পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩ অধ্যায় ] তাহারা মিসর হইতে আনীত ছান ময়দা দ্বারা তাড়ীশূন্য পিষ্টক প্রস্তুত করিল ; তাহার মধ্যে তাড়ী ছিল না, কেননা তাহার মিসর হইতে দূরীকৃত হওন কালে বিলম্ব করিতে ন পারাতে আপনাদের জন্যে কিছুই খাদ্য প্রস্তুত করিতে পারে নাই। ইস্রায়েল বখশ চারিশত ত্রিশ বৎসর পর্যন্ত মিসর৪ ১ দেশে বসতি করিয়াছিল। পরে চারিশত ত্রিশ বৎসর গত হইলে সেই দিনে পরমেশ্বরের সৈন্য মিসর হইতে ২ বাহির হইল। পরমেশ্বরের মিসরদেশহইতে তাহাদের বাহির করণের নিমিত্তে সে রাত্রি তাহার উদ্দেশে অতি মান্য হইল, ও পরমেশ্বরের সেই রাত্রি ইস্রায়েল বংশের পুরুষানুক্রমে অতি মান্য হয়। অপর পরমেশ্বর মূসাকে ও হারোণকে কছিলেন, নিস্তার পর্বের এই বিধি ; কোন বিদেশি লোক ইহা ভোজন করিবে না। কিন্তু রূপ্যদ্বারা ক্রীত প্রত্যেক পুরুষ ও দাস যদি অর্কচ্ছেদ হয়, তবে থাইতে পারে। নতুবা বিদেশী কিম্বা বেতনজীবি দাস তাহ খাইতে পারবে না। ও আর এক গৃহেতে তাহা ভোজন করিও ; সেই মাসের কিঞ্চিৎও গৃহের বাহিরে লইয়া যাইও না ; ও তাহার * এক অস্থিও ভঙ্গ করিও না। আর ইস্রায়েল বংশের * ৮ সকল মণ্ডলী এই পৰ্ব্ব করিবে । এবথ তোমার সহিত প্রবাসি কোন বিদেশি লোক যদি পরমেশ্বরের নিস্তার পৰ্ব্ব পালন করিতে চাহে, তবে সে পুরুষ পরিবারের সহিত অবকছেদী হইয়া পৰ্ব্ব করণার্থে আগমন করুক, তাহাতে সে দেশীয় লোকের তুল্য হইবে ; কিন্তু কোন ৪১ অতবকছেদী তাহা ভোজন না করুক। আর দেশজাত লোক ও তোমাদের মধ্যে প্রবাসকারি বিদেশীয় লোকদের প্রতি একই বিধি হইবে। তাহাতে ইস্রায়েলের তাবৎ বংশ সেইরূপ করিল, অর্থাৎ মূসার ও হারোণের প্রতি পরমেশ্বরের যে আজ্ঞা ছিল, * - তদনুসারেই করিল। এইরূপে পরমেশ্বর সেই দিনে সৈন্যের সহিত ইস্রায়েল বংশকে মিসরদেশহইতে বাহির করিয়া আনিলেন। ১৩ অধ্যায় । ১ ঈশ্বরের ওদেশে পুথযজাতকে পৰিত্র করণ ৩ ও যিসরহইতে যুক্তির স্মরণার্থক চিহ্ন ১১ ও ঈশ্বরের ওদেশে পুযেজগতকে পবিত্র করণের বিবরণ ১৭ ও যি সরহ হতে যাত্রণ করণ সযয়ে যুষত্রের আহি সদে লওন ২০ ও দিনেতে 《エー স্তম্ভ ও রপত্রিতে অগ্নিস্তম্ভের দ্বারা পরযেস্থরের তণহণদের প। দেprওন । ১ পরে পরমেশ্বর মূসাকে কহিলেন, প্রথমজাত সন্তান২ গণকে আমার উদ্দেশে পবিত্র কর ; কেননা ইস্রায়েল 8 o g v9 যাত্রাপুস্তক। స్క్రి J) বংশের মধ্যে মনুষ্য কিম্বা পশু হউক, তাহাদের প্রথম গৰ্বের সন্তান আমার হইবে। অনন্তর মুসা লোকদিগকে কহিল, তোমরা যে দিনে ও মিসরহইতে ও দাসতন্ত্ররূপ * গৃহহইতে মুক্ত হইল,অৰ্থাৎ যে দিনে পরমেশ্বর সে স্থান হইতে আপন বাহুবলে তোমাদিগকে বাহির করিলেন, সেই দিনকে স্মরণে রাখিও ; তাহীতেও তাড়ীযুক্ত রুটী খাইও না । তোমরা অাবীব মাসের এই দিনে বাহির হইলা । পরে যে সময়ে পরমেশ্বর তোমাকে কিনানীয় ও হিন্তীয় ও ইমোরীয় ও হিন্দ্রীয় ও ঘিবৃষীয় দেশে আনিবেন, অর্থাৎ তিনি তোমাকে যে দেশ দিতে তোমার পূৰ্ব্বপুরুষদের কাছে দিব্য করিয়াছিলেন, সেই দুগ্ধ মধু প্রবাহি দেশে এই মাসে তুমি এই পৰ্ব্ব পালন করিও। সপ্তাহ পৰ্য্যন্ত তাড়াশূন্য রুটী খাইও, ও সপ্তম দিনে পরমেশ্বরের উদ্দেশে উৎসব করিও । এবং সপ্তাহ তাড়ীশূন্য রুটীর ভোজন হউক, এবং ৭ তোমার নিকটে তাড়ীযুক্ত রুটী দৃষ্ট না হউক, এবং তোমার তাবৎ প্রদেশের মধ্যে তাড়ী দৃষ্ট না হউক। এবথ সেই দিনে তুমি আপন পুত্রকে ইহ জ্ঞাত ৮ কর, মিসর হইতে আমার বাহির হওন সময়ে পরমেশ্বর আমার প্রতি যে ২ কর্ম করিলেন, তাহার স্মরণার্থে এই ব্যবহার হয়। এবং এই বিধি তোমার হস্তুের ৯ চিহ্ন স্বরূপ ও স্মরণার্থে নেত্রদ্বয়ের মধ্যস্থানের ভূষণ স্বরূপ হইবে, এবং পরমেশ্বরের ব্যবস্থা তোমার মুখে থাকিবে, কেননা পরমেশ্বর পরাক্রমি হস্তু দ্বারা মিসরহইতে তোমাকে বাহির করিলেন। অতএব রীত্যনু- ১৭ সারে তুমি প্রতি বৎসর এই বিধি পালন করিব। পরমেশ্বর তোমার ও তোমার পূর্বপুরুষদের কাছে ১১ যে প্রকার দিব্য করিয়াছিলেন, তদনুসারে যখন কিনানীয় দেশে তোমাকে প্রবেশ করাইয়া তোমাদিগকে তাহ দিবেন, তৎকালে তুমি আপনার ও ১২ পশুগণের প্রথমজাত সন্তানগণকে পরমেশ্বরের নিমিত্তে পৃথক করিব ; সে সকল প্রথমজাত পুংসন্তান পরমেশ্বরের হইবে। এবথ গদভের তাবৎ প্রথমজাতের ১৩ পরিবৱে মেষ । শাবক দিব ; যদি পরিবত্ত না কর,তবে তাহার গলা ভাঙ্গিবা ; ও তোমার সন্তানদের মধ্যে মনুষ্যের প্রথমজাত সকলকে পরীবন্ত করিতে হয়। পরে তোমার পুত্র ভবিষ্যৎকালে S এ কি ? ইহা ১৪ তোমাকে জিজ্ঞাসা করিলে তুমি কহিবা,যে সময়ে পরমেশ্বর আপন পরাক্রমে হস্ত দ্বারা আমাদিগকে মিসরহইতে অর্থাৎ দাসস্বরূপ * গৃহহইতে বাহির করিলেন, এবথ ফিরেণ আমাদিগকে কষ্টে যাইতে দিল,তৎকালে ১৫ Gr & S BB S B BBS BB S BB BSBS SSBSS 00SS 0S S0 LLSS BS SSSBBSSSBBL [ε ε] :ί s ; » . ι τ ος , ο ο-ο3 ιι-[ε 3] ς και ; »ο ι «πι 9, «ο ιι-Γεν] Η ενο , ε και ιι-[e s] Η ε ο ιι SB BBBS KBB SBD S DH BS BBS BBS BBSBBS BB S BB LLSS D DD SS 00 LSS S S 3 పెtl [४, २] वि ७ ; ७-२ । १f १७ : २-५ ।-[२६] ं प्र ! यः २२ ; २७ ।।

  • (ইকু দাসগণের (ইবু) স্থানান্তর করিব বেঃ) ড্ৰাগ। ৪ (ইক্স) কল্য।