পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৭৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ অধ্যায় ।] বৃক্ষের স্বরূপ ছিল। জলদ্বারা তাহার বৃদ্ধি হইল, এবং রোপণস্থানের চতুৰ্দিগবাই স্রোত ও ক্ষেত্রের তাবৎ বৃক্ষের নিকটবাহিনী প্রণালীর গভীর • জলদ্বারা তাহার উন্নতি হইল। অতএব ক্ষেত্রের তাবৎ বৃক্ষ অপেক্ষ সে অত্যুচ্চ হইয়া উঠিল, এবং সমূহজলদ্বারা তাহার শাখা উপশাখা অনেক শু ও দীর্ঘ ও বিস্তারিত হইয়া উঠিল। ও তাহার শাথাতে আকাশস্থ পক্ষিগণ বাসা করিল, ও শাখার নীচে তাবৎ বনপশু প্রসব করিল, ও তাহার ছায়াতে অনেক ২ প্রধান দেশীয় লোক বাস করিল। এই প্রকারে সে অাপন মহত্তের ও শাখার দীর্ঘতাতে অতি সুন্দর হইল, কারণ গভীর জলের নিকটে তাহার মূল ছিল। ঈশ্বরের উদ্যানস্থ অন্য এরস বৃক্ষ তাহাকে আচ্ছাদন করিতে পারিল না, ও দেবদারু তাহার এক শাখার তুল্য হইল না, ও অর্মোন বৃক্ষ তাহার উপশাখার সদৃশ হইল না; ঈশ্বরের উদ্যানে তাহার সদৃশ কোন বৃক্ষের সেী= দর্ঘ্য ছিল না। আমি তাহার সমূহশাখা করিয়া তাহাকে এমত সুন্দর করিলাম, যে ঈশ্বরের উদ্যানস্থ অর্থাৎ এদনৃস্থিত তাবৎ বৃক্ষ তাহার ঈর্ষা করিল। প্রভু পরমেশ্বর এই কথা কহেন, সে অতি উচ্চে উঠিল, এবং সে উপর ভাগে অনেক ঘনশাখা বিশিষ্ট হইয়া আপন উচ্চতাতে গৰ্ব্বিতান্তঃকরণ ১১ হইল ; অতএব অন্যদেশীয়দের মধ্যে যে জন পরাক্রমী, তাহার হস্তে আমি তাহাকে সমপণ করিলাম। সে তাহার সমুচিত দণ্ড দিলে আমি তা১২ হার দুষ্টতার জন্যে তাহাকে দূর করিলাম। এবং বিদেশীয় লোকের অর্থাৎ অন্যদেশীয়দের ভয়ঙ্কর লোকেরা তাহাকে ছেদন করিল ও ত্যাগ করিল, এবং পৰ্ব্বতের উপরে ও উপত্যকাতে তাহার শাখা পড়িল, এবং দেশের তাবৎ জোলেতে তাহার উপশাখা ভগ্ন হইল, ও পৃথিবীস্থ তাবৎ লোক তাহার ছায়া পরিত্যাগ করিল ও তাহাকে ছাড়িয়া ১৩ গেল। এখন তাহার উচ্ছিন্ন কাণ্ডে আকাশীয় পক্ষিগণ বাস করে, ও বনপশুগণ তাহার উপশাখাতে ১• থাকে। অতএব জলের নিকটস্থ তাবৎ বৃক্ষ আপনাদের উচ্চতা প্রযুক্ত গৰ্ব্ব না করুক ও এমত শাখা পল্লব বিশিষ্ট না হউক, এবং জলপায়ি কোন বৃক্ষ এমত উচ্চ না হউক। হইলে তাহার মৃত্যুগুস্ত হইয়া গৰ্বে পতিত মনুষ্যসন্তানদের মধ্যে পৃথিবীর অধঃ১• স্থানে নিক্ষিপ্ত হইবে। প্রভু পরমেশ্বর এই কথা কহেন,সে যে দিনে পরলোকে গমন করিল,সে দিনে - e. যিহিঘূেল। తి) আমি হাহাকার করাইলাম ; আমি তাহার নিমিত্তে শোক করাইলাম, ও তাহার নদী নিবৃত্ত করিলাম, ও তাহার অগাধ জল নিশ্চল হইল ; আমি তাহার নিমিত্তে লিবানোনকে বিলাপ করাইলাম, ও তাহার জন্যে বনের তাবৎ বৃক্ষ স্নান হইল। আমি গবে • • পতিত লোকের সহিত তাহাকে পরলোকে নিক্ষেপ করিলে তাহার পতনের শব্দদ্বারা তাবৎ দেশীয় লোকদিগকে কম্পান্বিত করিলাম, এবং পৃথিবীর অধঃস্থানে স্থিত এদনের তাবৎ বৃক্ষ ও লিবানোনের উত্তম ও শ্রেষ্ঠ অর্থাৎ জলপায়ি যত বৃক্ষ, সকলেই সান্তুনা পাইল। এবং অন্যদেশীয়দের মধ্যে যা- । হারা তাহার ছায়াতে বাস করিয়া তাহার সহকারী fছল, তাহারাও খড়গে হত লোকদের নিকটে তাহার সঙ্গে পরলোকে গেল । এইরূপে তুমি এদনের বৃক্ষের মধ্যে তেজে ও মহ- ১৮ ক্সে কাহার তুল্য হইতে পার ? তুমিও এদনের বৃক্ষের সহিত পৃথিবীর অধোভাগে আনীত হইবা, এবং অতবকছেদিদের মধ্যে খড়গে হত লোকদের সহিত্ত নিক্ষিপ্ত হইবা ; প্রভু পরমেশ্বর এই কথা কহেন, ফিরেীণ ও তাহার তাবৎ লোকের এই গতি হইবে। ৩২ অধ্যায়। s यिनर्झह । ऽन క్రా বিলাপ ১১ এ বtৰিলের র অtছারণ যিসরের বিনাশের ভবিষ্যদ্বাক্য ১৭ ও তাহার নরকে আবঃপতন । অপর দ্বাদশ বৎসরের দ্বাদশ মাসের প্রথম দিনে পরমেশ্বরের এই কথা অামার নিকটে উপস্থিত হইল, হে মনুষ্যের সন্তান, তুমি মিসরের রাজা ২ ফিরেীণের বিষয়ে বিলাপ করিয়া তাহাকে এই কথা বল,তুমি অন্যদেশীয়দের মধ্যে এক যুব সিxহস্বরূপ ও সমুদ্রের এক কুম্ভীরস্বরূপ ; তুমি নদীতে গমন করিয়া আপন পদে জলাসফালন করিয়া তাহাকে মলিন করিতেছ। প্ৰভূ পরমেশ্বর এই কথা • কহেন, এই নিমিত্তে আমি সমূহ সৈন্যসামন্তদ্বারা তোমার উপরে আপন জাল বিস্তার করিব, তাহাতে তাহারা আমার জালদ্বারা তোমাকে তুলিবে। তখন আমি তোমাকে ভূমিতে ত্যাগ করিব • ও ক্ষেত্রে ফেলিয়া দিব, এবং আমি আকাশীয় পক্ষিগণকে তোমার উপরে বাস করাইব, ও তোমাদ্বারা বনপশুগণকে তৃপ্ত করাইব । আমি পৰ্ব্ব- • তের উপরে তোমার মাংস রাখিব, ও তোমার দীর্ঘতাতে * নিম্নভূমি পরিপূর্ণ করিব। এবং তুমি যে - দেশে ভাসিতেছ, সেই দেশের পর্বত পৰ্য্যন্ত তোমার রক্তে সেচন করিব, ও তাবৎ নদী তোমাদ্বারা > -- S B S S B S S S S D SAASAASSAAAASS SSAAASAAAS মিহি ৩২ : ১৮ –[১৬] ৩২ ; ও ১ । যিশ ১৪ ; ৮-১২ ॥—[১৮] প ২ । যিহি ২৮ : ৩২ ; ১১-৩২ ৷৷ LLL BBS BB BS 0 AAAA AAAtBB S BBBBS AAAAA AAAA AAASS00 BB BBSS S BBS BBS BBSBBS

  • (ব।) তাতে ।

761