পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৭৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* @ ko জ্ঞানবান, কোন গুপ্ত কথা তোমার অগোচর নাই । তুমি আপন জ্ঞান ও বুদ্ধিতে ধন সঞ্চয় করিয়া আপন ভাণ্ডারে সুবর্ণ ও রূপা রাখিতেছ। তুমি বিবিধ ডান ও বাণিজ্যদ্বারা ধন বৃদ্ধি করিতেছ, এবং ধনের নিমিত্তে তোমার অন্তঃকরণ গৰ্ব্বিত s হইতেছে। অতএব প্রভু পরমেশ্বর এই কথা কহেন, তুমি আপন জ্ঞানকে ঈশ্বরের জ্ঞানের ন্যায় জ্ঞান ৭ করিতেছ। এই জন্যে দেখ, আমি বিদেশিদিগকে অর্থাৎ লোকদের মধ্যে ভয়ানক লোকদিগকে তোমার বিরুদ্ধে আনিব ; তাহার তোমার ডানরূপ সৌন্দর্ঘ্যের প্রতিকূলে আপন ২ খড়গ বাহির করিবে ৮ ও তোমার তেজেতে কলঙ্ক দিবে। তাহারা তোমাকে গৰ্বে ফেলিবে, এবং তুমি হতদের ন্যায় সমুদ্রের মধ্যে মরিব । তুমি কি আপন হন্তার সাক্ষাতে *আমি ঈশ্বর’ এই কথা কহিব ? কিন্তু তুমি সেই ১• হন্তার হস্তে মনুষ্যভিন্ন ঈশ্বর নহ। তুমি বিদেশিদের হস্তদ্বারা অতৰ্কছেদিদের ন্যায় প্রাণত্যাগ করিব, কেননা প্ৰভু পরমেশ্বর এই কথা কহেন, এই অামার আজ্ঞ * । পরমেশ্বরের এই কথা আমার নিকটে উপস্থিত ১২ হইল, হে মনুষ্যের সন্তান, তুমি বিলাপ করিয়া সোরের রাজার বিষয়ে এই কথা বল, প্রভূ পরমেশ্বর এই কথা কহেন, তুমি জ্ঞানে পরিপূর্ণ ও সৌন্দর্য্যে ১৩ প্রসিদ্ধ এক সুন্দর অঙ্গুরীস্বরূপ। তুমি এদন নামক ঈশ্বরের উদ্যানে জন্মিলা, এবং চুনি ও পদমরাগ ও হীরক ও গোদান্ত ও বৈদূৰ্য্য ও সূৰ্য্যকান্ত ও নীলকান্ত ও তামুমণি ও মরকত ইত্যাদি মণি ও সুবৰ্ণেতে জড়িত ছিলা; এবং যে দিনে তুমি জন্মিলা, সেই দিনে তোমার মুদ্র স্থাপনের বহুল ও গভীর স্থান +প্রস্তুত করা ১৪ গেল। তুমি অভিষিক্ত আচ্ছাদক কিরূবের স্বরূপ, আমি ঈশ্বরের পবিত্ৰ পৰ্ব্বতে তোমাকে স্থাপন করিলাম, এবং তুমি তেজোময় প্রস্তরের মধ্যে ভূমণ ১ করিত। তুমি জন্মদিনবিধি পাপ নিশ্চয় হওন পৰ্য্যন্ত ১ ৯ আপন পথে নিৰ্দ্দোষ ছিল । তোমাতে ক্রয়বিক্রয় বাহুল্য প্রযুক্ত তুমি দৌরাত্ম্যে পরিপূর্ণ হইয়া পাপ করিয়াছ, এই জন্যে অামি ঈশ্বরের পর্বতহইতে তোমাকে অপবিত্র বস্তুর ন্যায় নিক্ষেপ করিব,এবx হে আচ্ছাদক কিরূব, আমি তেজোময় প্রস্তর হইতে ১৭ তোমাকে দূর করিব। সৌন্দর্যের নিমিত্তে তোমার মন গৰ্ব্বিত হইয়াছে, ও তোমার তেজেতে তোমার ডান হত হইয়াছে; অতএব আমি তোমাকে ভূমিতে নিক্ষেপ করিব, ও রাজগণ যেন তোমাকে অবজ্ঞা করে, এই জন্যে অামি তোমাকে তাহাদের সম্মুখে > * যিহিয়ূেল। [২৮,২৯ অধ্যায়। ফেলিব। তুমি আপন প্রচুর অধর্ম ও বাণিজ্যের ১৮ পাপেতে আপন পবিত্র বস্তু অপবিত্র করিয়াছ, এই জন্যে আমি তোমার মধ্যহইতে এক অগ্নি উৎপন্ন করিব,তাহা তোমাকে দগ্ধ করিবে ; এবং আমি তোমাকে নিরীক্ষণকারি লোকদের সাক্ষাতে তোমাকে ভূমিতে ভস্মসাৎ করিব। দেশীয়দের মধ্যে তোমার • • পরিচিত লোকেরা তোমার বিষয়ে বিস্ময়াপন্ন হইবে, এবং তুমি ভয়জনক হইয়া আর কখনো স্থাপিত হইবা না । পরমেশ্বরের এই কথা আমার নিকটে উপস্থিত • হইল,হে মনুষ্যের সন্তান, তুমি সীদোনের প্রতিকূলে ২১ মুখ রাখিয়া তাহার বিপরীতে ভবিষ্যদ্বাক্য প্রচার করিয়া বল, প্রভূ পরমেশ্বর এই কথা কহেনহে সী- ২২ দোন, দেখ, আমি তোমার প্রতিকূল হইয়া তোমার মধ্যে গৌরবান্বিত হইব ; যে সময়ে আমি তোমাকে { দণ্ড করিব ও তোমাদ্বারা পবিত্ররূপে মান্য হইব, তৎকালে আমি যে পরমেশ্বর, তাহা সকলে জ্ঞাত হইবে । আমি তোমার মধ্যে মহামারী ও পথে রক্ত ২৩ প্রেরণ করিব, এবং চতুৰ্দ্দিগ্ৰস্থ খড়গদ্বারা তোমার মধ্যে ক্ষতবিক্ষত লোকেরা পতিত হইবে ; তাহাতে আমি যে পরমেশ্বর, তাহা সকলে জ্ঞাত হইবে। ইসুয়েল বংশের চতুৰ্দ্দিগস্থিত অবডাকারি লো- ২৭ কদের মধ্যে কেহ তাহার বিদ্ধকারি ক্ষুদ্র কণ্টক ও দুঃখদায়ি বৃহৎ কণ্টকস্বরূপ আর থাকিবে না ; এবং আমি যে প্রভূ পরমেশ্বর,তাহা সকলে জ্ঞাত হইবে। প্ৰভু পরমেশ্বর এই কথা কহেন, ইস্রায়েল ৰে বংশ যে ২ লোকদের মধ্যে ছিন্নভিন্ন হইয়াছে, তাহাদের মধ্যহইতে অামি যখন তাহাদিগকে সRগ্রহ করিব, তৎকালে আমি তাহাদের দ্বারা অন্য লোকদের দৃষ্টিতে পবিত্ররূপে মান্য হইব, এবং আপন দাস ষাকবকে যে দেশ দিয়াছিলাম, তাহাদিগকেও সেই দেশে বাস করাইব । সে স্থানে তা- = হার নিরাপদে বাস করিবে ও বাটী নির্মাণ করিবে ও দুক্ষিাক্ষেত্র পুস্তুত করিবে, এবং অামি তাহাদের চতুৰ্দ্দিকস্থ অবজ্ঞাকারিদিগকে দণ্ড করিলে তাহারা নির্বিঘ্নে বাস করিবে, এবং অামি যে তাঁহাদের প্রভু পরমেশ্বর, তাহা জ্ঞাত হইবে। ২৯ অধ্যায়। S BBBBB BBBB BBBB L BBB mmDD Bttt L তাহার দেশের ওক্সির হওন ১৩ ও চল্লিশ বৎসরের পর তপস্থার পুনঃস্থাপন ১৭ ও মিসর দেশের রাজ্য নিকুখদলিখসরের বেতনৰকপ ২১ ও ইস্রায়েলের পরাক্রমের বৃদ্ধি । 000 Dg SBBB S BB BSBS S BBSBASTS BBS BBS BBS BBS S S AAAAAA [১৩] অ’ ১ ; ১১,১২ S BS BS DDS DDS DDS BSBBSBSBBSBJ0SSS C 00 S যিস্থি ২৬ ; ২ ১ । DBB BB S BS BS BS BS BBSBBS BB BSBBS BSBBS BB BBST 758

  • (ইবু) কথা ! (ৰ) তোমার নিমিতে ডবল ও বশী। (ইং) তাহাকে।