা বোধ হইবে ; তথাপি সেই রাজা তাহাদের দোষ স্মরণ ২ করিলে তাহারা ধৃত হইবে। প্রভু পরমেশ্বর এই 2 or [১৭] যিহি ৫ ; * e li–[s - ]ei a v-esti–( ] , , ; বিহিয়ূেল। [१ २ यथJाः । কথা কহেন, তোমাদের অপরাধ মনে পড়িল, ও তোমাদের পাপ প্রকাশ পাইল, এবং তোমাদের তাবৎ কর্মের দোষ প্রত্যক্ষ হইল, এই নিমিত্তে তোমরা মনে পড়াতে পরহস্তগত হইব। হে অপবিত্র ও পাপিষ্ঠ ইস্রায়েলের অধ্যক্ষ,সম্পূর্ণ ২৪ পাপের সময়ে তোমার দিন উপস্থিত হইবে। প্রভু ২৪ পরমেশ্বর এই কথা কহেন, উষ্ণীষ স্থানান্তর কর, ও রাজমুকুট দূর কর; কিছুই স্থির † না থাকুক ; নীচপদস্থ লোককে উচ্চপদ দেও, ও উচ্চপদস্থ লোককে নীচ পদ দেও। আমি এই রাজ্য বিপৰ্যায় ২৭ করিব ও বিপৰ্য্যয় করিব ও বিপৰ্য্যয় করিব ; যাহার অধিকার অাছে, তাহার আগমন পর্যন্ত সকলি অস্থির হইবে ; পরে আমি তাহাকে তাহ দিব । হে মনুষ্যের সন্তান, তুমি ভবিষ্যদ্বাক্য প্রচার ২৮ করিয়া এই কথা বল,পুভু পরমেশ্বর অম্মোনীয়দের বিষয়ে ও তাহাদের অপমান করণ বিষয়ে এই কথা কহেন ; তুমি বল,মহাখড়গ মারণের নিমিত্তে কোষহইতে নির্গত হয়, ও মহাবধের নিমিত্তে চাকচক্যবিশিষ্ট ও তীক্ষ্ণীকৃত হয়। তাহার যে সময়ে তোমার ২২ বিরুদ্ধে মিথ্যামন্ত্র পাঠ করিবে, তৎকালে যে পাপি লোকদের দিন, অর্থাৎ সম্পূর্ণ পাপের সময়ে যাহাদের দিন উপস্থিত হয়, এমত হত পাপিলোকদের গলার উপরে তোমাকে নিক্ষেপ করিবে।কোষে তাহ ৩৯ পুনৰ্ব্বার স্থাপন কর }; তোমার জন্মদেশে ও উৎপত্তি স্থানে তোমার বিচার করিব। আমি তোমার প্রতি ৩১ আপন ক্রোধ প্রকাশ করিব ; আমি তোমার বিরুদ্ধে আপন ক্রোধাগ্নিতে ফু দিব,এবং পশুবৎ ॥ ও বিনাশে নিপুণ লোকদের হস্তে তোমাকে সমপণ করিব। তুমি অগ্নিতে কাষ্ঠস্বরূপ হইবা; দেশের মধ্যে তো- ৩২ মীর রক্তপাত হইবে ; তুমি আর কখনো স্মরণে আসিব না,কেননা অামি পরমেশ্বর ইহা কহিলাম । ২২ অধ্যায়। ১ ঘিরশালয়ের পাপের নির্ণয় ১৩ এ দণ্ডের নির্ণয় ১৭ ও তাহার যল পরিস্তুর করণের কাr ২৩ ও ভবিষ্যদ্বক্তা ও যাজক ও রাজা ও পুজাদের দোষ নির্ণয়। পরে পরমেশ্বরের এই কথা অামার নিকটে উপস্থিত ৯ হইল, হে মনুষ্যের সন্তান, তুমি কি বিচার করিবা? ২ তুমি কি সেই রক্তময় নগরের বিচার করিব ? তবে তাহারই ক্রিয় তাহাকে জ্ঞাত কর । তুমি বল, • প্রভু পরমেশ্বর এই কথা কহেন, হে নগরি, দণ্ডের সময় উপস্থিত করিবার জন্যে তোমার মধ্যে অনেক রক্তপাত হয়, ও তোমার লোকেরা আপনাদিগকে অশুচি করিতে দেবপ্রতিমা নির্মাণ করে। SSAAAASA SSASAS SS SDDgS BL LLS S0S YS S S SS0SSS LS0 SBS S BB BS BB BA AAAA AAAA AAAA AAA SBS BBB BBS BBBB BBBS BBB BBS BB BB SBBS BBB BBB BB LSB ) আমি কি পুনৰ্বার তাহ কোষে 750 স্থাপন করাইব । (ব) 8 !